IND vs AUS Highlights, 3rd Test 2023, Day 1: জাডেজার ৪ উইকেট, দিনের শেষে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) তৃতীয় টেস্ট ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ইন্দোর: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্ট শুরু হল বুধবার থেকে। নাগপুর, দিল্লি পেরিয়ে এ বার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। ইন্দোর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। লোকেশ রাহুলের পরিবর্তে শুভমন গিল একাদশে প্রবেশ করলেও টপ অর্ডার নিয়ে চিন্তা দূর হল না। এদিন ম্যাচের প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। কুহেনম্যান, নাথান লিয়ঁদের দাপটে ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দিনের শেষে ৪ উইকেট খুইয়ে তুলেছে ১৫৬ রান। ৪টি উইকেট নিয়েছেন জাডেজা।
LIVE Cricket Score & Updates
-
এক ঝলকে
১. প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে অলআউট
২. সর্বাধিক ৫ উইকেট ম্যাথু কুহেনম্যানের
৩. প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/৪
৪. ভারতের থেকে ৪৭ রানে এগিয়ে স্টিভ স্মিথরা
৬. এখনও অস্ট্রেলিয়ার হাতে ছয়টি উইকেট
৭. চারটি উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা
-
প্রথমদিনের খেলার সমাপ্তি
প্রথমদিনের শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। দিনের শেষে তারা এগিয়ে ৪৭ রানে। এখনও তাদের হাতে ৬টি উইকেট। দিনের ৪টি উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।
-
-
মাইলস্টোন অ্যালার্ট
আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ হল জাডেজার। একইসঙ্গে ৫০০০ রান ও ৫০০ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তিনি।
-
আউট খোয়াজা
ব্যক্তিগত ৬০ রানে আউট হলেন উসমান খোয়াজা। জাডেজার বলে দামি ক্যাচ নিলেন শুভমন গিল। ৪২.৩ ওভারে অস্ট্রেলিয়া ১২৫/৩।
-
এগিয়ে গেল অস্ট্রেলিয়া
ভারতের প্রথম ইনিংসে ১০৯ রানের গণ্ডি পার করে গেল অস্ট্রেলিয়া।
-
-
আউট লাবুশেন
অবশেষে ৩৪.৩ ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ল। লাবুশেনের (৩১) উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়ার স্কোর ১০৮/৯।
-
অস্ট্রেলিয়ার শতরান
দলীয় ১০০ রানের গণ্ডি অতিক্রম করল অস্ট্রেলিয়া। ৩১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান অস্ট্রেলিয়ার।
-
খোয়াজার হাফ সেঞ্চুরি
ওপেনার উসমান খোয়াজার অর্ধশতরান। ১০৩ বলে হাফ সেঞ্চুরি করলেন।
-
চা বিরতি
ইন্দোরে চা বিরতি। এখনও পর্যন্ত মাত্র ১টি উইকেট ফেলতে পেরেছে ভারত। ২২ ওভারে ৭১/১ অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৮ রানে পিছিয়ে তারা।
-
অস্ট্রেলিয়ার ৫০ পার
দলীয় অর্ধশতরান পার করল অস্ট্রেলিয়া। ক্রিজে খোয়াজা ও লাবুশেন।
-
জাডেজার শিকার হেড
ট্র্যাভিস হেডকে ফিরিয়ে অজিদের প্রথম ধাক্কা রবীন্দ্র জাডেজার। অস্ট্রেলিয়া ৩ ওভারে ১২/১।
-
অস্ট্রেলিয়ার ইনিংস শুরু
প্রথম ইনিংসে ব্যাট করতে নামল অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে উসমান খোয়াজা এবং ট্রাভিস হেড।
-
রান আউট সিরাজ
মহম্মদ সিরাজ রান আউট হতেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে গেল ভারত।
-
উমেশকে ফেরালেন কুহেনম্যান
ইন্দোরে ম্যাথু কুহেনম্যানের দাপট। উমেশ যাদবকে (১৭) ফেরালেন তিনি। ১০৮ রানে ৯ উইকেট হারাল ভারত।
-
আউট অশ্বিন
লাঞ্চের পরই বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারলেন না রবিচন্দ্রন অশ্বিন। ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলল ভারত।
-
শুরু দ্বিতীয় সেশনের খেলা
