বিরাটদের ভারতে সামলানো কঠিন, বলছেন জস বাটলার
জস বাটলার প্রথম টেস্ট খেলে ফিরবেন দেশে। আবার ভারতে আসবেন ওয়ান ডে আর টি-টোয়েন্টি খেলার জন্য।
চেন্নাই: করোনার (COVID-19) জন্য বায়ো বাবল এখন ক্রিকেটের অতি পরিচিত শব্দ। দিনের পর দিন জৈব সুরক্ষায় কাটানো বেশ কঠিন। তাই ক্রিকেটারদের জন্য রোটেশন চালু করেছে ইংল্যান্ড (England)। ভারতের মতো কঠিন সফরেও যে নিয়মে কোনও বদল করছে না ইসিবি। জনি বেয়ারস্টোদের যেমন প্রথম দু’টেস্টে বিশ্রামে। জস বাটলার (Jos Butler) আবার প্রথম টেস্ট খেলে ফিরবেন দেশে। আবার ভারতে আসবেন ওয়ান ডে আর টি-টোয়েন্টি খেলার জন্য।
সেই বাটলার প্রথম টেস্টে ভারতের মুখে নামার আগে বলেই দিচ্ছেন, ‘একটা বড় চ্যালেঞ্জের মুখে নামছি। আমাদের টিমে বেশ কিছু নতুন মুখ আছে। ডম সিবলে, জ্যাক ক্রলে, ররি বার্নসদের এটাই প্রথম এশিয়া সফর। ওরা কিন্তু নিজেদের ধীরে ধীরে প্রমাণ করার চেষ্টা করছে। ওরা যত বেশি ভারতের পিচে সময় কাটাবে, ততই এখানকার ক্রিকেট ওম বুঝতে পারবে। ভারতকে ভারতের মাঠে সামলানো অত্যন্ত কঠিন কাজ।’
আরও পড়ুন: দলে মার্সেলিনহো, ৩ পয়েন্টে চোখ হাবাসের
বিরাটের টিমের বিরুদ্ধে বেন স্টোকস আর জোফ্রা আর্চার এক্স ফ্যাকটর হতে পারেন। ইংল্যান্ডের উইকিপার ব্যাটসম্যান বলেছেন, ‘জোফ্রা সব সময় বড় ফ্যাক্টর। ও টিমে ফিরে আসায় বোলিংয়ের গভীরতা বাড়বে। সেই সঙ্গে স্টোকস একটা ফ্যাক্টর। আমার তো মনে হয় আমাদের টিমে বেশ কিছু এমন প্লেয়ার আছে, যারা সাফল্য দিতে পারে। জেমস অ্যান্ডারসন, স্টুয়ারটে ব্রড যেমন।’
আরও পড়ুন: ওয়ার্নার কন্যার ‘বিরাট’ প্রেম
চার টেস্টের সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি নিয়েও ভাবছে ইংল্যান্ড। বাটলারের কথায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটাও গুরুত্বপূর্ণ। যে ভাবে আমরা ওয়ান ডে বিশ্বকাপের নকশা বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ঠিক সেভাবেই কাজটা সারতে হবে। বিশেষ করে এই দেশেই যখন বিশ্বকাপ, এখন থেকেই পরিকল্পনা ঠিক করে নিতে হবে।’
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিভ্রান্তি ইংল্যান্ড শিবিরে