IND vs ENG: প্রথম দিন সাড়ে তিনশো পার, লিডসে ভারতই লিডার!
India Vs England 1st Test: বিশেষ করে টস হারের পর প্রথমে ব্যাটিং করতে হওয়ায় একটা আশঙ্কা ছিলই। অনভিজ্ঞ দল কতটা দ্রুত মানিয়ে নিতে পারবে, চিন্তা থাকেই। কিন্তু প্রথম দিনই পরিণত মানসিকতার পরিচয় দিল ভারতীয় ব্যাটিং।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই কিংবদন্তি। একঝাঁক নতুন মুখ। টেস্টে নতুন ক্যাপ্টেন। ইংল্যান্ড সিরিজে কী হবে, এখনই বলা কঠিন। তবে প্রথম টেস্টের প্রথম দিনটা পুরোপুরি ভারতের। প্রথম দিনই সাড়ে তিনশো পার। লিডসে ভারতই লিডার। আপাতত এটা বলাই যায়। বিশেষ করে টস হারের পর প্রথমে ব্যাটিং করতে হওয়ায় একটা আশঙ্কা ছিলই। অনভিজ্ঞ দল কতটা দ্রুত মানিয়ে নিতে পারবে, চিন্তা থাকেই। কিন্তু প্রথম দিনই পরিণত মানসিকতার পরিচয় দিল ভারতীয় ব্যাটিং।
যে কোনও সিরিজের শুরুটা ভালো হওয়া জরুরি। তেমনই ম্যাচের শুরুটাও। লিডসে ভারতকে দুর্দান্ত একটা স্টার্ট দেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক আগেই জোড়া ধাক্কা। অভিজ্ঞ ওপেনার লোকেশ রাহুল ফেরেন ৪২ রানে। তিন নম্বরে অভিষেক টেস্ট খেলতে নামা সাই সুদর্শন। তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। চতুর্থ ডেলিভারিতেই ডাগআউটে ফেরেন। খাতা খুলতে পারেননি।
যশস্বীর সঙ্গে ক্রিজে যোগ দেন ক্যাপ্টেন শুভমন গিল। বিরাটের চার নম্বরে। ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েন। যশস্বী সেঞ্চুরির পর ফেরেন। শুভমনের সঙ্গে ক্রিজে ঋষভ পন্থ। ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের অবিচ্ছিন্ন জুটি। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে নিয়েছে ভারত। শুভমন গিল ১২৭ এবং ঋষভ পন্থ ৫৭ রানে ক্রিজে রয়েছেন।





