IND vs AUS: অ্যাডিলেডে দু-বার অন্ধকার, কারণ শুনলে আপনিও হাসিতে ফেটে পড়বেন…

Dec 14, 2024 | 11:29 AM

India vs Australia 3rd Test: লাইট অফ হওয়ায় বিরক্ত হয়েছিলেন ক্রিকেটাররাও। গ্যালারিরও একই চিত্র। ভারতের তরুণ পেসার হর্ষিত রানার রিঅ্যাকশন ভাইরাল হয়েছিল। অ্যাডিলেড ওভাল দু-বার অন্ধকারে ডোবার কারণ খোলসা হল অবশেষে। শুনলে হাসিতে ফেটে পড়বেন আপনিও...।

IND vs AUS: অ্যাডিলেডে দু-বার অন্ধকার, কারণ শুনলে আপনিও হাসিতে ফেটে পড়বেন...
Image Credit source: X,PTI

Follow Us

স্টেডিয়ামে লাইট অফ হয়ে যাওয়া নতুন নয়। বহু ম্যাচেই হয়। কখনও টেকনিক্যাল ফল্টের কারণে। আবার অনেক সময় ইঁদুরের উৎপাতেও! ভারত-অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টে এমন পরিস্থিতি দু-বার তৈরি হয়েছে। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ ছিল। দু-বার লাইট অফ হওয়ায় বিরক্ত হয়েছিলেন ক্রিকেটাররাও। গ্যালারিরও একই চিত্র। ভারতের তরুণ পেসার হর্ষিত রানার রিঅ্যাকশন ভাইরাল হয়েছিল। অ্যাডিলেড ওভাল দু-বার অন্ধকারে ডোবার কারণ খোলসা হল অবশেষে। শুনলে হাসিতে ফেটে পড়বেন আপনিও…।

লাইট অফের নেপথ্যে ছিলেন অজি স্পিনার নাথান লিয়ঁ! তিনি নিজেই সেই ঘটনা খোলসা করেছেন। ব্রিসবেনে চলছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। প্রথম দিনের খেলা আপাতত থমকে রয়েছে বৃষ্টির কারণে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও ষষ্ঠ ওভারে প্রথম বার খেলা থামে বৃষ্টির জন্য। পুনরায় খেলা শুরু হয়। ১৩.২ ওভারে ফের বৃষ্টি। এরপর থেকে অপেক্ষার খেলা চলছে। বৃষ্টি বিরতিতে অ্যাডিলেডের আঁধার নিয়ে কারণ খোলসা করলেন নাথান লিয়ঁ।

মাঠে ম্যাচ চলছিল। অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ঁ জানতেন তাঁকে দ্রুত নামতে হবে না। সময়টা কাজে লাগাতে চেয়েছিলেন। প্র্যাক্টিস নেটে যান সহকারী কোচের সঙ্গে। এরপর? লিয়ঁ বলেন, ‘হ্যাঁ, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আসলে, আমি অন্ধকারে বসেছিলাম। নিরাপত্তারক্ষীকে বলি, লাইট অন করে দিতে, যাতে একটু ব্যাটিং প্র্যাক্টিস করতে পারি। কিছুক্ষণের মধ্যেই দেখি পুরো মাঠ অন্ধকারে। সহকারী কোচকে বলি, উনি হয়তো ভুল সুইচ দিয়েছেন। সহকারী কোচ বিশ্বাস করেনি। এরপর ১৫ মিনিট অপেক্ষা করার পর অবশেষে নেটে নামতে পেরেছিলাম।’ লিয়ঁর জন্য প্র্যাক্টিস এরিয়ার লাইট অন করতে গিয়েই যে দু-বার অন্ধকার, নিজে বলে হাসিতেও ফেটে পড়লেন।

Next Article