
দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রথম সেমিফাইনাল। দুবাইতে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত এবং স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। দুটো টিমই অতীতে এই টুর্নামেন্টে ২ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকেই ভারতকে এগিয়ে রেখেছিলেন। ফেভারিটের মতোই পারফর্ম করছে ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয়। সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে আরও এক বার ফাইনালে জায়গা করে নিল ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন, ২০১৭ সালে রানার্স। আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার হাতছানি ভারতের সামনে। রবিবার ফাইনাল। ভারত ইতিমধ্যেই ট্রফির ম্যাচে জায়গা করে নিয়েছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে কাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ভারতের সামনে কে পড়বে, তারই অপেক্ষা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সামনে অস্ট্রেলিয়া। মানসিক চাপ থাকেই ভারতের। ট্রাভিস হেডকে বড় ইনিংস খেলতে দেয়নি। তবে স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারির অনবদ্য ইনিংসে ভারতকে ২৬৫ রানের কঠিন টার্গেট দিয়েছিল অজিরা। বিস্তারিত পড়ুন: অস্ট্রেলিয়া বাধা টপকে ফাইনালে ভারত, রান তাড়ায় জ্বলে উঠলেন বিরাট
অল্পের জন্য সেঞ্চুরি মিস। তার চেয়েও অস্বস্তিকর, ম্যাচটা ফিনিশ করে আসতে পারলেন না বিরাট কোহলি। আস্কিং রেট বলের সঙ্গে সমান। দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় লোকেশ রাহুল। বিরাটও গিয়ার শিফ্ট করতে চেয়েছিলেন। ৮৪ রানেই ফিরলেন বিরাট কোহলি। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বোলিংয়ে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট হল না। ৮৪ রানে ফিরলেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, অজি কিংবদন্তিকেই ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। আরও একটা রেকর্ড তাঁর নামে। বিস্তারিত পড়ুন: ODI-তে ‘বিরাট-রাজ’, রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন কোহলি
দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়েছিলেন। যদিও মনসংযোগে ব্যাঘাত ঘটল। হাফসেঞ্চুরির সামনে ফিরলেন শ্রেয়স আইয়ার। তাঁকে বোল্ড করেন অ্যাডাম জাম্পা। ক্রিজে অক্ষর প্যাটেল।
নিউজিল্যান্ড ম্যাচে রান পাননি। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। চেজ মাস্টার বিরাট কোহলি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শ্রেয়সের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপের দিকে। এরপরই শর্ট মিড অফে তাঁর ক্যাচ মিস ম্যাক্সওয়েলের। সে সময় ৫১ রানে কোহলি। এটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে।
আক্রমণে এ বার তনবীর সাঙ্গা। অজি স্কোয়াডে অ্যাডাম জাম্পার সঙ্গে দ্বিতীয় লেগস্পিনার। বিরাট-শ্রেয়সকে চাপে ফেলার মরিয়া চেষ্টা।
রোহিত-শুভমনের উইকেটে চাপ তৈরি হয়েছিল। স্পিনের বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করছেন শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। রানের গতি বিরাট না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ আপাতত ভারতের দখলেই।
ম্যাট শর্টের পরিবর্ত হিসেবে স্কোয়াডে এসেছিলেন কুপার কনোলি। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। এ বার বোলিংয়ে পরীক্ষা বাং হাতি স্পিনারের। প্রথম ওভারেই তুলে নিলেন রোহিত শর্মার উইকেট। সুইপ করেছিলেন রোহিত। লেগ বিফোর হয়ে ফিরলেন। রিভিউ নিয়েও লাভ হয়নি। বিরাটের সঙ্গে ক্রিজে নির্ভরযোগ্য শ্রেয়স।
লেজেন্ডারি ক্রিকেটাররা এই লোগো ব্যবহার করেছেন। MRF-এ বার শুভমনের ব্যাটেও। প্রথম ম্যাচটা সুখের হল না। বাঁ হাতি পেসার বেন ডোয়েরিসের বোলিংয়ে প্লেড অন শুভমন গিল।
কুপার কনোলি পয়েন্টে, অন্য দিকে মিড অফ থেকে কভারের দিকে ২৫ মিটার দৌড়ে বল অবধি পৌঁছেছিলেন লাবুশেন। তাতেও অবশ্য বল হাতে রাখতে পারেননি। দু-বার রোহিতের ক্যাচ পড়ল। সুযোগ কাজে লাগাতে পারবেন হিটম্যান!
