Asia Cup 2023, India vs Pakistan Highlights: পাকিস্তান ইনিংস শেষ ১২৮ রানেই, ভারত জয়ী ২২৮ রানে

| Edited By: | Updated on: Sep 12, 2023 | 12:00 AM

Asia Cup 2023, IND vs PAK, Reserve Day Match Live Score in Bengali: এগিয়ে চলেছে এ বারের এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর, রবিবার এশিয়া কাপের ফাইনাল। আজ, এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। রবিবারও এই দুই দল মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচ গড়ায়  রিজার্ভ ডেতে। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।

Asia Cup 2023, India vs Pakistan Highlights: পাকিস্তান ইনিংস শেষ ১২৮ রানেই, ভারত জয়ী ২২৮ রানে
এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক মেগা ম্যাচImage Credit source: Graphics - TV9Bangla

কলম্বো: এ বারের এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল ১৭ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে নিষ্ফলা থেকেছিল। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ান ডে ফরম্যাটের ম্যাচ হল দু-দিন ধরে। রবিবার ২৪.১ ওভারে ভারতের ১৪৭-২ স্কোরে খেলা থামে। ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এতটা বিরতির পর ব্যাটিংয়ে নামায় মনসংযোগ ঠিক রাখা জরুরি ছিল। দু-জনেই সতর্ক শুরু করেন। বিরাট কোহলি ওডিআই কেরিয়ারে ৪৭ নম্বর সেঞ্চুরি পূর্ণ করেন। কলম্বোর এই মাঠে টানা চারটি ওডিআই সেঞ্চুরি। প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে সেঞ্চুরি লোকেশ রাহুলের। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম। পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। জিতলে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে উঠে যাবে ভারত। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের বিস্তারিত জানতে নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Sep 2023 11:10 PM (IST)

    বোলিংয়ে উজ্জ্বল কুলদীপ

    পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট কুলদীপ যাদবের। ভারত জিতল সবচেয়ে বড় ব্যবধানে। বিস্তারিত পড়ুন : দু-দিনের দ্বৈরথে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় ভারতের

  • 11 Sep 2023 10:08 PM (IST)

    সুইপ খেলতে গিয়ে চোট

    রবীন্দ্র জাডেজার বোলিংয়ে সুইপ খেলার চেষ্টা আঘা সলমনের। লাইন মিস করেন। মুখে লাগে বল। প্রাথমিক চিকিৎসা চলছে। হেলমেট কেন পরেননি! এই প্রশ্নও উঠছে।

  • 11 Sep 2023 10:01 PM (IST)

    রান রেটের চাপ!

    ৫০ বলে ২৭ রান! ডট বলের চাপ ক্রমশ বাড়ছিল। ফখর জামানের ফর্ম চিন্তা বাড়াচ্ছে পাক শিবিরে। কুলদীপের বলে বোল্ড হয়ে ফিরলেন। বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ৫০ বলে ২৭ রান, চিন্তা বাড়াল পাকিস্তান শিবিরে।

  • 11 Sep 2023 09:52 PM (IST)

    নেপাল ম্যাচের অস্বস্তি!

    নেপালের বিরুদ্ধে প্রথম পাঁচ ওভারে তিনটি ক্যাচ ফসকেছিল ভারত। ফখর জামানকে ফেরানোর দারুণ সুযোগ এসেছিল। কুলদীপ যাদবের বোলিংয়ে স্লিপে দারুণ ট্রাই রোহিত শর্মার। বল হাতে এলেও ধরে রাখতে পারলেন না।

  • 11 Sep 2023 09:26 PM (IST)

    অনবদ্য একটা ডেলিভারি

    বৃষ্টি বিরতির পর খেলা শুরু। বোলিংয়ে এই ম্যাচে প্রথম শার্দূল ঠাকুর। অনবদ্য একটা ডেলিভারি। কট বিহাইন্ড রিজওয়ান।

  • 11 Sep 2023 09:15 PM (IST)

    এখনও অবধি ওভার কমেনি

    আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। এখনও অবধি ওভার কমেনি। কাল ফের ভারতের ম্যাচ রয়েছে। ওয়ার্কলোড নিয়ে চিন্তা ভারতীয় শিবিরে।

  • 11 Sep 2023 08:45 PM (IST)

    ম্যাচের কী কী চিত্র দাঁড়াতে পারে?

    বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে। বৃষ্টি পিছু ছাড়েনি। পাকিস্তান ইনিংসের ১১ ওভার হয়েছে। ম্যাচের ফলের জন্য অন্তত ২০ ওভারের খেলা হতে হবে। যদি ২০ ওভারের ম্যাচ হয়, ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানের লক্ষ্য দাঁড়াবে ২০০।

    বৃষ্টিতে এ দিন আর খেলা না হলে পয়েন্ট ভাগ হবে।

    রাত ১১.১৫ অবধি অপেক্ষা করা যেতে পারে ম্যাচ শুরুর জন্য।

  • 11 Sep 2023 08:09 PM (IST)

    কলম্বোয় ফের বৃষ্টি

    কলম্বোয় আবার বৃষ্টি শুরু। ফলে পুরো মাঠ ঢাকল কভারে।

  • 11 Sep 2023 08:03 PM (IST)

    ক্যাপ্টেন বাবর আউট

    হার্দিকের ইন সুইংয়ে উইকেট বাবর আজমের। ২৪ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন পাক অধিনায়ক। বড় টার্গেট তাড়া করতে নেমে তাড়াতাড়ি বাববের উইকেট হারানোটা বিরাট ধাক্কা হল পাকিস্তানের।

  • 11 Sep 2023 07:33 PM (IST)

    ইমাম আউট

    পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন জসপ্রীত বুমরা। ১৮ বলে ৯ রান করে মাঠ ছাড়লেন ইমাম উল হক। এ বারের এশিয়া কাপে এটি বুমরার প্রথম উইকেট।

  • 11 Sep 2023 07:13 PM (IST)

    ফিল্ডিংয়ে নেই রাহুল

    লোকেশ রাহুল ফিল্ডিং করছেন না। তাঁর পরিবর্তে ভারতের হয়ে ফিল্ডিং করছেন তরুণ ক্রিকেটার তিলক ভার্মা।

  • 11 Sep 2023 07:10 PM (IST)

    রান তাড়া করতে নামল পাকিস্তান

    বাবর আজমের দলের লক্ষ্য ৩৫৭। পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে ফখর-ইমাম। নতুন বলে সূচনা করলেন জসপ্রীত বুমরা।

  • 11 Sep 2023 06:40 PM (IST)

    পাকিস্তানের সামনে ৩৫৭ রানের লক্ষ্য রাখল ভারত

    • দু’দিন ধরে চলছে এশিয়া কাপের সুপার-ফোরের ম্যাচ।
    • সূচি অনুযায়ী রবিবার ছিল ভারত-পাক ম্যাচ।
    • কলম্বোতে বৃষ্টির কারণে ভারত-পাক ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।
    • রিজার্ভ ডেতে জোড়া সেঞ্চুরি করেছেন রাহুল ও বিরাট।
    • নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে ভারত।
    • বিরাট কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
    • লোকেশ রাহুল ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
    • পাকিস্তানের বিরুদ্ধে রাহুলের প্রথম সেঞ্চুরি।
    • ওডিআইতে রাহুলের এটি ষষ্ঠ শতরান।
    • তৃতীয় উইকেটে ২৩৩* রানের পার্টনারশিপ।
  • 11 Sep 2023 06:26 PM (IST)

    বিরাটের ৪৭তম ওডিআই শতরান

    বিরাট কোহলি ৮৪ বলে পাকিস্তানের বিরুদ্ধে শতরান পূর্ণ করলেন। এটি কোহলি ৪৭তম ওডিআই সেঞ্চুরি।

  • 11 Sep 2023 06:25 PM (IST)

    বিরাটের মাইলস্টোন

    আন্তর্জাতিক ওডিআইতে ১৩ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।

  • 11 Sep 2023 06:23 PM (IST)

    সেঞ্চুরি রাহুলের

    পাকিস্তানের বিরুদ্ধে ১০০ বলে শতরান পূর্ণ করলেন রাহুল। ৬০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন, বাকি ৪০ বলে শতরান পূর্ণ করে ফেলেছেন কেএল রাহুল। দারুণ কামব্যাক করলেন রাহুল।

