ক্যানবেরাতে বিরাটদের সম্মানের লড়াই

sushovan mukherjee |

Dec 01, 2020 | 5:50 PM

ভারতের প্রথম একাদশে আসতে পারেন কুলদীপ-শার্দূল।

ক্যানবেরাতে বিরাটদের সম্মানের লড়াই
বিরাটদের সম্মানের লড়াই। ছবি-টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: সিডনির আতঙ্ক তাড়া করতে পারে ক্যানবেরাতেও!এসসিজি-তে প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে রানের পাহাড় তৈরি করেছিল অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথরা। রান তাড়া করতে নেমে বিরাট কোহলির ভারত দুটো ম্যাচেই জঘন্য ভাবে হেরেছে। মানুকা ওভালে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও পরিস্থিতি পাল্টাবে না। ইতিহাস বলছে, এই মাঠে শেষ সাতটা ম্যাচে আগে ব্যাট করে বড় রান তোলা টিমই জয়ের মুখ দেখেছে।

প্রশ্ন হল, ভারতীয় টিম কি হোয়াইটওয়াশ আটকাতে পারবে?দ্বিমুখী সমস্যায় আকন্ঠ ডুবে বিরাটরা। এক, ব্যাটসম্যানরা, বিশেষ করে টপ অর্ডার ভরসা দিতে পারছে না। ধারাবাহিক রান নেই কারও ব্যাটেই। ক্যাপ্টেন বিরাট আগের ম্যাচে রান পেয়েছেন ঠিকই, কিন্তু বাকিরা ব্যর্থ। দুই, যে সমস্যাটা অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর থেকে ব্যাপক চাপে ফেলে দিয়েছে ভারতকে, তা হল বোলারদের ব্যর্থতা। মহম্মদ সামি প্রথম ওয়ান ডে ম্যাচে উইকেট পেয়েছিলেন। বাকিরা কার্যত কিছুই করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আবার সবাই ব্যর্থ। বিশেষ করে জশপ্রীত বুমরার মতো বোলার ছন্দে না থাকায় আরও চাপে পড়েছে টিম ম্যানেজমেন্ট। স্পিনাররাও ভরসা দিতে পারছেন না। যে কারণে ছ’নম্বর বোলার খুঁজছে ভারত। আপাতত হার্দিক পান্ডিয়ার উপরেই আস্থা রাখার চেষ্টা করছেন বিরাট। কিন্তু তিনি চোটের জন্য দীর্ঘদিন বল করেননি। আইপিএলেও বল হাতে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ায় নিয়মিত বোলার হয়ে ওঠার মতো ধকল কি নিতে পারবেন হার্দিক?

ব্যাটসম্যানরা কেন পারছেন না? আইপিএলে যতই রান থাকুক ব্যাটে, অস্ট্রেলিয়ার পরিবেশ ও পিচ একেবারে ভিন্ন ধর্মী। যার সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেননি বিরাটরা। শ্রেয়স আয়ার তৃতীয় ওয়ান ডে-র আগের দিন প্রেস মিটে বলেওছেন, ‘আমরা সরাসরি দুবাই থেকে অস্ট্রেলিয়ায় এসেছি। অস্ট্রেলিয়ার মতো বাউন্স ওখানে ছিল না। পরিবেশ, পরিস্থিতিও একদম অন্যরকম। যে কারণে আমাদের মানিয়ে নিতে সমস্য়া হচ্ছে।’

আরও পড়ুন:ভারতে নাও হতে পারে টি-২০ বিশ্বকাপ, দাবি পাক বোর্ডের

প্রথম দুটো ম্যাচে ৬৬ ও ৫১ রানে হেরেছে ভারতীয় টিম। বিরাটদের ব্যর্থতার পাশাপাশি অস্ট্রেলিয়ান টিমও তুখোড় ফর্মে। স্মিথ পর পর দুটো সেঞ্চুরি করেছেন। ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলরাও রানের মধ্যে। তৃতীয় ম্যাচে অজি টিমে বেশ কিছু বদল হতে পারে। সিরিজ ইতিমধ্যে জিতে যাওয়ায় নতুন মুখদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছে অস্ট্রেলিয়ান টিম ম্য়ানেজমেন্ট।
বদল হতে পারে ভারতীয় টিমেও। বোলিং ব্যর্থতার জন্য কুলদীপ যাদব এবং শার্দূল ঠাকুরকে দেখে নেওয়া হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে সামি, বুমরার মধ্যে এক জনকে।

শ্রেয়স বলেছেন, ‘অস্ট্রেলিয়া এমন একটা জায়গা, এখানে সফল হতে হলে কিছুটা সময় লাগেই। আমরা ব্যাটসম্যানরা যতটা তাড়াতাড়ি রানে ফিরতে চাইছি। আশা করি সেটা দিতেও পারব।’এ বারের অস্ট্রেলিয়া সফর ভারতীয় টিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বার টেস্ট সিরিজ জিতে ফিরেছিলেন বিরাটরা। সেই স্মৃতি ফেরাতে হলে ক্যানবেরা থেকেই বিরাটদের চেনা ছন্দে ফিরতেই হবে।

Next Article