কলকাতা: রোহিত দ্রাবিড় ঠিক কী নিয়ে কথা বলছিলেন? ছবি দেখে বলা অসম্ভব। ওঁরাই জানেন কী নিয়ে কথা হচ্ছিল। তবে এই হাসিটাই তো ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখেও ফেরানোর পালা। হায়দরাবাদ টেস্টে মাত্র ২৮ রানে হার। স্পিন সহায়ক পিচ বানিয়েও ইংল্যান্ডকে চাপে ফেলা যায়নি। বিশাখাপত্তনমে আজ শুরু দ্বিতীয় টেস্ট। ভারতীয় শিবিরে নানা সমস্যা। বিরাট কোহলি নেই। চোটে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজাও। ব্য়াটিং কম্বিনেশ কী হবে, বোলিংয়েও বা কী বদল, এ নিয়ে বিস্তর আলোচনা। শিবিরে সমস্যা যতই থাকুক, ভারতীয় শিবিরে ভরসা ‘দেজা ভু’। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক যুগ আগে শেষ বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেই টিমে একজন মন্টি পানেসর ছিলেন। এ বার কি সদ্য টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখা টম হার্টলি সেই ভূমিকায়? হায়দরাবাদ টেস্টে সাত উইকেট নিয়েছেন। এই ধারাবাহিকতা প্রতি ম্যাচে নাই থাকতে পারে। একই কথা প্রযোজ্য ব্যাটিংয়ে ওলি পোপের ক্ষেত্রেও। এ বার প্রশ্ন হচ্ছে, দেজা ভু কেন ভরসা ভারতীয় শিবিরে?
ইংল্যান্ডের গত ভারত সফরের কথাই মনে করুন। বিধ্বংসী ফর্মে থাকা জো রুটের ডাবল সেঞ্চুরি। ২২৭ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। র্যাঙ্ক টার্নারেই বিধ্বস্ত হয়েছিল ইংল্য়ান্ড। শেষ অবধি চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছিল ভারত। পিছিয়ে থেকেও ৩-১। সে বার হলে, এ বার কেন নয়? ভারতীয় শিবিরে যেন সেই পরিসংখ্যানই ভরসা দিচ্ছে।
প্রথম টেস্টের মতোই ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। চোট থাকা জ্যাক লিচের পরিবর্তে অভিষেক হতে চলেছে শোয়েব বশিরের। একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে মার্ক উডের পরিবর্তে জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের একাদশ নিশ্চিত হলেও ভারতের কম্বিনেশন নিয়ে নানা রহস্য রয়েছে। তার জন্য কয়েক ঘণ্টার অপেক্ষা।