
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে অনেক আগেই। টুর্নামেন্টের আসল ম্যাচ অবশ্যই ভারত বনাম পাকিস্তান। সকল ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। বিশ্ব ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অনেক ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের ৭০ ভাগ ভারতীয় শিবিরে হতাশাই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। পাকিস্তান প্রথম ম্যাচেই হেরেছিল আমেরিকার কাছে। বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় ম্যাচ। প্রথমে ব্যাট করে মাত্র ১১৯ রানেই অলআউট ভারত! রান তাড়ায় প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলে নেয় পাকিস্তান। সেখান থেকে ৬ রানের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের যাবতীয় আপডেট এই লিঙ্কে।
মাত্র ১১৯ রান! টি-টোয়েন্টিতে এই রান নিয়ে কতজন জয়ের স্বপ্ন দেখতে পারে! ম্যাচ যে ভাবে এগচ্ছিল, পাল্লা ভারী ছিল পাকিস্তানেরই। কিন্তু বুমরার স্পেল এবং বাকি বোলারদের সঙ্গ সব হিসেব উল্টে দিল। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: বিশ্বকাপ-বিশ্বচাপ-বিধ্বংসী বুমরা-বিশ্বাস! ১১৯ রানের পুঁজি নিয়ে পাক বধ ভারতের
পাকিস্তানের টার্গেট ১৮ রান। প্রথম বলেই উইকেট। এরপরও খুচরো রানই। বাকি ৩ বলে ১৬ চাই। চতুর্থ বলে বাউন্ডারি। ২ বলে দুটো ছয় চাই পাকিস্তানের। ভারতের চাই একটা ডট বল। পঞ্চম বলে বাউন্ডারি। ওয়াইড নো না হলে ভারতের জয় নিশ্চিত। আর সেটাই হল। ৬ রানের অনবদ্য জয় ভারতের। ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিল বোলিং বিভাগ।
কথা হচ্ছিল বুমরার ২ ওভার বাকি নিয়ে। বুমরাকেই আক্রমণে আনেন রোহিত। ওভারের প্রথম বলেই বিষাক্ত ইনসুইং। ক্লিন বোল্ড মহম্মদ রিজওয়ান। ভারতের চাই আর ৬ উইকেট।
প্রথম স্পেলে ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বুমরা। এখনও কোটার ২ ওভার বাকি। শেষ ৬ ওভারে পাকিস্তানের চাই ৪০ রান।
বিরতির পরই ব্রেক থ্রু। এই পিচে পরের দিকে স্পিনাররা সুবিধা পাবে, এমনটাই বলেছিলেন হরভজন। ১০ ওভারের পর ড্রিংকস বিরতি। এরপরই লেগ বিফোরের আবেদন করেন অক্ষর। অন ফিল্ড আম্পায়ার দেননি। সন্দেহ রেখেই ডিআরএস রোহিতের। সাফল্যও মেলে। এখনও ম্যাচ কারও নিয়ন্ত্রণে বলা যায় না।
ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ছিল ৮১। পাকিস্তান ১০ ওভারে তুলেছে ৫৭ রান। এখান থেকে ম্যাচের রং বদল সম্ভব, বলাই যায়। এর জন্য প্রতিপক্ষর উইকেট নেওয়া জরুরি। সেই অপেক্ষাতেই ভারতীয় শিবির।
ঋষভ পন্থের স্পেশাল ইনিংস। ৩১ বলে ৪২ রান করেন তিনি। একটা সময় ৫৮-২ স্কোর ছিল ভারতের। অক্ষর প্যাটেল কার্যত উইকেট ছুড়ে দেন। এরপরই পতনের শুরু। শেষ অবধি ১১৯ রানেই অলআউট। তবে নাসাউ স্টেডিয়ামের পিচে ১২০ রানের টার্গেটও সহজ নয়। ভারতের কাছে দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। রানটা কম মনে হলেও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভারতের পাওয়ার প্লে বোলিং।
ঋষভ পন্থ ক্রিজে থাকা অবধি দুর্দান্ত জায়গায় ছিল ভারত। অক্ষরের সঙ্গে তাঁর জুটি ভাঙতেই পরপর আউট স্কাই, শিবম দুবে, পন্থ। এ বার জাডেজাও ফিরলেন। ৯৬ রানে সপ্তম উইকেট। ধুঁকছে ভারত। ক্রিজে হার্দিকের সঙ্গী অর্শদীপ সিং।
