IND vs ENG: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের স্কোয়াড, সময়-সূচি; বিস্তারিত রইল…
India Vs England Test Series: আইপিএলের মাঝ পথে টেস্ট ক্রিকেটকে পরপর বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টেস্টে নতুন ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। নতুন ভারতের প্রথম টেস্টের বিস্তারিত জেনে নিন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেশ কেটেছে। এ বার ভারতীয় ক্রিকেট প্রেমীদেরও ফরম্যাট বদলের পালা। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির পর অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের নতুন পর্বও। এর মাঝে বদলে গিয়েছে অনেক কিছু।
অস্ট্রেলিয়া সফরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের মাঝ পথে টেস্ট ক্রিকেটকে পরপর বিদায় জানিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টেস্টে নতুন ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। নতুন ভারতের প্রথম টেস্টের বিস্তারিত জেনে নিন।
ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারতীয় দল। ২০ জুন অর্থাৎ শুক্রবার প্রথম টেস্ট। লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে প্রথম ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। ম্যাচ দেখার দুটো বিকল্প রয়েছে। টেলিভিশনে এই সিরিজ সম্প্রচার হবে সোনি স্পোর্টসে। তেমনই মোবাইলে খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে।
ইংল্যান্ড শুধুমাত্র প্রথম টেস্টের জন্যই স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড প্রাথমিক ভাবে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও গত কালই যোগ করা হয়েছে তরুণ পেসার হর্ষিত রানাকে।
ভারতের স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা
ইংল্যান্ডের স্কোয়াড-বেন স্টোকস (ক্যাপ্টেন), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।
