AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ভারতকে নিয়ে কতটা চিন্তা? ইংল্যান্ডের কিংবদন্তি যা বললেন…

Indian Cricket Team: এ বার ভারতীয় দলে তাঁদের জায়গা কে নেবেন তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। নিজেদের মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এ বার ভারতের ইংল্যান্ড সফর নিয়ে মুখ খুললেন ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। ভারতকে সহজ প্রতিপক্ষ না ভাবার পরামর্শ তাঁর। ঠিক কী বললেন তিনি?

IND vs ENG: ভারতকে নিয়ে কতটা চিন্তা? ইংল্যান্ডের কিংবদন্তি যা বললেন...
Image Credit: PTI FILE
| Updated on: May 14, 2025 | 9:02 PM
Share

প্রায় তিন বছর পরে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সিরিজে এগিয়ে ছিল কোহলির টিম। যদিও একটি ম্যাচ বছরখানেক পর হয়। ভারতের কোচিং টিম, নেতৃত্বেও বদল। শেষ অনধি সিরিজ ড্র হয়েছিল। এ বারও পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে ভারত। তার আগেই জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এ বার ভারতীয় দলে তাঁদের জায়গা কে নেবেন তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। নিজেদের মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে এ বার ভারতের ইংল্যান্ড সফর নিয়ে মুখ খুললেন ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। ভারতকে সহজ প্রতিপক্ষ না ভাবার পরামর্শ তাঁর। ঠিক কী বললেন তিনি?

ভারতের ইংল্যান্ড সফরের ইতিহাস বিশেষ ভালো নয়। গুটিকয়েক ব্যক্তিগত পারফরম্যান্স ছাড়া টিম হিসেবে বিশেষ ভালো ফল করতে পারেনি ভারত। ইংল্যান্ড সফর দিয়েই শুরু হতে চলেছে ভারতের পরবর্তী টেস্ট চ্য়াম্পিয়নশিপের নতুন পর্ব। তার আগেই ইংল্য়ান্ডকে সতর্ক করে দিলেন জেমস অ্যান্ডারসন। তিনি বলেছেন,’আমার কেরিয়ারের দিকে তাকালে, আমার মনে হয় অ্যাসেজের ১৮ মাস আগেই ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা সেই দিকে তাকিয়ে থাকে। সেই দিকে তাকিয়ে সামনে কী আসছে তা ভুলে যায়। ঘরের মাঠে হলেও ভারত একটা কঠিন চ্য়ালেঞ্জ হতে চলেছে। ওরা কঠিন প্রতিপক্ষ।’

একটি পডকাস্টে আসন্ন সিরিজে বেন স্টোকসের ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে দাবি জিমির। যা ইংল্য়ান্ডকে বাড়তি শক্তি দেবে। অ্যান্ডারসন ইংল্যান্ডের পেস আক্রমণ সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের বিপক্ষে ঠিক থাকলেও অ্যাসেজের জন্য তাদের দলে অন্তত পাঁচ বা ছয়জন পেসার থাকা উচিত। তাঁর দাবি, তাদের দলে এমন খেলোয়াড় রয়েছেন যারা ভারতের বিপক্ষে শূন্যস্থান পূরণ করতে পারে, তবে অ্যাসেজের জন্য একটি পূর্ণ-শক্তির পেস আক্রমণ প্রয়োজন। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য অনেক ফাস্ট বোলারের প্রয়োজন হবে।’