Asia Cup 2022, IND vs AFG Highlights: বিরাট জয়ে এশিয়া কাপ অভিযান শেষ করল ভারত
India vs Afghanistan, Asia Cup 2022 Live Score: মিডল অর্ডার ব্যাটিং এবং মিডল ওভার বোলিং চিন্তায় রাখল ভারতকে।

দুবাই : এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরে প্রথম দু-ম্যাচেই হার। ভারতের (Team India) মতো একই অবস্থা ছিল আফগানিস্তানেরও। দুবাইতে ভারত-আফগানিস্তানের (India vs Afghanistan) কাছে ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচটি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছিল তারা। ভারতীয় শিবির এখনও টি ২০ বিশ্বকাপের (T20 World Cup) কম্বিনেশন বেছে নিতে পারেনি। এদিনও মিডল অর্ডার ব্যাটিং এবং মিডল ওভার বোলিং চিন্তায় রাখল। রোহিত বিশ্রাম নেওয়ায় নেতৃত্ব দেন লোকেশ রাহুল। বিরাট কোহলির শতরান এবং রাহুলের অর্ধশতরানে বড় স্কোর গড়ে ভারত। ভুবনেশ্বর কুমারের অনবদ্য স্পেলে ২১ রানে ৫ উইকেট হারায় ভারত। মিডল ওভারে বোলিংয়ে নিয়ন্ত্রণ থাকলো না। ২০ ওভার ব্যাট করল আফগানিস্তানও। ১১১-৮ স্কোরে থামল তারা। আফগানিস্তানের প্রাপ্তি ইব্রাহিম জাদরানের অর্ধশতরান।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- নিয়মরক্ষার ম্যাচে ভারতের একাদশে তিন পরিবর্তন। বিশ্রাম নিলেন রোহিত শর্মা।
- আন্তর্জাতিক টি ২০ তে বিরাট কোহলির প্রথম এবং ৭১ তম শতরান। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি ২০ তে সর্বাধিক ১২২ রানের ইনিংস বিরাটের ব্যাটে।
- বিরাটের শতরান এবং লোকেশ রাহুলের অর্ধশতরানে ২১২-২ বড় স্কোর গড়ে ভারত।
- ভুবনেশ্বর কুমার মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন।
- আফগানিস্তান ২০ ওভারে ১১১-৮ করে। ইব্রাহিম জাদরান ৬৪ রানে অপরাজিত।
- ভারত জয়ী ১০১ রানের বড় ব্যবধানে।
-
কার্তিক বোলিংয়ে!
শেষ ওভারে দীনেশ কার্তিক বোলিংয়ে। হাসি চাপতে পারলেন না বিরাট কোহলি।
-
-
দীপক হুডা
বোলিংয়ে দীপক হুডা। প্রথম বলেই উইকেট। তিনি যে বোলিং বিকল্প হতে পারেন, গত দুই ম্যাচে ভাবনায় আসেনি টিম ম্যানেজমেন্টের।
-
ইনিংসের মাঝপথে
ভুবির স্পেল শেষ হতে কিছুটা থিঁতু হল আফগানিস্তান। ১০ ওভার শেষে তাদের স্কোর ৩৪-৬।
-
ফের ধাক্কা ভুবির
মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট। অনবদ্য স্পেল ভুবনেশ্বর কুমারের।
-
-
পাওয়ার প্লে-তেই এলোমলো
ভুবনেশ্বর কুমারের ৪ উইকেট। অর্শদীপেরও ধাক্কা। পাওয়ার প্লে-তে ২১-৫ আফগানিস্তান।
-
পরপর চার
ভুবনেশ্বর কুমারের সুইং সামলাতে ব্যর্থ। পর পর ধাক্কা আফগানিস্তানের। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে।
-
জোড়া ধাক্কা
আফগানিস্তানকে ২১৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। প্রথম ওভারেই জোড়া ধাক্কা দিলেন ভুবনেশ্বর কুমার।
-
আন্তর্জাতিক টি ২০ তে প্রথম
১০২১ দিন। অবশেষে শতরানের খরা কাটল। ২০১৯ গোলাপি টেস্টের পর তিন অঙ্কের ঘরে বিরাট। আন্তর্জাতিক টি ২০ তে প্রথম শতরান।
-
শতরান হবে!