প্রথম ওভারে একটি বাউন্ডারি সহ ৭ রান রোহিত শর্মা। স্ট্রাইকও রেখেছেন। ভারতের শুরুটা ভালো। রোহিত এবার বিরাট ছয় মারলেন নাথান এলিসের বোলিংয়ে। যদিও অল্পের জন্য বাঁচলেন রোহিত। পয়েন্টে তাঁর ক্যাচ জমাতে পারেননি কুপার কনোলি। গত ম্যাচে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। বিরাটের উইকেট নিয়েছিলেন। খাতা খুললেন শুভমনও।
বাঁ হাতি পেসার বেন ডোয়েরিস বোলিং ওপেন করবেন। ফাইনালে যেতে ভারতের টার্গেট ২৬৫ রান। টপ অর্ডারে ভালো শুরু চাই। স্ট্রাইকে রোহিত শর্মা।
৪৯.৩ ওভারে ২৬৪ রান তুলে অল আউট অস্ট্রেলিয়া। এ বার দেখার কত দ্রুত এই রান তাড়া করতে পারে ভারত।
নাথান এলিসের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ৭ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন এলিস। সহজ ক্যাচ নেন বিরাট কোহলি।
৪৭.১ ওভারে রান আউট অ্যালেক্স ক্যারি। দুরন্ত ডাইরেক্ট হিট শ্রেয়স আইয়ারের। ৫৭ বলে ৬১ রান করেছেন ক্যারি।
৪৫.২ ওভারে বেন ডোয়েরিসের উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ২৯ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন বেন।
স্লগ ওভার শুরু! বোলিং পরিবর্তন নজর থাকবে। সামি, বরুণ, কুলদীপ প্রত্যেকেরই ওভার বাকি রয়েছে। অ্যালেক্স ক্যারিকে ফেরাতে পারলে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার সুযোগ থাকবে।
সামি ফেরান স্মিথকে। পরের ওভারে ম্যাক্সওয়েলের উইকেট। ছয় মেরেছিলেন। পরের ডেলিভারিতে ব্যাকফুটে ক্রস ব্যাটে খেলতে গিয়ে মিস। উইকেট ভেঙে দেন অক্ষর প্যাটেল।
ভারতকে প্রবল চাপে রেখেছিলেন স্টিভ স্মিথ। স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত। তিনি ক্রিজে থাকলে ভারতের চাপ বাড়তেই থাকবে এ নিয়ে সন্দেহ ছিল না। মহম্মদ সামিকে ছোট ছোট স্পেলে এনে ট্রাই করছিলেন রোহিত। সাফল্যও এল। সামির বোলিংয়ে স্টেপ আউট করেছিলেন। যদিও লো ফুলটস, লাইন মিস করেন। বল ডিরেক্ট অফস্টাম্পে। ৭৩ রানে ফেরেন স্মিথ।
একদিকে দুর্দান্ত খেলছেন স্টিভ স্মিথ। উল্টোদিক থেকে উইকেট তুলছেন ভারতীয় স্পিনাররা। লাবুশেনের পর জশ ইংলিশকে তুলে নিলেন জাডেজা। কভারে লো ক্যাচ বিরাট কোহলির। ক্রিজে অ্যালেক্স ক্যারি।
রবীন্দ্র জাডেজার বোলিং হ্যান্ডে চোট। ব্যান্ডেজ পরে বোলিং করছিলেন। যদিও আপত্তি জানায় প্রতিপক্ষ। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থও জাডেজাকে ব্যান্ডেজ খুলতে বলেন। যদিও তাঁর চোট গুরুতর দেখে অনুমতি দেন। বোলিংয়ে অস্বস্তি ছিল ব্যান্ডেজ ছাড়া। ব্যান্ডেজ পরেই উইকেট। লেগ বিফোর করলেন লাবুশেনকে।
মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের পার্টনারশিপ ৫০ পার। ডট বলে চাপ ফেললেও উইকেট আসছে না। স্টিভ স্মিথকে কট অ্যান্ড বোল্ডে আউটের সুযোগ। যদিও সামির হাতে বল আটকালো না। প্রচণ্ড গরম, ড্রাই পিচ বল পুরনো। রিভার্স সুইংয়ের প্রত্যাশা।
