IND vs SL 1st ODI Highlights: জয় দিয়ে সিরিজ শুরু করল গব্বরের পল্টন

| Edited By: | Updated on: Jul 18, 2021 | 10:26 PM

India vs Sri Lanka 1st ODI Live Score in Bengali: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)।

IND vs SL 1st ODI Highlights: জয় দিয়ে সিরিজ শুরু করল গব্বরের পল্টন
জয় দিয়ে সিরিজ শুরু করল গব্বরের পল্টন

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে জয় দিয়ে সীমিত ওভারের সিরিজ শুরু করল শিখর ধাওয়ানের ভারত (India)। প্রথম ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুনা শানাকা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২৬২ রান। ধাওয়ানদের টার্গেট ছিল ২৬৩। ৭ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া। ৮০ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করল শিখর ধাওয়ানের ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৮৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে কেরিয়ারের ছ’হাজার রানও পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের গব্বর। ওয়ান ডে অভিষেকে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ঈশান কিষাণ। টি-২০ অভিষেকেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। পৃথ্বী শ ম্যাচের শুরুতেই মাত্র ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ২৬ রানের ইনিংস খেলেন মনীশ পাণ্ডে। ওয়ান ডে অভিষেক সূর্যকুমার যাদব ৩১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট পেয়েছেন ধনঞ্জয় দি সিলভা। ১টি উইকেট পেয়েছেন লক্ষণ সন্দাকান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান চামিকা করুণারত্নের (৪৩)। লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা করেন ৩৯ রান। চরিথ আসালঙ্কার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। ভারতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। পান্ডিয়া ভাইরা পেয়েছেন ১টি করে উইকেট। তবে ভারতের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার কোনও উইকেট পাননি।

Key Events

শ্রীলঙ্কার ব্যাটিং

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২৬২ রান। ধাওয়ানদের টার্গেট ২৬৩। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন চামিকা করুণারত্ন (৪৩)। লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা করেন ৩৯ রান। চরিথ আসালঙ্কার ব্যাট থেকে এসেছে ৩৮ রান।

ভারতের বোলিং

ভারতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। পান্ডিয়া ভাইরা পেয়েছেন ১টি করে উইকেট। তবে ভারতের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার কোনও উইকেট পাননি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 18 Jul 2021 10:09 PM (IST)

    ৭ উইকেটে জয়ী ভারত

    ২৬৩ রান তাড়া করতে নেমে ৮০ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করল শিখর ধাওয়ানের ভারত।

  • 18 Jul 2021 10:03 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ২৫৬/৩

    ভারতের জয়ের জন্য প্রয়োজন ৭ রান

  • 18 Jul 2021 09:40 PM (IST)

    মনীশ পাণ্ডের উইকেট হারাল ভারত

    ২৬ রান করে আউট হলেন মনীশ পাণ্ডে

  • 18 Jul 2021 09:37 PM (IST)

    ৩০ ওভারে ভারত ২১০/২

    ধাওয়ানরা ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ২১০ রান

  • 18 Jul 2021 09:28 PM (IST)

    দু’শো রানের গণ্ডি টপকালো ভারত

    ২৭.৬ ওভারে ভারতের দলগত দ্বিশতরান পূর্ণ হল

  • 18 Jul 2021 09:16 PM (IST)

    ধাওয়ানের হাফ সেঞ্চুরি পূর্ণ

    কলম্বোয় হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন শিখর ধাওয়ান

  • 18 Jul 2021 09:15 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১৭৭/২

    ক্রিজে শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ।

  • 18 Jul 2021 09:04 PM (IST)

    ওয়ান ডে-তে শিখর ধাওয়ানের মাইলস্টোন

    ওয়ান ডে ক্রিকেটে ছ’হাজার রানের মাইলস্টোন গড়লেন শিখর ধাওয়ান।

  • 18 Jul 2021 08:57 PM (IST)

