AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy 2025: কিউয়ি ম্যাচের প্রস্তুতি শুরু, প্র্যাক্টিস মিস রোহিত-গিলের; কী চলছে ভারতীয় শিবিরের অন্দরে?

IND vs NZ, Champions Trophy: বুধবার অনুশীলনে মগ্ন থাকতে দেখা যায় বিরাট কোহলি, মহম্মদ সামিদের। টিমের অন্যান্য ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং ঝাঁলিয়ে নিতে দেখা গেলেও ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ ক্রিকেটার শুভমন গিলকে প্র্যাক্টিস করতে দেখা যায়নি।

ICC Champions Trophy 2025: কিউয়ি ম্যাচের প্রস্তুতি শুরু, প্র্যাক্টিস মিস রোহিত-গিলের; কী চলছে ভারতীয় শিবিরের অন্দরে?
ICC Champions Trophy 2025: কিউয়ি ম্যাচের প্রস্তুতি শুরু, প্র্যাক্টিস মিস রোহিত-গিলের; কী চলছে ভারতীয় শিবিরের অন্দরে?Image Credit: Surjeet Yadav/MB Media/Getty Images
| Updated on: Feb 27, 2025 | 1:02 PM
Share

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) পাকিস্তানকে বধ করার পর বেশ কয়েকটা দিন হাতে পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ আগামী রবিবার। তার আগে এ বার অনুশীলন শুরু করল মেন ইন ব্লু। কিউয়িদের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। গ্রুপ-এ-র শীর্ষে থেকে কোন টিম শেষ চারে যাবে, তা জানা যাবে রবিবার। বুধবার অনুশীলনে মগ্ন থাকতে দেখা যায় বিরাট কোহলি, মহম্মদ সামিদের। টিমের অন্যান্য ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং ঝাঁলিয়ে নিতে দেখা গেলেও ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ ক্রিকেটার শুভমন গিলকে প্র্যাক্টিস করতে দেখা যায়নি। দুই তারকা অনুশীলনে না থাকায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগছে, ঠিক কী চলছে ভারতীয় শিবিরের অন্দরে।

রোহিত শর্মা ভারত-পাক ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। যদিও ম্যাচ শেষে জানিয়েছিলেন, তিনি ঠিক আছেন। তবে সূত্রের খবর, তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তাই সতর্কতা অবলম্বন করতেই প্র্যাক্টিসে তাড়াহুড়ো করেননি ভারত অধিনায়ক। পাশাপাশি জানা গিয়েছে, রোহিতের ডেপুটি শুভমন গিল অসুস্থ থাকার কারণে অনুশীলন করেননি। এও জানা গিয়েছে যে, কিউয়ি ম্যাচের আগে তিনি হয়তো ফিট হয়ে উঠবেন।

বোর্ডের ইন্সটাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, মহম্মদ সামি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, লোকেশ রাহুলরা অনুশীলন করছেন। ওই ভিডিয়োর শুরুতে দেখা যায় টিম বাস থেকে নামার পর ফ্যানেদের অটোগ্রাফ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এরপর গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়ে কুলদীপ যাদবকে হাওয়া নিয়ে কিছু বলতে শোনা যায় রোহিতকে। তারপর ক্যাচ প্র্যাক্টিসের চেষ্টা করতে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। খোশমেজাজে দেখা যায় সকলকে।

বিরাট কোহলির পাশের নেটে রবীন্দ্র জাডেজা ব্যাটিং অনুশীলন করেন। হার্দিক, লোকেশ, ঋষভরাও নেটে ব্যাটিং প্র্যাক্টিস করেন। ভাইরাল জ্বরের কারণে ঋষভ পন্থকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতের প্রথম ২ ম্যাচে খেলতে দেখা যায়নি। বুধবার তিনি দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। বিরাটকে বল করতে থাকেন হর্ষিত রানা এবং নেট বোলাররা।