লাঞ্চ বিরতি শেষ। দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। ক্রিজে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।
-
প্রথম সেশনে ভারত
- দিনের প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়েছে ভারত
- লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৮৪
- ৫২ বলে ২২ রান বিরাট কোহলির
- লোকেশ রাহুলের পরিবর্তে ওপেনিংয়ে শুভমন গিল
- প্রথম ইনিংসে ২১ রান করেন গিল
- ২৩ বলে ১২ রান অধিনায়ক রোহিত শর্মার
- সবকটি উইকেট নিলেন স্পিনাররা
- তিনটি করে উইকেট ম্যাথু কুহেনম্যান এবং নাথান লিয়ঁর
- ১টি উইকেট টড মার্ফির
-
ইন্দোরে লাঞ্চ বিরতি
ইন্দোরে লাঞ্চ বিরতি। ভারতীয় দলের সদস্যদের গলা দিয়ে খাবার নামবে কি না সন্দেহ। মাত্র ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।
-
সপ্তম উইকেট হারাল ভারত
শ্রীকর ভরতকে এলবিডব্লিউ লিয়ঁর। একশোর গণ্ডি পার হওয়ার আগেই ৭ উইকেট হারাল ভারত। ক্রিজে অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।
-
আউট বিরাট
টড মার্ফির ফাঁদে বিরাট কোহলি (২২)। ছয় উইকেট হারাল ভারত। ২১.৪ ওভারে ৭০/৬ ভারত। প্রবল চাপে টিম ইন্ডিয়া।
-
৫০ পার করল ভারত
ধুঁকতে ধুঁকতে দলীয় ৫০ রান পার করল ভারত। ক্রিজে বিরাট কোহলি ও শ্রীকর ভরত।
-
শ্রেয়স ক্লিন বোল্ড
ক্রিজে এসেই ফিরলেন শ্রেয়স আইয়ার। শূন্য রানে কুহেনম্যানের বলে আউট হলেন তিনি। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি। ১১.২ ওভারে ভারত ৪৫/৫।
-
ফিরলেন জাডেজা
রিভিউ নিয়ে বাঁচলেন। পরের বলেই লিঁয়র শিকার রবীন্দ্র জাডেজা। ৯ বলে ৪ রান। ভারতের ড্রেসিংরুমে অন্ধকার ঘনাচ্ছে। ৪৪ রানে ৪ উইকেট হারাল ভারত।
-
ফিরলেন পূজারা
ফের ব্যর্থ পূজারা। ১ রানে নাথান লিঁয়র শিকার হলেন। ৮.২ ওভারে ভারতের স্কোর ৩৬/৩।
-
সাজঘরে শুভমনও
সেই কুহেনম্যান। ১৮ বলে ২১ রান করে ফিরলেন শুভমন। ৭.২ ওভারে ৩৪/২ ভারত।
-
আউট রোহিত
দিনের শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে। ম্যাথু কুহেনম্যানের বলে ফিরলেন রোহিত শর্মা। ২৩ বলে ১২ রান। ক্রিজে চেতেশ্বর পূজারা। ৫.৬ ওভারে ভারতের স্কোর ২৭/১।
-
শুরু ম্যাচ
ইন্দোরে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ভারতের ইনিংসের সূচনায় রোহিত শর্মা ও শুভমন গিল। বল হাতে মিচেল স্টার্ক।
-
অস্ট্রেলিয়ার একাদশ
অজি টিমেও দুটি পরিবর্তন। প্যাট কামিন্স ও ডেভিড ওয়ার্নারের পরিবর্তে দলে মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, টড মার্ফি, ম্যাথু কুহেনম্যান।
-
ভারতের একাদশ
তৃতীয় টেস্টে ভারতের একাদশে দুটি পরিবর্তন। লোকেশ রাহুলের পরিবর্তে এলেন শুভমন গিল। মহম্মদ সামির জায়গায় একাদশে উমেশ যাদব। তৃতীয় টেস্ট শুরুর কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন উমেশ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, শ্রীকর ভরত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ।
-
টস আপডেট
টস জিতলেন রোহিত শর্মা। ইন্দোর টেস্টে প্রথমে ব্যাট করবে ভারত।
-
পিচ নিয়ে ধন্দ
নাগপুরের পর দিল্লি, তিন দিনে শেষ হয়ে গিয়েছে টেস্ট ম্যাচ। ইন্দোরে কি তেমনই কিছু হবে? বাইশ গজে নেমে পড়ার আগে পিচের চরিত্রে রীতিমতো বিভ্রান্ত অস্ট্রেলিয়া।
পড়ুন বিস্তারিত: ইন্দোরের পিচের চরিত্র কেমন, ধন্দে অস্ট্রেলিয়া!
-
ওপেনিং নিয়ে চর্চা
ইন্দোরে তৃতীয় টেস্টে রোহিত শর্মার সঙ্গে কে ওপেনিং করতে নামবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। অনেকের গিলের হয়ে বাজি ধরছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ধোঁয়াশা রেখেছেন।
Published On - Mar 01,2023 8:30 AM
