IND vs SA 2nd T20 Highlights: বৃষ্টিই খলনায়ক ভারতের! ৫ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা

Dec 13, 2023 | 1:33 AM

India vs South Africa 2nd T20I Live Score in Bengali: সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে টানা ১৪টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারতীয় দল। এ বার চ্যালেঞ্জ অ্যাওয়ে সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। যদিও প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচের লাইভ আপডেট এই লিঙ্কে।

IND vs SA 2nd T20 Highlights: বৃষ্টিই খলনায়ক ভারতের! ৫ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

বেরহা: উৎসবের মেজাজে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ায় অস্বস্তি বেড়েছিল। বেরহার সেইন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টির থাবা। যাতে সমস্যায় পড়ল ভারত। প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়েছিল ভারতীয় দল। ইনিংসের পুরো ওভার খেলা হয়নি। ১৯.৩ ওভারে ১৮০-৭ স্কোরে খেলা থামে এবং ভারতীয় ইনিংসের সমাপ্তিও ঘোষণা হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ ওভারে ১৫২ রানের লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির পর স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েন বোলাররা। নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে প্রোটিয়াদের চাপে ফেলার চেষ্টা করেছে ভারতীয় বোলিং। ম্যাচ জেতা সম্ভব হয়নি। সিরিজে ১-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আর এক ম্যাচ বাকি। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 13 Dec 2023 12:27 AM (IST)

    IND vs SA: ম্যাচ রিপোর্ট

    বৃষ্টির পর বোলিংয়ে সমস্যায় পরে ভারত। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। বিস্তারিত পড়ুন: রিঙ্কুর অনবদ্য ইনিংসেও জয় এল না, সিরিজে পিছিয়ে ভারত

  • 12 Dec 2023 11:25 PM (IST)

    IND vs SA: রান আউটে সাফল্য

    জাডেজার বোলিংয়ে দু-রান নেওয়ার চেষ্টা। যদিও সিঙ্গল নেওয়ার পরই রিজা হেনড্রিক্স বুঝতে পারেন, দ্বিতীয় রান সম্ভব নয়। তাঁর মানা শোনেননি ম্যাথিউ ব্রিৎজকে। জাডেজা থ্রো ধরেই কিপার জীতেশের দিকে পাঠান। রান আউট ব্রিৎজকে।


  • 12 Dec 2023 10:59 PM (IST)

    IND vs SA: ম্যাচ শুরু ১১.১০টায়

    ভারতীয় ইনিংসের ১৯.৩ ওভারে খেলা থেমেছিল। বৃষ্টি থেমেছে। ভারতের ইনিংস সমাপ্ত ঘোষণা। ১৫ ওভারের ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত লক্ষ্য ১৫২ রান। পাওয়ার প্লে ১-৫ ওভার।

  • 12 Dec 2023 10:05 PM (IST)

    IND vs SA: বিধ্বংসী ইনিংস

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেরিয়ারে প্রথম হাফসেঞ্চুরি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন। প্রোটিয়া সফরেও সেই ফর্ম জারি। বিস্তারিত পড়ুন: কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি, বিশ্বকাপের স্কোয়াডে উঠল রিঙ্কুর নাম!

  • 12 Dec 2023 09:28 PM (IST)

    IND vs SA: ক্যাপ্টেন্স নক

    দল বিপদে ছিল। উল্টোদিক থেকে উইকেট পড়লেও খেলার ধরন পাল্টাননি। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরিতে সূর্যকুমার যাদব।

  • 12 Dec 2023 09:04 PM (IST)

    IND vs SA: পাওয়ার প্লে আপডেট

    পাওয়ার প্লে-র শেষ ওভারে আউট তিলক ভার্মা। পাঁচে নামলেন রিঙ্কু সিং। বাউন্ডারিতে ইনিংস শুরু। পাওয়ার প্লে-তে ৩ উইকেটে ৫৯ রান ভারতের।

  • 12 Dec 2023 08:54 PM (IST)

    IND vs SA: সূর্যর বিধ্বংসী ব্যাটিং শুরু

    ইনিংসের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। যোগ্য সঙ্গ দিচ্ছেন তিলক ভার্মা।

  • 12 Dec 2023 08:43 PM (IST)

    IND vs SA: হাঁটুর নিচে!

    বেরহার পিচে বাউন্স এত্ত কম! হাঁটুর নিচে লাগে শুভমনের। লেগ বিফোর হয়ে ফিরলেন শুভমন।

  • 12 Dec 2023 08:34 PM (IST)

    যশস্বী আউট

    শুরুতেই ধাক্কা খেল ভারত। প্রথম ওভারের তৃতীয় বলে মার্কো জ্যানসেন তুলে নিলেন যশস্বী জয়সওয়ালের উইকেট। শূন্যে ফিরলেন ভারতের তরুণ ওপেনার।

  • 12 Dec 2023 08:31 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    প্রোটিয়াদের মাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হয়নি। আজ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল। বোলিংয়ে সূচনায় মার্কো জ্যানসেন।

  • 12 Dec 2023 08:07 PM (IST)

    IND vs SA: একাদশ আপডেট

    ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং

  • 12 Dec 2023 08:04 PM (IST)

    IND vs SA: টস আপডেট

    টস জিতে ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির আশঙ্কায় পিচ ঢাকা ছিল। শুরুতে ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ভারতীয় দল এই ম্যাচে পাচ্ছে না ঋতুরাজ গায়কোয়াড়কে।

  • 12 Dec 2023 07:50 PM (IST)

    IND vs SA: ওয়ার্ম আপে শ্রেয়সরা

    আকাশ পরিষ্কার। ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন শ্রেয়সরা। সকলেই স্বস্তিতে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও পূর্বাভাসে বৃষ্টি রয়েছে। তবে এখনও অবধি সব ঠিক থাকায় স্বস্তিতে ক্রিকেটাররা। লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।