পন্থ শো জারি। সূর্যকুমার যাদব অ্যাঙ্কর করছিলেন। যদিও স্কাইয়ের আউটে জুটি ভাঙল। হার্দিকের আগে বাঁ হাতি ব্যাটার শিবম দুবেকেই নামানো হল। পাকিস্তান বোলাররা বাঁ হাতিকে সামলাতেই বেশি সমস্যায় পড়ছেন।
ইনিংসের মাঝপথে ভারত। ড্রিঙ্কস ব্রেকে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব। শুরুর ধাক্কা কাটিয়ে ১০ ওভারে ৮১ রান তুলে নিয়েছে ভারত। দুর্দান্ত ছন্দে ঋষভ পন্থ।
দুর্দান্ত জুটি গড়েছিলেন ঋষভ পন্থের সঙ্গে। পরিস্থিতি ভারতের নিয়ন্ত্রণেই ছিল। অপ্রয়োজনীয় শটে উইকেট ছুড়ে দিলেন অক্ষর। নাসিম শাহর বোলিংয়ে স্টেপ আউট, বলের লাইন মিস করে ক্লিন বোল্ড। ১৮ বলে ২০ রানে শেষ অক্ষরের ইনিংস।
শুরুতেই বিরাট ও রোহিতের উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছিল ভারত। ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়। তিনে ঋষভ ঠিকই ছিল। চারে সূর্যকুমার যাদবের পরিবর্তে পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। দুই বাঁ হাতি ব্যাটার ভারতকে ট্র্যাকে ফেরালেন। বেশ কিছু ক্যাচ, হাফ চান্সও মিস করে পাকিস্তান। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে ভারত।
পিচ ধাঁধা মিটল না। পুল শট খেলার মতোই বাউন্স ছিল। যদিও বল থমকে আসায় টাইমিং হল না। মিড উইকেটে হ্যারিসের রউফের ক্যাচে ফিরলেন রোহিত শর্মাও। ১২ বলে ১৩ রান রোহিতের। ক্রিজে পন্থের সঙ্গে বাঁ হাতি অক্ষর।
ইনিংসের দ্বিতীয় ওভারে স্ট্রাইক পেয়েছিলেন বিরাট কোহলি। চোখ ধাঁধানো কভার ড্রাইভে রানের খাতা খোলেন। এরপর ডট বল। তৃতীয় ডেলিভারি অফ স্টাম্পের অনেকটাই বাইরে। বিরাট তাড়া করেন। ব্য়াটের একেবারে শেষ প্রান্তে সংযোগ। পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ। তিন বলেই বিরাট ইনিংসের ইতি।
প্রথম ওভারে ৮ রান করেছিল ভারত। বিরাট অবশ্য স্ট্রাইক পাননি। এক ওভার শেষেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়। দ্বিতীয় ওভারে স্ট্রাইক পেলেন বিরাট কোহলি। বোলিংয়ে নাসিম শাহ। দুর্দান্ত কভার ড্রাইভে খাতা খুললেন বিরাট কোহলি।
কোনও ম্যাচ সম্পূর্ণ করার জন্য সাধারণত এক ঘণ্টা অতিরিক্ত রাখা হয়। বিশ্বকাপে বাড়তি ৯০ মিনিট মিনিট রাখা হয়েছে। কাট অফ টাইমের মধ্যে ম্যাচ হলে ৪০ ওভারের ম্যাচই হবে। লিগ পর্বে কোনও রিজার্ভ ডে নেই। তবে এখনও অবধি ওভার কমেনি। আম্পায়াররা ফের মাঠ পরিদর্শনে। আশা করা যায়, দ্রুতই ফের খেলা শুরু হবে।
অনেক অপেক্ষার পর খেলা শুরু হয়েছিল। এক ওভার শেষেই ফের বৃষ্টি। শাহিনের প্রথম ওভারে বিনা উইকেটে ৮ রান তুলেছে ভারত। বৃষ্টিতে ফের বন্ধ খেলা।
অবশেষে শুরু ম্যাচ। ক্রিজে ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও বিরাট কোহলি। বোলিং ওপেন করছেন শাহিন আফ্রিদি।
টস হয়ে গিয়েছে। ফের নেমেছে বৃষ্টি। ভারতীয় সময় সাড়ে আটটায় ম্যাচ শুরুর কথা ছিল। আরও ২০ মিনিট পিছিয়ে ৮.৫০ এ শুরু হওয়ার কথা খেলা।
ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। হাইভোল্টেজ ম্যাচে একাদশেও বদল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। বিস্তারিত পড়ুন: টস জিতলেন বাবর, রোহিতরা পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারবেন তো?
টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পিচে আর্দ্রতার জন্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারত প্রথমে ব্যাট করবে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তান ক্যাপ্টেন টসের জন্য প্রস্তুত। সমর্থকরাও মুখিয়ে। নিউ ইয়র্কে আর কিছুক্ষণের মধ্যেই ভারত-পাক মহারণ।
ভারতীয় সময় অনুযায়ী রাত ৮ টায় টস, সাড়ে ৮টায় শুরু ম্যাচ।
বৃষ্টি আগেই থেমেছিল। এ বার পিচের কভারও সরানো হল। আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। খুব তাড়াতাড়িই টস ও ম্যাচ টাইম জানা যাবে।
সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়, ক্রিস গেইল। বিশ্ব ক্রিকেটের সেরা তারকারা নিউ ইয়র্কের মাঠে। বৃষ্টি বিরতিতে জমিয়ে আড্ডায়।
চার মিনিট পর অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী ৭.৪৫-এ ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এরপরই টস এবং ম্যাচ শুরুর টাইম জানা যেতে পারে।
নিউ ইয়র্কে ভারত-পাক ম্যাচের আগে বৃষ্টি। যদিও তা থেমেছে। মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। পিছিয়ে গিয়েছে টস টাইম। এখনও নিশ্চিত করা হয়নি। পুরো মাঠে না হলেও পিচে এখনও কভার রয়েছে।
নিউ ইয়র্কে বৃষ্টি। তবে স্বস্তির বিষয় বৃষ্টি কমেছে। পাকিস্তান ক্রিকেটাররা ওয়ার্ম আপও করছে। পূর্বাভাস যদিও স্বস্তির নয়। বিস্তারিত পড়ুন: ভারত-পাক ম্যাচে বজ্রপাতের সম্ভাবনা! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?
আগের দিন যে পিচে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ হয়েছিল, সেই পিচেই ভারত-পাকিস্তান। সম্প্রচারকারী চ্যানেলে এমনই নিশ্চিত করা হল। যা আরও অস্বস্তিতে ফেলতে পারে দু-দলকে। পরের দিকে পিচ থেকে টার্নও হতে পারে। তেমনই অসমান বাউন্সের আতঙ্ক তো রয়েইছে।
হতে পারে বিরাট কোহলি ভারতের ক্রিকেটার। তবে তাঁর ভক্ত বিশ্বজুড়েই। এমনকি পাকিস্তানেও বিরাটের প্রচুর সমর্থক রয়েছেন। ভারত-পাক ম্যাচের আগে কী এমন বার্তা! বিস্তারিত পড়ুন: বিরাটের জন্য পাগল… ভারত-পাক ম্যাচের আগে এল ওয়াঘার ওপারের বড় খবর
ভারতের জয়ের ধারা নাকি পাকিস্তানের কামব্যাক? বিস্তারিত পড়ুন: ভারতকে হারিয়ে বিশ্বকাপে পাকিস্তানের কামব্যাক হবে? শোয়েব আখতার বললেন…
ভারত-পাকিস্তান ম্যাচে যেমন দু-দলের খেলা হয়, তেমনই ব্যক্তিগত কিছু লড়াইও। কোন লড়াই জমবে আজ? পড়ুন বিস্তারিত: বিরাট VS আমির, রোহিত VS শাহিন, সুপার সানডে-তে IND-PAK ম্যাচে নজরে যে মিনি ব্যাটেল
নিউ ইয়র্কে আর কিছুক্ষণ পরই মুখোমুখি ভারত ও পাকিস্তান। তার আগে পড়ে নিন ম্যাচ প্রিভিউ: নিউ ইয়র্কে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরীক্ষা আয়োজক আমেরিকারও!