    ২০ ওভারে ভারত ১৫৩/২

    প্রথম ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৫৩ রান। ক্রিজে শিখর ধাওয়ান ও মনীশ পাণ্ডে।

  • 18 Jul 2021 08:47 PM (IST)

    ঈশান কিষাণের উইকেট হারাল ভারত

    ৫৯ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ।

  • 18 Jul 2021 08:40 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১২৭/১

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শিখর ধাওয়ান ও ঈশান কিষাণ

  • 18 Jul 2021 08:31 PM (IST)

    ঈশান কিষাণের হাফ সেঞ্চুরি

    কলম্বোয় ওয়ান ডে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ঈশান কিষাণ

  • 18 Jul 2021 08:23 PM (IST)

    ভারতের শতরান

    ১২.২ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

  • 18 Jul 2021 08:13 PM (IST)

    ১০ ওভারে ভারত ৯১/১

    প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৯১ রান।

  • 18 Jul 2021 07:50 PM (IST)

    পৃথ্বী শ-র উইকেট হারাল ভারত

    হাফ সেঞ্চুরি হাতছাড়া করে আউট পৃথ্বী শ। ৪৩ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 18 Jul 2021 07:45 PM (IST)

    ৫ ওভারে ভারত ৫৩/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৫৩ রান

  • 18 Jul 2021 07:44 PM (IST)

    ভারতের ৫০ রান পূর্ণ

    ৪.৫ ওভারে ভারতের দলগত ৫০ রান পূর্ণ হল।

  • 18 Jul 2021 07:35 PM (IST)

    ৩ ওভারে ভারত ৩১/০

    প্রথম ৩ ওভারে ৩১ রান তুলেছে ভারতের ওপেনিং জুটি

  • 18 Jul 2021 07:20 PM (IST)

    রান তাড়া করতে নামলেন ধাওয়ানরা

    ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ

  • 18 Jul 2021 06:48 PM (IST)

    ভারতের টার্গেট ২৬৩

    টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৬২ রান।

  • 18 Jul 2021 06:43 PM (IST)

    মাত্র ১ ওভারের খেলা বাকি

    ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৪৩ রান।

  • 18 Jul 2021 06:31 PM (IST)

    ইসুরু উদানার উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া

    ৮ রান করে মাঠ ছাড়লেন ইসুরু উদানা

  • 18 Jul 2021 06:21 PM (IST)

    ৪৫ ওভারে শ্রীলঙ্কা ২১০/৭

    আর ৫ ওভারের খেলা বাকি শ্রীলঙ্কার।

  • 18 Jul 2021 06:15 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল শ্রীলঙ্কা

    যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন দাসুন শানাকা। ৩৯ রান করে মাঠ ছাড়লেন শানাকা

  • 18 Jul 2021 06:11 PM (IST)

    দু’শো রানের গণ্ডি পেরোল শ্রীলঙ্কা

    ৪২.৪ ওভারে শ্রীলঙ্কার দলগত দ্বিশতরান পূর্ণ হল।

  • 18 Jul 2021 06:00 PM (IST)

    ৪০ ওভারে শ্রীলঙ্কা ১৮৬/৬

    ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮৬ রান।

  • 18 Jul 2021 05:57 PM (IST)

    আসালঙ্কার পর চাহারের শিকার হাসারঙ্গা

    ৮ রান করে সাজঘরে ফিরলেন ভানিন্দু হাসারঙ্গা।

  • 18 Jul 2021 05:51 PM (IST)

    আসালঙ্কাকে ফেরালেন চাহার

    ৩৮ রান করে দীপক চাহারের বলে আউট হলেন চরিথ আসালঙ্কা

  • 18 Jul 2021 05:33 PM (IST)

    ৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৫১/৪

    ৩৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৫১। ক্রিজে দাসুন শানাকা ও চরিথ আসালঙ্কা

  • 18 Jul 2021 05:14 PM (IST)

