AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SL T20I Squad: ভারতের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা, শ্রীলঙ্কা টিমে জোড়া ‘মালিঙ্গা’

India Tour of Sri Lanka: শ্রীলঙ্কা টি-টোয়েন্টি টিমে প্রত্যাবর্তন হয়েছে দীনেশ চান্ডিমলের। তেমনই স্কোয়াডে নতুন মুখ চামিন্দু বিক্রমসিংহে। শক্তিশালী বোলিং আক্রমণও বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। রয়েছেন জোড়া মালিঙ্গা। মাতিসা পাথিরানা এবং নুয়ান তুষারা দু-জনের স্লিং অ্যাকশন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন।

SL T20I Squad: ভারতের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা, শ্রীলঙ্কা টিমে জোড়া 'মালিঙ্গা'
Image Credit: SLC
| Updated on: Jul 23, 2024 | 1:06 PM
Share

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে এই সিরিজের আগেই টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। স্পিন বোলিং অলরাউন্ডারের জায়গায় ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন ব্যাটার চরিত আসালঙ্কা। শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া চরিত আসালঙ্কা প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন তা নয়। নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বছরের শুরুতে বাংলাদেশ সফরে ওয়ানিন্দু হাসারঙ্গার দু-ম্যাচের নির্বাসন থাকায় সে সময় নেতৃত্ব দিয়েছিলেন আসালঙ্কা। এ ছাড়াও অনূর্ধ্ব ১৯ স্তরে শ্রীলঙ্কা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসেরও অধিনায়ক তিনি। আসালঙ্কার নেতৃত্ব চ্য়াম্পিয়নও হয়েছে জাফনা কিংস।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি টিমে প্রত্যাবর্তন হয়েছে দীনেশ চান্ডিমলের। তেমনই স্কোয়াডে নতুন মুখ চামিন্দু বিক্রমসিংহে। শক্তিশালী বোলিং আক্রমণও বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। রয়েছেন জোড়া মালিঙ্গা। মাতিসা পাথিরানা এবং নুয়ান তুষারা দু-জনের স্লিং অ্যাকশন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। এ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ বাঁ হাতি পেসার বিনুরা ফার্নান্ডো এবং ডান হাতি পেসার দুষ্মন্ত চামিরা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন প্রাক্তন ক্যাপ্টেন দাসুন শানাকা। স্পিন বোলিংয়ে অভিজ্ঞ মহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসারঙ্গার পাশাপাশি তরুণ বাঁ হাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।

ভারতের বিরুদ্ধে এই সিরিজে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ বিশ্বজয়ী সনৎ জয়সূর্য। তেমনই ভারতের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট জোড়া বিশ্বজয়ী ওপেনার গৌতম গম্ভীরের।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চরিত আসালঙ্কা (ক্যাপ্টেন), পাথুম নিশাঙ্ক, কুশল পেরেররা, অবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, চামিন্দু বিক্রমসিংহে, মাতিসা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো