বেঙ্গালুরু: রবিরাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজের ফয়সলার ম্যাচ। চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। যার ফলে আজ খেলেননি তিনি। তাঁর বদলে প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন কেশব মহারাজ। দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে হেরেছিল ভারত। যার ফলে অল্পের জন্য টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়তে পারেনি টিম ইন্ডিয়া। তবে সিরিজের প্রথম দুটো ম্যাচে হারের ধাক্কা সামলে, সেখান থেকে আবার পরপর দুটো ম্যাচে জিতে ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লু। আজ হাউসফুল গ্যালারি হলেও বৃষ্টির কারণে ম্যাচই ভেস্তে গেল। সিলিকন ভ্যালিতে নির্বিঘ্নে টস হয়েছিল ঠিকই। টসের পর বৃষ্টির কারণে ৭ টার জায়গায় ৭.৫০ মিনিটে ম্যাচ শুরু হয়েছিল। ৫ ম্যাচের টি-২০ সিরিজের আর চারটি ম্যাচের মতো শেষ ম্যাচেও টসে হারেন পন্থ। আর টসে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল ভারত। বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হওয়ার ফলে দুই দলের খেলা কমিয়ে দেওয়া হয় ১৯ ওভারে। ৩.৩ ওভার অবধি খেলা হয়েছিল। তার পর ফের বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। অবশেষে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। যার ফলে সিরিজ শেষ হল ২-২ ফলে।
প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের সেরার পুরস্কার পেলেন ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার।
বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হওয়ার ফলে দুই দলের খেলা কমিয়ে দেওয়া হয় ১৯ ওভারে। ৩.৩ ওভার অবধি খেলা হয়েছিল। তার পর ফের বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। অবশেষে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। যার ফলে সিরিজ শেষ হল ২-২ ফলে।
রবিরাতে বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম ম্যাচ। সিরিজ সেরার পুরস্কার পেলেন ভুবনেশ্বর কুমার।
৩.৩ ওভারের পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল। অবশেষে বাতিল হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম ম্যাচ।
🚨 MATCH ABANDONED
Just 21 balls were bowled in the fifth and final T20I when rained intervened and forced the encounter to be called off#INDvSA #BePartOfIt pic.twitter.com/zaII8QRMjV
— Cricket South Africa (@OfficialCSA) June 19, 2022
ফের বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে। বৃষ্টির ফলে ৩.৩ ওভার খেলার পর থামিয়ে দিতে হল ম্যাচ। এই মুহূর্তে দুই উইকেট হারিয়ে ২৮ রান স্কোরবোর্ডে তুলেছে ভারত।
লুনগি এনগিডি তুলে নিলেন ভারতীয় ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন ঋতু।
শুরুতেই ঈশান কিষাণের উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন লুনগি এনগিডি। ৭ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান ঈশান।
ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়।
🚨 Update from Bengaluru 🚨
The rain has STOPPED & the covers are coming OFF! 👏 👏
𝗧𝗵𝗲 𝗽𝗹𝗮𝘆 𝘀𝘁𝗮𝗿𝘁𝘀 𝗮𝘁 𝟬𝟳:𝟱𝟬 𝗣𝗠 𝗜𝗦𝗧.
𝗜𝘁 𝘄𝗶𝗹𝗹 𝗯𝗲 𝗮 𝟭𝟵 𝗢𝘃𝗲𝗿𝘀 𝗽𝗲𝗿 𝘀𝗶𝗱𝗲 𝗴𝗮𝗺𝗲.
Innings break duration: 10 Mins#TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/4O7OmHT5yw
— BCCI (@BCCI) June 19, 2022
বৃষ্টির জন্য দেরিতে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ
START DELAYED 🌧️
The rain has come down as the players got to the middle, so the start of the decider will be delayed
🗒️ Ball by ball https://t.co/KNz7vLG39F📺 SuperSport Grandstand 201#INDvSA #BePartOfIt
— Cricket South Africa (@OfficialCSA) June 19, 2022
সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশই রাখল টিম ইন্ডিয়া।
ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: কুইন্টন ডি'কক, রিজা হেন্ড্রিকস, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, ত্রিস্তান স্টাবস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ (অধিনায়ক), অনরিখ নর্টজে, লুনগি এনগিডি।
TEAM ANNOUNCEMENT 🚨
🏏 Keshav Maharaj captains🔙 Tristan Stubbs, Kagiso Rabda and Reeza Hendricks return🤕 Temba Bavuma sidelined➡️ Tabraiz Shamsi and Marco Jansen miss out
🗒️ Ball by ball https://t.co/KNz7vLG39F📺 SuperSport Grandstand 201#INDvSA #BePartOfIt pic.twitter.com/6g6xKyb4S2
— Cricket South Africa (@OfficialCSA) June 19, 2022
৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে টসে জিতল দক্ষিণ আফ্রিকা। আজ সিরিজের শেষ ম্যাচে নেই তেম্বা বাভুমা। তাঁর বদলে আজ প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।
এই মুহূর্তে সিরিজ দাঁড়িয়ে ২-২ ফলে। কথায় বলে না ওস্তাদের মার শেষ রাতে... এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ভাগ্যও নির্ধারিত হবে সিরিজের শেষ ম্য়াচে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম্যাচ।
Hello from the M Chinnaswamy Stadium, Bengaluru. 👋
How excited are you for the @Paytm #INDvSA T20I series decider❓#TeamIndia pic.twitter.com/n7Sptmna03
— BCCI (@BCCI) June 19, 2022
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার।
Published On - Jun 19,2022 6:00 PM