IND vs SA, 5th T20 Highlights: বৃষ্টির কারণে বাতিল পঞ্চম ম্যাচ, সিরিজের ফল ২-২

India vs South Africa 2022, 5th T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) পঞ্চম টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs SA, 5th T20 Highlights: বৃষ্টির কারণে বাতিল পঞ্চম ম্যাচ, সিরিজের ফল ২-২
রবিরাতে বেঙ্গালুরুতে সিরিজের ফয়সলার ম্যাচে মুখোমুখি পন্থ-বাভুমারা

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 19, 2022 | 10:25 PM

বেঙ্গালুরু: রবিরাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজের ফয়সলার ম্যাচ। চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। যার ফলে আজ খেলেননি তিনি। তাঁর বদলে প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন কেশব মহারাজ। দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে হেরেছিল ভারত। যার ফলে অল্পের জন্য টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়তে পারেনি টিম ইন্ডিয়া। তবে সিরিজের প্রথম দুটো ম্যাচে হারের ধাক্কা সামলে, সেখান থেকে আবার পরপর দুটো ম্যাচে জিতে ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লু। আজ হাউসফুল গ্যালারি হলেও বৃষ্টির কারণে ম্যাচই ভেস্তে গেল। সিলিকন ভ্যালিতে নির্বিঘ্নে টস হয়েছিল ঠিকই। টসের পর বৃষ্টির কারণে ৭ টার জায়গায় ৭.৫০ মিনিটে ম্যাচ শুরু হয়েছিল। ৫ ম্যাচের টি-২০ সিরিজের আর চারটি ম্যাচের মতো শেষ ম্যাচেও টসে হারেন পন্থ। আর টসে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল ভারত। বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হওয়ার ফলে দুই দলের খেলা কমিয়ে দেওয়া হয় ১৯ ওভারে। ৩.৩ ওভার অবধি খেলা হয়েছিল। তার পর ফের বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। অবশেষে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। যার ফলে সিরিজ শেষ হল ২-২ ফলে।

Key Events

সিরিজের সেরা ভুবি

প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের সেরার পুরস্কার পেলেন ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার।

সিরিজ শেষ হল ২-২ ফলে

বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হওয়ার ফলে দুই দলের খেলা কমিয়ে দেওয়া হয় ১৯ ওভারে। ৩.৩ ওভার অবধি খেলা হয়েছিল। তার পর ফের বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। অবশেষে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। যার ফলে সিরিজ শেষ হল ২-২ ফলে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
 • 19 Jun 2022 10:04 PM (IST)

  সিরিজ সেরার পুরস্কার পেলেন কে?

  রবিরাতে বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম ম্যাচ। সিরিজ সেরার পুরস্কার পেলেন ভুবনেশ্বর কুমার।

 • 19 Jun 2022 09:51 PM (IST)

  বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল সিরিজ ফয়সলার ম্যাচ

  ৩.৩ ওভারের পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল। অবশেষে বাতিল হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম ম্যাচ।

 • 19 Jun 2022 08:13 PM (IST)

  বৃষ্টি শুরু বেঙ্গালুরুতে

  ফের বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে। বৃষ্টির ফলে ৩.৩ ওভার খেলার পর থামিয়ে দিতে হল ম্যাচ। এই মুহূর্তে দুই উইকেট হারিয়ে ২৮ রান স্কোরবোর্ডে তুলেছে ভারত।

 • 19 Jun 2022 08:05 PM (IST)

  ঋতুরাজ আউট

  লুনগি এনগিডি তুলে নিলেন ভারতীয় ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন ঋতু।

 • 19 Jun 2022 07:56 PM (IST)

  ঈশান আউট

  শুরুতেই ঈশান কিষাণের উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন লুনগি এনগিডি। ৭ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান ঈশান।

 • 19 Jun 2022 07:51 PM (IST)

  ভারতের ইনিংস শুরু

  ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়।

 • 19 Jun 2022 07:32 PM (IST)

  ৭.৫০ মিনিটে শুরু হবে ম্যাচ

  • বেঙ্গালুরুতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে।
  • ৭ টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।
  • দুই দলই খেলবে ১৯ ওভার করে।
  • ইনিংস বিরতি হবে ১০ মিনিটের।

 • 19 Jun 2022 07:03 PM (IST)

  বৃষ্টির কারণে ম্যাচে দেরি

  বৃষ্টির জন্য দেরিতে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ

 • 19 Jun 2022 06:41 PM (IST)

  দেখুন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

  সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশই রাখল টিম ইন্ডিয়া।

  ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।

 • 19 Jun 2022 06:40 PM (IST)

  দেখে নিন প্রোটিয়াদের প্রথম একাদশ

  দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: কুইন্টন ডি'কক, রিজা হেন্ড্রিকস, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, ত্রিস্তান স্টাবস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ (অধিনায়ক), অনরিখ নর্টজে, লুনগি এনগিডি।

 • 19 Jun 2022 06:31 PM (IST)

  টস আপডেট

  ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে টসে জিতল দক্ষিণ আফ্রিকা। আজ সিরিজের শেষ ম্যাচে নেই তেম্বা বাভুমা। তাঁর বদলে আজ প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।

 • 19 Jun 2022 06:20 PM (IST)

  এই মুহূর্তে সিরিজ ২-২ দাঁড়িয়ে

  এই মুহূর্তে সিরিজ দাঁড়িয়ে ২-২ ফলে। কথায় বলে না ওস্তাদের মার শেষ রাতে... এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ভাগ্যও নির্ধারিত হবে সিরিজের শেষ ম্য়াচে।

 • 19 Jun 2022 06:15 PM (IST)

  আর কিছুক্ষণ পর শুরু হবে সিরিজেন নির্ণায়ক ম্যাচ

  বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম্যাচ।

 • 19 Jun 2022 06:04 PM (IST)

  এক নজরে হেড টু হেড

  হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।

Published On - Jun 19,2022 6:00 PM

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA