AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS Schedule: ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ কবে কোথায় কখন কীভাবে দেখবেন, জেনে নিন

India vs Australia One Day Series Telecast: এ বার তাঁর লড়াই অন্য ফর্ম্যাটে। টেস্টের পাশাপাশি শুভমন গিলের হাতেই তুলে দেওয়া হয়েছে ওডিআই টিমের ব্যাটন। রোহিত শর্মার সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই। দু-বছর পর অর্থাৎ ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া সফর থেকেই।

IND vs AUS Schedule: ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ কবে কোথায় কখন কীভাবে দেখবেন, জেনে নিন
Image Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images
| Updated on: Oct 08, 2025 | 4:44 PM
Share

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট। আমেদাবাদে ইনিংস এবং ১৪০ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। টেস্ট ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছেন শুভমন গিল। হোম সিরিজে নেতৃত্বের অভিষেকে জয়ের পাশাপাশি হাফসেঞ্চুরিও করেছেন। এ বার তাঁর লড়াই অন্য ফর্ম্যাটে। টেস্টের পাশাপাশি শুভমন গিলের হাতেই তুলে দেওয়া হয়েছে ওডিআই টিমের ব্যাটন। রোহিত শর্মার সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই। দু-বছর পর অর্থাৎ ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া সফর থেকেই।

একদিকে যেমন আলোচনায় শুভমন গিল, তেমনই দুই কিংবদন্তি ব্যাটার। টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেটেও দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই দেশের জার্সিতে খেলবেন তাঁরা। শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আগামী বিশ্বকাপেও তাঁদের দেখা যাবে, এমনটাই প্রত্যাশা ছিল। পরিস্থিতি অনেকটা বদলেছে। রোহিতের ওডিআই নেতৃত্ব কেড় নেওয়ার পর দলে তাঁদের গুরুত্ব নিয়েও প্রশ্ন উঠছে।

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ভারতীয় দলের ওডিআই বিশ্বকাপ শুরু হবে। তেমনই প্রশ্ন, এই সিরিজই বিরাট কোহলি, রোহিত শর্মার শেষ নয় তো! এমন গুঞ্জন বহুদিন থেকেই। বিরাট কোহলির জনপ্রিয়তা সর্বত্র। অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি বলা যায়। কোহলিকে ঘিরে নানা মুহূর্ত তৈরি হয়। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই সিরিজকে স্মরণীয় করে রাখতে চাইবে। প্রশ্ন থেকেই যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ বিরাট-রোহিতের নতুন শুরু নাকি শেষের শুরু!

ভারতীয় ক্রিকেট প্রেমীরা মুখিয়ে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য। ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ান ডে আগামী ১৯ অক্টোবর, রবিবার পারথে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর অ্যাডিলেড ও সিডনিতে। কখন কোথায় কীভাবে দেখা যাবে ম্যাচগুলি, জেনে নেওয়া যাক।

প্রথম ওয়ান ডে অর্থাৎ ১৯ অক্টোবর পারথে স্থানীয় সময় ম্যাচ শুরু হবে সকাল ১১.৩০টায়। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ সকাল ৯টা থেকে। সময় দেখেই বোঝা যাচ্ছে, এটি দিনের ম্যাচ। দ্বিতীয় ওয়ান ডে শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টো থেকে। ভারতীয় সময়ে অবশ্য পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সকাল ৯টা থেকেই। তৃতীয় ওয়ান ডে সিডনিতে দুপুর ২.৩০ থেকে। ভারতীয় সময় সকাল ৯টা। সব ম্যাচ দেখা যাবে টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়াও লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টারে।

দেখে নেওয়া যাক ভারতের ওডিআই স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (ভাইস ক্যাপ্টেন), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (কিপার), ধ্রুব জুরেল (কিপার), যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ।

অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াড- মিচেল মার্শ (ক্যাপ্টেন), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়েরিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল আওয়েন, ম্যাট রেনশ, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা