দলে মার্সেলিনহো, ৩ পয়েন্টে চোখ হাবাসের

১৩ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে ২ নম্বরে রয়েছেন রয় কৃষ্ণারা।

দলে মার্সেলিনহো, ৩ পয়েন্টে চোখ হাবাসের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 6:26 PM

গোয়া: রবিবার ফতোরদায় কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে হারের পর হাবাসের (Habas) দলের কাছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। কিবু ভিকুনার দলকে হারিয়ে প্লে অফের রাস্তা প্রশস্ত করাই লক্ষ্য অ্যান্তোনিও হাবাসের। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে ২ নম্বরে রয়েছেন রয় কৃষ্ণারা।

What Bengal Thinks Today

নর্থ ইস্ট ম্যাচে খারাপ রেফারিংয়ের শিকার হতে হয়েছিল সবুজ-মেরুনকে। কেরালার বিরুদ্ধে মাঠে নামার আগে সেসব নিয়ে অবশ্য ভাবতে চান না বাগান কোচ। যদিও রেফারির ভুল নিয়ে এ দিন অসন্তোষ প্রকাশ করেন অ্যান্তোনিও হাবাস। তাঁর মতে, ‘একটা ম্যাচে রেফারি এতগুলো ভুল একসঙ্গে কীভাবে করতে পারে?’ নর্থ ইস্টের বিরুদ্ধে রেফারির সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেও ফুটবলারদেরও ভুলভ্রান্তি চোখে পড়েছিল। রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছিল দলকে। আক্রমণেও পরিকল্পনার অভাব স্পষ্ট। তবে এসবের মধ্যেও দল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনালেন স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: ওয়ার্নার কন্যার ‘বিরাট’ প্রেম

তিনি বলেন, ‘দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি মনে করি, পারফরম্যান্স অনুযায়ী আমাদের খেলার উন্নতি হচ্ছে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আক্রমণেও অনেক বৈচিত্র্য আনতে হবে।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের আগে করোনার তিক্ত অভিজ্ঞতা শোনালেন ওয়ারিঙ্কা

রবিবার জিতলে প্লে অফের পথ অনেকটাই সুগম হবে। হাবাস অবশ্য এক একটা ম্যাচ ধরে ভাবতে চান। কেরলের বিরুদ্ধে ৩ পয়েন্টই প্রধান লক্ষ্য। ওড়িশা ম্যাচের আগে এটিকে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছেন মার্সেলিনহো। ব্রাজিলিয়ান ফুটবলারকে খেলানোর প্রসঙ্গ অবশ্য এড়িয়ে যান হাবাস। তবে রবিবারের ম্যাচে ১৮ জনের দলে থাকার সম্ভাবনা রয়েছে মার্সেলিনহোর।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিভ্রান্তি ইংল্যান্ড শিবিরে