AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa: রাহুলদের দু’শোর ঘরে ঢুকতে না দিয়ে খানিক ধাক্কা সামলাল বিশ্বজয়ীরা, কোন পথে এগোচ্ছে ইডেন টেস্ট?

বিশ্বজয়ী টিম ভারত সফরে এসেছে। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর বাভুমা ব্রিগেডের উপর। কিন্তু ইডেনে প্রথম দিন ব্যাটিং বিভাগে ভাল প্রদর্শনী দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি। স্বাভাবিকভাবেই তার ফল স্পষ্ট ছিল স্কোরবোর্ডে। যে কারণে হয়তো দক্ষিণ আফ্রিকার বোলাররাও পণ করে নিয়েছিলেন, টিম ইন্ডিয়ার ব্যাটারদের হয়তো দেখে নেবেন!

India vs South Africa: রাহুলদের দু'শোর ঘরে ঢুকতে না দিয়ে খানিক ধাক্কা সামলাল বিশ্বজয়ীরা, কোন পথে এগোচ্ছে ইডেন টেস্ট?
রাহুলদের দু'শোর ঘরে ঢুকতে না দিয়ে খানিক ধাক্কা সামলাল বিশ্বজয়ীরাImage Credit: PTI
| Updated on: Nov 15, 2025 | 2:09 PM
Share

কলকাতা: প্রত্যাশার পাহাড় সামনে ছিল। সেখানে পাহাড়ের চূড়ায় তো দূর, অর্ধেক পাহাড়েও চড়তে পারল না ভারতীয় টিম। ইডেনে বোলিং দাপট দেখিয়ে প্রোটিয়াদের ১৫৯ রানে থামিয়ে দিয়েছিলেন বুমরা-সিরাজরা। এরপর কাজটা ছিল টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং বিভাগের। কিন্তু সেখানে দেখা গেল হতশ্রী দশা। এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইডেনে দ্বিতীয় দিন সকাল থেকে ওই দুপুর অবধি ব্যাটিং করল ভারত। লিড মাত্র ৩০ রানের।

ভারতীয় টিমকে দু’শো করতে দিল না প্রোটিয়ারা

বিশ্বজয়ী টিম ভারত সফরে এসেছে। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর বাভুমা ব্রিগেডের উপর। কিন্তু ইডেনে প্রথম দিন ব্যাটিং বিভাগে ভাল প্রদর্শনী দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি। স্বাভাবিকভাবেই তার ফল স্পষ্ট ছিল স্কোরবোর্ডে। যে কারণে হয়তো দক্ষিণ আফ্রিকার বোলাররাও পণ করে নিয়েছিলেন, টিম ইন্ডিয়ার ব্যাটারদের হয়তো দেখে নেবেন! দেখে নিলেনও। সাইমন হারমার, মার্কো জ্যানসেনদের দাপুটে বোলিংয়ের সুবাদে টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারও ইডেন টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করতে পারেননি।

ওপেনার যশস্বী (১২) প্রথম দিনই আউট হয়েছিলেন। দিনের খেলা শেষ হয়েছিল রাহুল ও সুন্দর ক্রিজে থাকাকালীন। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করেন ওপেনার রাহুল। দ্বিতীয় সর্বাধিক রান এসেছে সুন্দরের (২৯) ব্যাটে। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ২৭ করে রান করেন। এ ছাড়া অক্ষর প্যাটেল ১৬ ও ধ্রুব জুরেল ১৪। মার্কোর ৩, সাইমনের ৪ ছাড়া কেশব মহারাজ ও কর্বিন বসের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।

শুভমন গিলকে নিয়ে উদ্বেগ

ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের মাঝে অধিনায়ক শুভমন গিলকে নিয়ে উদ্বেগ। লাঞ্চ বিরতির আগে মাত্র ৩টে বল খেলার পরই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় গিলকে। সাইমন হারমারের বলে চার মারতে গিয়ে ঘাড়ের পেশিতে তাঁর টান ধরেছিল। এরপর ভারতীয় দলের ফিজিয়োর সঙ্গে মাঠ ছাড়েন গিল। এরপরই বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, শুভমনের ঘাড় শক্ত হয়ে গিয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে। তিনি আবার মাঠে নামতে পারবেন কি না, তা তাঁর পরিস্থিতি ও উন্নতির উপর নির্ভর করবে।

প্রথম ইনিংসে ভারত খেলেছে ৬২.২ ওভার। করেছে ১৮৯ রান। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার থেকে ৩০ রান প্রথম ইনিংসে বেশি করে ভারত। এই রানের পরিমাণটা কার্যত চোখের পলকেই পের করে ফেলার ক্ষমতা রাখে দক্ষিণ আফ্রিকা। তাই ফের একবার এই টেস্টের ভাগ্যবিধাতা হওয়ার দায়িত্ব গিয়ে পড়েছে ভারতের বোলিং বিভাগের ওপর। সকলের নজর ফের জসপ্রীত বুমরার দিকে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং জাদু দেখতে মুখিয়ে সক্কলে।