ফিল্ডিংয়ে বেকায়দায় অক্ষর প্যাটেল। কাঁধে চোট লেগেছে তাঁর। ফিজিও মাঠে। অস্বস্তিতে দেখাচ্ছে অক্ষরকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বোলিং করছেন অক্ষর।
অস্ট্রেলিয়া ২ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি। ভারতীয় স্পিনাররা ডট বলে চাপ বাড়ানোর চেষ্টা করছেন। অন্য দিকে, স্ট্রাইক রোটেট করার মরিয়া চেষ্টায় মার্নাস লাবুশেন ও ক্যাপ্টেন স্টিভ স্মিথ।
২.৬ ওভারে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। মহম্মদ সামি তুলে নিলেন অজি ওপেনার কুপার কোনোলির উইকেট। সামি একটানা অফস্টাম্পের চারপাশে বল করছিলেন। টানা ৬টি ডট বলের পর উইকেট পান সামি। ৯টি বল খেলে শূন্যে মাঠ ছাড়েন কুপার কোনোলি।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন ট্রাভিস হেড ও কুপার কোনোলি। বোলিংয়ে সূচনায় মহম্মদ সামি।
দুবাইতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক। অর্থাৎ আজ শুরুতেই টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের পরীক্ষা হবে।
পড়ুন বিস্তারিত – IND vs NZ, CT 2025: টানা ১৪ ODI ম্যাচে টস হার ভারতের, সেমিতে রান তাড়া করবেন রোহিতরা
দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। রোহিত শর্মাদের প্রথমে ফিল্ডিং করতে হবে।
মিনি বিশ্বকাপের সেমিফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সে কথা শোনা গিয়েছে রোহিত শর্মার মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচের আগের দিন প্রেস ফনফারেন্সে এসে কী কী বললেন রোহিত?
পড়ুন বিস্তারিত – Rohit Sharma: সেমিফাইনালের আগে অজি শিবিরকে ‘মেপে’ রোহিত বললেন, ‘দুটো টিমের উপরই তো…’
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মার নেতৃত্বে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। অন্য দিকে, অস্ট্রেলিয়া গ্রুপের ম্যাচগুলি খেলেছে পাকিস্তানের ব্যাটিং সহায়ক পিচে। এর
পড়ুন বিস্তারিত – India vs Australia Match Preview: সেমিতে জোড়া ‘মাথা’ব্যথা রোহিতের, ভরসা মিডল অর্ডার-ওভার!
মরুশহরে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল। দুটো দলই এই টুর্নামেন্টে এর আগে ২ বার করে জিতেছে। এ বার লক্ষ্য তৃতীয় বার চ্যাম্পিয়ন হওয়া। এই লড়াইয়ের আগে এক ঝলকে দেখে নিন অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া কেমন পারফর্ম করেছিল।
পড়ুন বিস্তারিত – IND vs AUS, Semi-Final Live Score: মরুশহরে ভারত-অজি মেগা ম্যাচ, সেমির লড়াইয়ে জিতবে কারা?
এ বারের মিনি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।