  • 11 Sep 2023 06:19 PM (IST)

    ভারত-পাক ম্যাচে শতরানের পথে রাহুল-বিরাট

    বিরাট-রাহুলের আপাতত ১৬৯ বলে ১৮৪ রানের পার্টনারশিপ। এই জুটি ভারতের দলগত রান ৩০০-রও বেশি করতে সাহায্য করল।

  • 11 Sep 2023 05:52 PM (IST)

    ভারতের ইনিংসের ১০ ওভার বাকি

    ভারতের ইনিংসের ৪০ ওভারের খেলা শেষ। আর ১০ ওভারের খেলা বাকি। এই ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে ভারত। রাহুল ব্যাট করছেন ৮১ বলে ৭২ রানে, বিরাট রয়েছেন ৫৮ বলে ৫৭ রানে।

  • 11 Sep 2023 05:42 PM (IST)

    কোহলির অর্ধশতরান

    পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ছন্দে এগোচ্ছেন কোহলি। ৫৫ বলে বাবর আজমদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন বিরাট। ওডিআই কেরিয়ারের ৬৬তম অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট।

  • 11 Sep 2023 05:19 PM (IST)

    রাহুলের অর্ধশতরান

    ৬০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন লোকেশ রাহুল। রিজার্ভ ডেতে খেলা শুরু হওয়ার আগে বিরাট ১৬ বলে ৮ এবং রাহুল ২৮ বলে ১৭ রানে ছিলেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রাহুল। কামব্যাকটা আপাতত হাফসেঞ্চুরি দিয়ে সাজালেন। এরপর সেঞ্চুরি পূর্ণ করতে পারলে ম্যাচ জমে যাবে।

  • 11 Sep 2023 05:07 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৭৫/২

    ভারতের ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ। ভারতের ইনিংসের আর ২০ ওভারের খেলা বাকি। স্কোরবোর্ডে উঠেছে ১৭৫ রান। ক্রিজে বিরাট (২২*) ও রাহুল (৩১*)। 
  • 11 Sep 2023 04:58 PM (IST)

    বিরাট রিভিউ

    পাকিস্তানের একটি রিভিউ বাকি ছিল। লেগ সাইডে নাসিম শাহর ডেলিভারি। রিজওয়ান ক্য়াচ নিয়েই আবেদন করেন। সাউন্ড ছিল। তবে সেটা থাইয়ে বল লাগার। অতি উত্তেজনায় রিভিউ নেয় পাকিস্তান। বাকি একটি রিভিউও নষ্ট হল। আর কোনও রিভিউ নেই পাকিস্তানের।

  • 11 Sep 2023 04:40 PM (IST)

    মাঠে নামলেন বিরাট-রাহুল

    রিজার্ভ ডেতে শুরু হল ভারত-পাকিস্তান ম্যাচ। মাঠে নামলেন বিরাট-রাহুল। খেলা শুরু হচ্ছে ২৪.১ ওভারের পর থেকে।

  • 11 Sep 2023 04:27 PM (IST)

    বল করবেন না রউফ

    সম্প্রচারকারী চ্যানেল মারফত জানা গিয়েছে, পাক তারকা হ্যারিস রউফ আজকের ম্যাচে একটিও বল করবেন না। পাকিস্তানের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, পেশিতে চোট পেয়েছেন রউফ। স্ক্যান করানো হয়েছে। চোট খুব গুরুতর নয়। কিন্তু সামনেই যেহেতু বিশ্বকাপ, তাই হ্যারিসকে খেলানো নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।

  • 11 Sep 2023 04:22 PM (IST)

    ৪.৪০ এ খেলা শুরু

    কোনও ওভার কমছে না। আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর জানিয়েছেন, ৪.৪০ নাগাদ ম্যাচ শুরু হবে।

  • 11 Sep 2023 04:20 PM (IST)

    ৪.২০ নাগাদ হবে মাঠ পরিদর্শন

    রিজার্ভ ডেতে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। ৪.২০ নাগাদ মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।

  • 11 Sep 2023 03:51 PM (IST)

    মাঠ পরিদর্শনে নামছেন আম্পায়ার

    কলম্বোতে বৃষ্টি বন্ধ। দুই দলের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য সুখবর। কারণ আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ থেকে ধীরে ধীরে কভারও সরছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করতে ঢুকলেন।

  • 11 Sep 2023 03:05 PM (IST)

    বৃষ্টির কারণে ম্যাচে দেরি

    কলম্বোতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। যার ফলে রিজার্ভ ডে-তেও ভারত-পাক ম্যাচ শুরু করা যায়নি।

  • 11 Sep 2023 02:27 PM (IST)

    কলম্বোয় সূর্য চান সচিন…

    সোশ্যাল মিডিয়ায় এখন কলম্বো ট্রেন্ডিং। দুই দেশের ক্রিকেট প্রেমীরা চাইছে আজ রিজার্ভ ডেতে এই ম্যাচ হোক। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরও চাইছেন কলম্বোতে আজ সূর্য উঠুক। এবং জ্বলজ্বল করুক।

  • 11 Sep 2023 02:17 PM (IST)

    এভাবেই কি হবে রিজার্ভ ডেতে ভারত-পাক ম্যাচ?

    সোশ্যাল মিডিয়া X এ কলম্বোর বর্তমান পরিস্থিতির বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে। সেখানে এখনও বৃষ্টি পড়ছে। ফলে রিজার্ভ ডে-ও যে ভেস্তে যেতেই পারে, এমন আশঙ্কা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে ভাইরাল এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মাঝে ক্রিকেট খেলছেন কয়েকজন। এভাবেই কি হবে রিজার্ভ ডেতে ভারত-পাক ম্যাচ?

  • 11 Sep 2023 02:03 PM (IST)

    আজ এশিয়া কাপে রিজার্ভ ডে

    এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ রবিবার সম্পূর্ণ হয়নি। আজ রয়েছে এশিয়া কাপের রিজার্ভ ডে। কিন্তু তাতেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।

Published On - Sep 11,2023 2:02 PM

Follow Us:
অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনা তুঙ্গে! সত্যিই কি ক্ষমা চাইতে চান নায়ক?
অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনা তুঙ্গে! সত্যিই কি ক্ষমা চাইতে চান নায়ক?
কীভাবে সফল খানওয়ার অপারেশন?
কীভাবে সফল খানওয়ার অপারেশন?
ঘরে ফিরছেন দিতিপ্রিয়া! ‘রানিমা’র নায়ক নাকি হরগৌরীর ‘শঙ্কর’?
ঘরে ফিরছেন দিতিপ্রিয়া! ‘রানিমা’র নায়ক নাকি হরগৌরীর ‘শঙ্কর’?
ট্রাম এখন প্রায় মৃত্যুশয্যায়, কেন এল এমন দিন?
ট্রাম এখন প্রায় মৃত্যুশয্যায়, কেন এল এমন দিন?
আরবানায় চক্রবর্তীদের ডবল সেলিব্রেশন! একদিকে ভাইফোঁটা, অন্যদিকে কী?
আরবানায় চক্রবর্তীদের ডবল সেলিব্রেশন! একদিকে ভাইফোঁটা, অন্যদিকে কী?
পরিবারে খুশির খবর, কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে এল কন্যাসন্তান
পরিবারে খুশির খবর, কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে এল কন্যাসন্তান
আগামী কয়েকদিনে নতুন করে বিদ্যুত্‍ বিপর্যয়ের মুখেও পড়তে চলেছে বাংলাদেশ
আগামী কয়েকদিনে নতুন করে বিদ্যুত্‍ বিপর্যয়ের মুখেও পড়তে চলেছে বাংলাদেশ
অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, শুনলে অবাক হবেনই
অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, শুনলে অবাক হবেনই
ইরান যদি আরও তেড়েফুঁড়ে ইজরায়েলে হামলা চালায়...
ইরান যদি আরও তেড়েফুঁড়ে ইজরায়েলে হামলা চালায়...
গুরুতর অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন সব অনুষ্ঠান?
গুরুতর অসুস্থ রচনা বন্দোপাধ্যায়! বাতিল করলেন সব অনুষ্ঠান?