Sarfaraz Khan: জোড়া হাফ সেঞ্চুরিতেও স্বস্তি নেই, আরও পরীক্ষার মুখে পড়তে চলেছেন সরফরাজ!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 20, 2024 | 1:07 PM

বড় ইনিংস খেললেও কি ভারতীয় টিমে জায়গা পাকা হতে পারে সরফরাজের? প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু। যা ব্যাটিং অর্ডার, তা যদি মানা হয়, বিরাট কোহলি ফিরলে নিজের জায়গা চার নম্বরেই খেলবেন। সরফরাজ কোথায় নামবেন? ছয়ে ব্যাট করবেন? বিদেশে টেস্ট হলে তিন পেসার, এক স্পিনার আর দেশে হলে তিন স্পিনার, এক পেসারেই মূলত খেলে ভারত। ছয়ে জাডেজা, সাতে স্পেশালিস্ট কিপার ব্যাট করবেন।

Sarfaraz Khan: জোড়া হাফ সেঞ্চুরিতেও স্বস্তি নেই, আরও পরীক্ষার মুখে পড়তে চলেছেন সরফরাজ!
Sarfaraz Khan: জোড়া হাফ সেঞ্চুরিতেও স্বস্তি নেই, আরও পরীক্ষার মুখে পড়তে চলেছেন সরফরাজ!
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: রাজকোটে এক নতুন নায়কের উত্থান দেখল ভারতীয় ক্রিকেট। যশস্বী জয়সওয়াল পর পর ডাবল সেঞ্চুরি করে যেমন চমকে দিচ্ছেন, তেমনই অভিষেক ম্যাচেই দুই ইনিংসেই দুটো হাফ সেঞ্চুরি করে চমকে দিয়েছেন। ভারতীয় টিমে ঢোকার দাবিদার অনেক দিন ধরেই। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাবে পারফর্ম করেছেন। দীর্ঘ লড়াইয়ের পর রাজকোটে শিকে ছিঁড়েছে সরফরাজ খানের (Sarfaraz Khan)। সুযোগ পেয়ে হেলায় হারাননি তিনি। টিমের যখনই প্রয়োজন পড়েছে, নিজেকে মেলে ধরেছেন। টিমকে প্রয়োজনীয় রান দিয়েছেন । রাজকোটে যাই করে থাকুন না কেন, সরফরাজের লড়াই শেষ হচ্ছে না। ভারতীয় টিমে জায়গা পাকা করতে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে মুম্বইয়ের ক্রিকেটারকে।

২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। সিরিজে ভারত ২-১ এগিয়ে। রোহিতের টিম মহেন্দ্র সিং ধোনির পাড়াতেই সিরিজের ফয়সালা চাইছে। তারই মধ্যে ভালো খবর, চোট সারিয়ে টিমে ফিরছেন লোকেশ রাহুল। আগের টেস্টেই টিমে জায়গা পেয়েছিলেন। কিন্তু ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় টিমে জায়গা হয়নি। এনসিএ-তেই রিহ্যাব করেছেন। রাঁচিতে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা। যদি রাহুল ফেরেন টিমে, তা হলে সরফরাজ কত নম্বরে ব্যাট করবেন?

রাজকোটে প্রথম ইনিংসে রোহিত-যশস্বী ওপেন করেছেন। তিন থেকে পাঁচে ব্যাট করেছেন শুভমন গিল, রজত পাতিদার ও রবীন্দ্র জাডেজা। ছয়ে ব্যাট করেছিলেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে আবার পাঁচে ব্যাট করেছিলেন সরফরাজ। রাহুল যদি টিমে ফেরেন, তা হলে সরফরাজের ব্যাটিং অর্ডার বদলাবে। রজত পাতিদার নিজেকে প্রমাণ করতে পারেননি। তিনি বাদ পড়ছেন, ধরেই নেওয়া যায়। তা হলে সরফরাজ খেলবেন চার নম্বরে। রাঁচিতেও স্পিন সহায়ক উইকেট থাকবে ইংল্যান্ডের জন্য। সরফরাজ আবার নিজেকে মেলে ধরবেন, তা বলাই যায়।

বড় ইনিংস খেললেও কি ভারতীয় টিমে জায়গা পাকা হতে পারে সরফরাজের? প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু। যা ব্যাটিং অর্ডার, তা যদি মানা হয়, বিরাট কোহলি ফিরলে নিজের জায়গা চার নম্বরেই খেলবেন। সরফরাজ কোথায় নামবেন? ছয়ে ব্যাট করবেন? বিদেশে টেস্ট হলে তিন পেসার, এক স্পিনার আর দেশে হলে তিন স্পিনার, এক পেসারেই মূলত খেলে ভারত। ছয়ে জাডেজা, সাতে স্পেশালিস্ট কিপার ব্যাট করবেন। সে ক্ষেত্রে রাহুলকে কিপিং করতে হবে টেস্টে, তবেই একাদশে জায়গা তৈরি হবে সরফরাজের। মুম্বইয়ের ক্রিকেটার এখন অঙ্ক-টঙ্ক নিয়ে ভাবতে চান না। বরং ভারতের হয়ে এমন পারফর্ম করতে চান, যার পর তাঁকে আর টিম থেকে বাদ না দেওয়া যায়। যা ফর্মে রয়েছেন, তাতে রাঁচিতে সরফরাজের ব্যাটে সেঞ্চুরির প্রত্যাশা করাই যায়।

Next Article