AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Australia Highlights, 4th Test 2023, Day 5: হাত মিলিয়ে নিল দু-দল, ম্যাচ ড্র

| Edited By: | Updated on: Mar 13, 2023 | 4:22 PM
Share

India vs Australia, BGT 2023, Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Australia) চতুর্থ টেস্ট (4th Test) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Australia Highlights, 4th Test 2023, Day 5: হাত মিলিয়ে নিল দু-দল, ম্যাচ ড্র
Image Credit: OWN Photograph

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে প্রথম দু-দিন ব্যাকফুটে ছিল ভারতীয় দল। টসে হার এবং অস্ট্রেলিয়ার ৪৮০-র স্কোর ভারতকে কোণঠাসা করে রেখেছিল। সিরিজে ২-১ এগিয়ে থাকলেও এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্র মর্যাদারক্ষার হলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নির্ভর করছিল এই ম্যাচে ফলের ওপরই। তবে ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যায় কেন উইলিয়ামসনদের সৌজন্যে। অস্ট্রেলিয়া আগেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে ভারতের পাশাপাশি দৌড় ছিল শ্রীলঙ্কা। তার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ জিততে হত শ্রীলঙ্কাকে। কিন্তু প্রথম টেস্ট নিউজিল্যান্ড জেতায় শ্রীলঙ্কা দৌড় থেকে ছিটকে যায়। আমেদাবাদ টেস্ট ড্র হল। ২-১ সিরিজ জিতল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া আমেদাবাদ টেস্টের পঞ্চম দিনের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 13 Mar 2023 04:16 PM (IST)

    এক নজরে

    • প্রথম ইনিংসে ৪৮০ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া।
    • জবাবে ভারত প্রথম ইনিংসে ৫৭১ রানে অলআউট।
    • শেষ দিন রুদ্ধশ্বাস সমাপ্তির প্রত্যাশা ছিল।
    • পিচ থেকে বোলারদের কোনও সাহায্য ছিল না।
    • ট্রাভিস হেড দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ৯০ রানে তাঁকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৫০তম উইকেট নেন অক্ষর প্য়াটেল।
    • দ্বিতীয় ইনিংসে ১৭৫-২ স্কোরে ইনিংস ঘোষণা করে রোহিতের সঙ্গে হাত মিলিয়ে নেন স্টিভ স্মিথ।
    • ম্যাচ ড্র হলেও ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
    • এই নিয়ে টানা চার বার বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলে।
    • ম্যাচের সেরা বিরাট কোহলি।
    • মোট ২৫ উইকেট নিয়ে সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন।
  • 13 Mar 2023 01:59 PM (IST)

    স্টিভ স্মিথ…

    ভারতের মাটিতে সম্ভবত ফাইনাল ইনিংস খেলতে নামলেন স্টিভ স্মিথ। ভারতে এরপরের বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৭ সালে। স্মিথও স্বীকার করে নিয়েছেন, বাস্তব বলছে, ভারতে এটিই তাঁর বিদায়ি টেস্ট।

  • 13 Mar 2023 01:47 PM (IST)

    লাবুশেনের অর্ধশতরান

    ক্রমশ ড্রয়ের দিকে এগচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ১৩৬ রানের পার্টনারশিপ ট্রাভিস হেড-মার্নাস লাবুশেনের। ট্রাভিস হেড শতরানের দিকে এগচ্ছেন। অর্ধশতরান পূর্ণ করলেন লাবুশেন।

  • 13 Mar 2023 10:33 AM (IST)

    ড্রিংকস ব্রেক

    প্রথম ঘণ্টায় ভারতের ঝুলিতে মাত্র এক উইকেট। অশ্বিন ফেরান নাইট-ওয়াচম্য়ান ম্য়াট কুনেম্যানকে। রিভিউ নিলে সেটিও আউট হত না। ভারতের স্পিনত্রয়ী অজি ব্য়াটারদের চাপে রাখলেও মজবুত রক্ষণ ট্রাভিস হেড-লাবুশেনদের।

  • 13 Mar 2023 09:56 AM (IST)

    ‘ক্যাপ্টেন’ কোহলি!

    বিরাট কোহলি নেতৃত্ব ছাড়লেও মাঠে তাঁর পরামর্শ থাকেই। সামির বোলিংয়ে ট্রাভিস হেড অল্পের জন্য কট বিহাইন্ড হওয়া থেকে বাঁচলেন ট্রাভিস হেড। স্লিপে একাই ছিলেন কোহলি। রোহিতকে পরামর্শ দেন, হেড যে ভাবে ব্যাট চালাচ্ছে, দুটো স্লিপ রাখা ভালো। রোহিতের কথা শুনে দ্বিতীয় স্লিপ আনলেন রোহিত।

  • 13 Mar 2023 09:50 AM (IST)

    দিনের প্রথম উইকেট

    নাইট ওয়াচম্য়ান ম্য়াট কুনেম্যানকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। লেগ বিফোর হন তিনি। দিনের শুরু থেকেই বিরক্তি বাড়াচ্ছিলেন। ক্রিজে এলেন মার্নাস লাবুশেন।

  • 13 Mar 2023 09:40 AM (IST)

    এই ম্য়াচে আর নেই শ্রেয়স

    প্রথম ইনিংসে ব্য়াট করতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। বোর্ডের তরফে নিশ্চিত করা হল। পড়ুন বিস্তারিত: দ্বিতীয় ইনিংসে নেই, ওডিআই সিরিজেও অনিশ্চিত; রোহিতের চাপ বাড়াল সতীর্থর চোট

  • 13 Mar 2023 09:08 AM (IST)

    খোয়াজার ফিটনেস টেস্ট

    দিনের খেলা শুরুর আগে ফিটনেস টেস্ট দিচ্ছেন উসমান খোয়াজা। তাঁর ব্যাট করা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

    USMAN FITNESS

  • 13 Mar 2023 08:40 AM (IST)

    থ্রিলারের অপেক্ষা

    আমেদাবাদ টেস্টের শেষ দিন থ্রিলারের অপেক্ষা। অস্ট্রেলিয়া পিছিয়ে ৮৮ রানে। ভারতীয় শিবিরে শ্রেয়স আইয়ারের চোট। প্রথম ইনিংসে ব্য়াট করতে পারেননি। তেমনই অজি শিবিরেও চিন্তা রয়েছে। প্রথম ইনিংসে শতরান করা উসমান খোয়াজা ব্য়াট করতে পারবেন কী না, ধোঁয়াশা রয়েছে। দু-দলই কার্যত এক ব্য়াটার নিয়েই হয়তো দ্বিতীয় ইনিংস খেলবে। শেষ দিন রুদ্ধশ্বাস সমাপ্তি হতে পারে আমেদাবাদ টেস্টের। লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On - Mar 13,2023 8:30 AM