IND vs AUS: বৃষ্টিতে থমকে ম্যাচ, পেন হাতে গভীর চিন্তায় স্টিভ স্মিথ; কী করছেন?

Dec 14, 2024 | 9:26 AM

India vs Australia 3rd Test: বৃষ্টি কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। মাঠও ভেজা। সমর্থক থেকে দুই শিবিরই বিরক্ত। একজনকে ছাড়! বলা যায়। স্টিভ স্মিথ। খেলা চলছে না বন্ধ, ভ্রুক্ষেপ নেই অজি কিংবদন্তি ব্যাটারের। হাতে পেন, কখনও গালে হাত। গভীর চিন্তায় মগ্ন স্টিভ স্মিথের ছবি ভাইরাল। আদতে কী করছিলেন?

IND vs AUS: বৃষ্টিতে থমকে ম্যাচ, পেন হাতে গভীর চিন্তায় স্টিভ স্মিথ; কী করছেন?
Image Credit source: X

Follow Us

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ব্রিসবেনে প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। নির্ধারিত সময়ের আগে লাঞ্চ ব্রেকও। কিন্তু ব্রেক শেষ হওয়ার পরও অপেক্ষা। বৃষ্টি কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। মাঠও ভেজা। সমর্থক থেকে দুই শিবিরই বিরক্ত। একজনকে ছাড়! বলা যায়। স্টিভ স্মিথ। খেলা চলছে না বন্ধ, ভ্রুক্ষেপ নেই অজি কিংবদন্তি ব্যাটারের। হাতে পেন, কখনও গালে হাত। গভীর চিন্তায় মগ্ন স্টিভ স্মিথের ছবি ভাইরাল। আদতে কী করছিলেন?

অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে। তবে প্রথম দু-ম্যাচেই অজি শিবিরের চিন্তা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে বলতে হয় মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের কথা। এক বছরের বেশি সময় সেঞ্চুরির মুখ দেখেনননি লাবুশেন। স্টিভ স্মিথের পরিস্থিতিও কার্যত তাই। অজি শিবিরে ভরসা পরিসংখ্যান। ব্রিসবেনে এই দুই ব্যাটারেরই পরিসংখ্যান দুর্দান্ত। ব্যাট হাতে সুযোগ এলে তা আরও ভালো করতে চাইবেন স্মিথ। তবে বৃষ্টি বিরতি এমনকি ম্যাচ চলাকালীন তাঁকে যে অন্য কারণে চিন্তায় দেখাল, সেটা নিশ্চিত করেছেন প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারও।

দুই ওপেনার ক্রিজে। ফলে যতক্ষণ না ২ উইকেট পড়ছে, স্মিথকে নামতে হবে না। সকাল সকাল তাই খবরের কাগজ নিয়ে বসেছেন স্টিভ স্মিথ। শব্দ ছক সমাধানের চেষ্টায় মরিয়া। হাতে পেন। অনেক শব্দ মিলছে না। পেন নাড়াচ্ছেন, গালে হাত দিয়ে বসছেন, জায়ান্ট স্ক্রিনেও সেই ছবি ধরা পড়ছে। কমেন্ট্রি বক্সে ডেভিড ওয়ার্নারও জানান, ব্রেকে তাঁরও এই অভ্যেস ছিল। জাতীয় দলে একসঙ্গে খেলার সময়, স্মিথকে শব্দছক পূরণে আগ বাড়িয়ে সহযোগিতাও করেছেন। তা নিয়ে মজা হত, সেই কাহিনিও শোনান ওয়ার্নার।

স্মিথের ছবি ভাইরাল হতেই ইন্টারনেটে অবশ্য নানা মজার কমেন্টে ভরল। অনেকেরই প্রশ্ন, স্টিভ স্মিথ ঠিক কী করছেন! এমনও লিখছেন, স্মিথ জানে এখনই নামতে হবে না। প্রথম বৃষ্টি বিরতির আগে ভারতীয় বোলিং যেমন হচ্ছিল, তাতে উইকেট আসতে পারে বলে মনে হয়নি। ব্রেকের পর দুর্দান্ত বোলিং শুরু হলেও ফের বৃষ্টি। ফের খেলা শুরু না হওয়া অবধি স্বস্তি নেই।

Next Article