IND vs SL: শনিবার শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ, কবে কোন ম্যাচ কোথায় দেখবেন? জানুন বিস্তারিত
India vs Sri Lanka Schedule Details: জোড়া বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ। উল্টোদিকে, শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচও বিশ্বকাপজয়ী। কিংবদন্তি সনৎ জয়সূর্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে চাকরি গিয়েছিল সিলভারউডের। অন্যদিকে শেষ অ্যাসাইনমেন্টে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন রাহুল দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর জমানা শুরু হচ্ছে শনিবার। তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। এরপর ওয়ান ডে সিরিজ। প্রথমে আসা যাক টি-টোয়েন্টি সিরিজেই। দু-দলেরই নানা দিক রয়েছে। ভারতের কোচ হিসেবে এই সিরিজে অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। জোড়া বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ। উল্টোদিকে, শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচও বিশ্বকাপজয়ী। কিংবদন্তি সনৎ জয়সূর্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে চাকরি গিয়েছিল সিলভারউডের। অন্যদিকে শেষ অ্যাসাইনমেন্টে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন রাহুল দ্রাবিড়।
নেতৃত্বের দিক থেকেও দু-দলে ‘নতুন’ মুখ। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপেও তিনি ছিলেন সহ-অধিনায়ক। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর সমীকরণ বদলে যায়। অতীতে রোহিতের অনুপস্থিতিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। তাঁকেই শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি ক্য়াপ্টেন করা হয়েছে। অন্য দিকে, বিশ্বকাপ ব্যর্থতার জেরে নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গাও। সদ্য লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসকে চ্যাম্পিয়ন করা চরিত আসালঙ্কাকে এই সিরিজে টি-টোয়েন্টি নেতা করেছে শ্রীলঙ্কা। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন দুষ্মন্ত চামিরা। পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে অসিত ফার্নান্ডোকে। এক নজরে দেখে যাওয়া যাক দু-দলের টি-টোয়েন্টি স্কোয়াড।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চরিত আসালঙ্কা (ক্যাপ্টেন), পাথুম নিশাঙ্ক, কুশল পেরেররা, অবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, চামিন্দু বিক্রমসিংহে, মাতিসা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো
এক নজরে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম ম্যাচ ২৭ জুলাই সন্ধ্যা ৭টা
দ্বিতীয় ম্যাচ ২৮ জুলাই সন্ধ্যা ৭টা
তৃতীয় ম্যাচ ৩০ জুলাই সন্ধ্যা ৭টা
*সব ম্যাচই ভারতীয় সময় অনুসারে, টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে
কোথায় দেখা যাবে ম্যাচ?
ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে। এ ছাড়াও অনলাইন স্ট্রিমিং হবে সোনি লিভ অ্যাপে।