প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভার। এরপর শুধুই অপেক্ষা। অবশেষে স্থানীয় সময় বিকেল ৪.১৩ নাগাদ দিনের খেলা শেষের ঘোষণা। ব্রিসবেন টেস্টে দু-দলের অস্বস্তি বাড়াল বৃষ্টি। সারা দিনে মাত্র ১৩.২ ওভারের খেলা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করতে ভারত-অস্ট্রেলিয়া দু-দলেরই পরিস্থিতি সঙ্গীন। এই ম্যাচে আবহাওয়া বড় আতঙ্ক হয়ে দাঁড়াল। বাকি চার দিনও বৃষ্টির প্রভাব পড়তে পারে। সেই সম্ভাবনা প্রবল।
বৃষ্টির পূর্বাভাস ছিলই। দিনের খেলা শুরুর সময় আকাশও মেঘলা। সে কারণেই টস জিতে বোলিং নিতে বিন্দুমাত্র ভাবনা চিন্তা করেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ঝলমলে রোদও ছিল। তবে ইনিংসের ষষ্ঠ ওভারেই বৃষ্টি নামে। খেলা থামাতে হয়। প্রায় আধঘণ্টার মতো খেলা বন্ধ থাকে। অবশেষে ফের শুরু হয়। সে সময় রোদ আরও বেশি। বোলাররা খুব বেশিক্ষণ সুবিধা পাবেন কি না, এই নিয়েই ধোঁয়াশা ছিল।
বৃষ্টি বিরতির পর ভারত দুর্দান্ত বোলিং করছিল। বিশেষ করে বলতে হয় আকাশ দীপের কথা। তাঁকে দেখে সিরাজও লেন্থ বদল করেন। এরপর বুমরাও। মনে হচ্ছিল, যে কোনও সময় উইকেট আসতে পারে। তবে ১৩.২ ওভারে ফের বৃষ্টি। আবারও খেলা থামাতে হয়। নির্ধারিত সময়ের আগেই লাঞ্চ ব্রেক নেওয়া হয়। এরপর শুধুই অপেক্ষা। ভারতীয় সময় ১১.৪৬ নাগাদ জানানো হয়েছে, আজকের দিনের খেলা শেষ।
বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, কাল অর্থাৎ রবিবার থেকে স্থানীয় সময় সকাল ৯.৫০ মিনিটে (ভারতীয় সময় ভোর ৫.২০ থেকে) দিনের খেলা শুরু হবে। আবহাওয়া সঙ্গ দিলে দিনে অন্তত ৯৮ ওভার করে খেলা হবে। প্রথম দিন ১৩.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।