আন্তর্জাতিক টি ২০ তে শতরান নেই বিরাট কোহলি। এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রাহক। ৪৪ বলে ৬৯ রানে খেলছেন।
-
আউট সূর্য
নেমেই ছয় মেরেছিলেন। পরের বলেই প্লেড অন সূর্যকুমার যাদব। তিন নম্বরে নেমে দারুণ সুযোগ ছিল বড় ইনিংস খেলার। এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ। চারে নামলেন।
-
প্রথম ধাক্কা
প্রথম উইকেট হিসেবে আউট লোকেশ রাহুল। মিড অনে ক্যাচ নাজিবুল্লা জাদরানের। ৬২ রানে ফিরলেন অধিনায়ক। তিনে সূর্য।
-
রাহুলের অর্ধশতরান, একশো পেরোল ভারত
বিরাটের পর এ বার অর্ধশতরান লোকেশ রাহুলেরও। ৩৬ বলে অর্ধশতরান তাঁর। দলের স্কোরও একশো পেরিয়ে গেল বিরাট-রাহুলের ওপেনিং জুটিতে।
-
বিরাটের অর্ধশতরান
কেরিয়ারের ৩৩ তম আন্তর্জাতিক টি ২০ অর্ধশতরান বিরাট কোহলির। ৩২ বলে অর্ধশতরানে বিরাট। এ বারের এশিয়া কাপে তৃতীয় অর্ধশতরান বিরাটের।
-
ইনিংসের মাঝপথে
ইনিংসের মাঝপথে ভারত। ১০ ওভারে বিনা উইকেটে ৮৭।
-
কোহলির ক্যাচ পড়ল
মহম্মদ নবির বলে বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ ফেলেন ইব্রাহিম জাদরান।
-
পাওয়ার প্লে আপডেট
বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের অনবদ্য শুরু। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫২ রান। আক্রমণে রশিদ খান।
-
দ্বিতীয় ওভারেই স্পিন
আফগান একাদশে দুই বিশ্বমানের স্পিনার রয়েছেন। রশিদ খান-মুজিব উর রহমান। দ্বিতীয় ওভারেই আক্রমণে মুজিব।
-
বিরাট কোহলি ওপেনিংয়ে
লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে বিরাট কোহলি। রোহিত বিশ্রামে থাকায় এই ম্যাচে তিন জনের মধ্যে কাউকে দেখা যেত। অতীতে রোহিতের সঙ্গে জাতীয় দলে ওপেন করেছেন বিরাট। আজ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে।
-
রাহুলের সঙ্গে ওপেনিংয়ে কে?
গত টি ২০ বিশ্বকাপ থেকে এই অবধি একাধিক ওপেনিং জুটি দেখা গিয়েছে ভারতীয় দলে। এই ম্যাচে রাহুলের ওপেনিং সঙ্গী কে! বিরাট কোহলি, ঋষভ পন্থ নাকি সূর্যকুমার যাদব?
-
একাদশ আপডেট
ভারত : লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন
আফগানিস্তান : হজরতুল্লা জাজাই, রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, আজমাতুল্লা ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফারিদ আহমেদ, ফজলহক ফারুকি
-
টস আপডেট
খেলছেন না রোহিত শর্মা। নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে অধিনায়ক। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। রোহিত, হার্দিক, চাহালকে তিন জনই বিশ্রামে। পরিবর্তে দীপক চাহার, অক্ষর প্যাটেল এবং দীনেশ কার্তিক।
-
বাঁ হাতি পেসার
বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে বরাবরই সমস্যায় পড়ে ভারত। ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, মহম্মদ আমির, শাহিন আফ্রিদি এবং গত ম্যাচে শ্রীলঙ্কার তরুণ বাঁ হাতি পেসার মধুশঙ্কা। আফগানিস্তানের দু’জন বাঁ হাতি পেসার রয়েছেন। এর মধ্যে ফজলহক ফারুকি দারুণ ছন্দে। যা চাপ বাড়াতে পারে ভারতীয় শিবিরে।
-
নতুন পিচ
ভারত-আফগানিস্তান মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আজ ফ্রেশ পিচেই খেলা হবে। ব্যাটসম্যানদের পক্ষে কিছুটা সুবিধা হতে পারে।
ম্যাচ শুরুর আগে দুবাইতে আগুন আতঙ্ক। স্টেডিয়ামের কাছেই… বিস্তারিত পড়ুন : Asia Cup 2022: দুবাই স্টেডিয়ামের কাছে লাগল আগুন! কিছুক্ষণ পরই শুরু ভারত-আফগান ম্যাচ
-
স্কোয়াডে দীপক
আবেশ খানের পরিবর্তে দীপক চাহারকে স্কোয়াডে নেওয়া হয়েছিল। সরকারিভাবে ঘোষণা বাকি ছিল। আফগানিস্তান ম্যাচের আগে নিশ্চিত করা হয়েছে, দীপক চাহার সরকারিভাবে স্কোয়াডে। আজকের ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল দীপকের।
Published On - Sep 08,2022 6:30 PM