    ৩০ ওভারে শ্রীলঙ্কা ১৩২/৪

    ৪ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে দাসুন শানাকারা।

  • 18 Jul 2021 04:59 PM (IST)

    ২৫ ওভারে শ্রীলঙ্কা ১১৭/৪

    ক্রিজে দাসুন শানাকা ও চরিথ আসালঙ্কা

  • 18 Jul 2021 04:53 PM (IST)

    ফের উইকেট হারাল শ্রীলঙ্কা

    ক্রুণাল পান্ডিয়ার বলে সাজঘরে ফিরে গেলেন ধনঞ্জয়। ১৪ রান করে আউট হলেন তিনি

  • 18 Jul 2021 04:38 PM (IST)

    শ্রীলঙ্কার শতরান

    ২০.৫ ওভারে শ্রীলঙ্কা দলগত শতরান পূর্ণ করল

  • 18 Jul 2021 04:36 PM (IST)

    ২০ ওভারে শ্রীলঙ্কা ৯৬/৩

    প্রথম ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৯৬ রান।

  • 18 Jul 2021 04:25 PM (IST)

    মিনোডকে ফেরালেন কুলদীপ

    কুলদীপ যাদবের বলে ২৭ রান করে আউট হলেন মিনোড ভানুকা। জোড়া উইকেট কুলদীপ যাদবের খাতায়।

  • 18 Jul 2021 04:21 PM (IST)

    দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা

    অভিষেক ওয়ান ডে ম্যাচে ২৪ রান করে মাঠ ছাড়লেন ভানুকা রাজাপাক্সা।

  • 18 Jul 2021 04:14 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ৮২/১

    অভিস্কার উইকেট হারিয়ে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন মিনোড ভানুকা ও ভানুকা রাজাপাক্সা

  • 18 Jul 2021 03:52 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৫৫/১

    প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে দাসুন শানাকারা তুলেছে ৫৫ রান।

  • 18 Jul 2021 03:51 PM (IST)

    শ্রীলঙ্কার ৫০ রান

    ১ উইকেট হারিয়ে ৯.৪ ওভারে শ্রীলঙ্কার দলগত অর্ধশতরান পূর্ণ হল।

  • 18 Jul 2021 03:49 PM (IST)

    অভিস্কাকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল

    ৩২ রান করে আউট হলেন অভিস্কা ফার্নান্ডো। বল হাতে নিয়েই সফল যুজবেন্দ্র চাহাল।

  • 18 Jul 2021 03:25 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ২৬/০

    ভালো শুরু দাসুনা শানাকাদের। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান।

  • 18 Jul 2021 03:16 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ২০/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২০ রান।

  • 18 Jul 2021 03:02 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামলেন অভিস্কা ফার্নান্ডো ও মিনোড ভানুকা।

  • 18 Jul 2021 02:58 PM (IST)

    কলম্বোর আজ ৩ ক্রিকেটারের অভিষেক

    ভারত-শ্রীলঙ্কা সিমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচে ভারতের দুই ক্রিকেটার (সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ) এবং শ্রীলঙ্কার এক ক্রিকেটারের (ভানুকা রাজাপাক্সা) অভিষেক হল।

  • 18 Jul 2021 02:52 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ইসুরু উদানা, ধনঞ্জয় দি সিলভা, ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, চরিথ আসালঙ্কা, দুশমন্ত চামিরা, লক্ষণ সন্দাকান।

  • 18 Jul 2021 02:48 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

  • 18 Jul 2021 02:36 PM (IST)

    টস আপডেট

    ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

  • 18 Jul 2021 02:25 PM (IST)

    কোচেদের সাক্ষাৎ

    আর কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের সিরিজ শুরু হতে চলেছে। তার আগে আলোচনায় ব্যস্ত রাহুল দ্রাবিড় ও মিকি আর্থার।

Published On - Jul 18,2021 2:21 PM

Follow Us: