India vs Sri Lanka Highlights, 3rd T20 2022: শ্রেয়সের ব্যাটে ভর করে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

| Edited By: | Updated on: Feb 27, 2022 | 10:28 PM

India vs Sri Lanka Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম শ্রীলঙ্কার (Sri Lanka) তৃতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Sri Lanka Highlights, 3rd T20 2022: শ্রেয়সের ব্যাটে ভর করে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া
ধর্মশালায় শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

ধর্মশালা: ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কাকে টি-২০ (T20) সিরিজে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২২ গজে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারানোর পর, ধর্মশালায় দ্বিতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে জিতেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka)। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছিল ভারত। তৃতীয় টি-২০ ম্যাচে  টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন শানাকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। দাসুন শানাকাদের হোয়াইটওয়াশ করতে টিম ইন্ডিয়াকে তুলতে হবে ১২০ বলে ১৪৭ রান। ধর্মশালায় সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৬ উইকেটে জিতল ভারত। হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা। ৪৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন শ্রেয়স। তাঁর ৭৩ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১টি ছয় দিয়ে। এই ম্যাচে জেতার পর টানা ১২টি টি-২০ ম্যাচে জেতার রেকর্ড গড়ল ভারত।

Key Events

লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে সেরা শানাকা

৩৮ বলে ৭৪ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়লেন দাসুন শানাকা। অধিনায়কোচিত ইনিংস শানাকা সাজিয়েছিলেন ৯টি চার ও ২টি ছয় দিয়ে।

টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিংয়ে সেরা শ্রেয়স

ধর্মশালায় সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৪৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন শ্রেয়স। আইপিএলে কেকেআরের নতুন নেতা শ্রেয়সের ৭৩ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১টি ছয় দিয়ে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Feb 2022 10:21 PM (IST)

    শানাকাদের হোয়াইটওয়াশ করল ভারত

    ১৬.৫ ওভারে ১৪৮ রান তুলল টিম ইন্ডিয়া। ১৯ বল বাকি থাকতেই টার্গেট পূরণ হল ভারতের। ৬ উইকেটে ম্যাচ জিতল রোহিতের ভারত।

  • 27 Feb 2022 10:10 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১২৩/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে ভারত। ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার চাই ২৪ রান।

  • 27 Feb 2022 09:56 PM (IST)

    ভেঙ্কি আউট

    ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন লাহিরু কুমারা। চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া।

  • 27 Feb 2022 09:48 PM (IST)

    শ্রেয়সের হাফসেঞ্চুরি

    শ্রেয়স আইয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা তিনটি টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন।

  • 27 Feb 2022 09:45 PM (IST)

    ১০ ওভারে ভারত ৮৬/২

    খেলা বাকি ১০ ওভারের। ২ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে টিম ইন্ডিয়া। ক্রিজে দীপক হুডা ২০*, শ্রেয়স আইয়ার ৪২*
  • 27 Feb 2022 09:45 PM (IST)

    হুডা আউট

    লাহিরু কুমারার ইয়র্কারে দীপক হুডা ফিরলেন সাজঘরে। তৃতীয় উইকেট হারাল ভারত। ২১ রান করে মাঠ ছাড়লেন হুডা।

  • 27 Feb 2022 09:24 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ভারতের স্কোর ১ উইকেটে ৪৭।

  • 27 Feb 2022 09:09 PM (IST)

    ৩ ওভারে ভারত ১৩/১

    প্রথম ৩ ওভারের মধ্যে ক্যাপ্টেন রোহিতের উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৩ রান।

  • 27 Feb 2022 09:01 PM (IST)

    রোহিত আউট

    টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে ফেরালেন দুশমন্ত চামিরা। প্রথম উইকেট হারাল ভারত। ৫ রান করে মাঠ ছাড়লেন রোহিত।

  • 27 Feb 2022 08:53 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও সঞ্জু স্যামসন

  • 27 Feb 2022 08:42 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে শ্রীলঙ্কা। দাসুন শানাকাদের হোয়াইটওয়াশ করতে টিম ইন্ডিয়াকে তুলতে হবে ১২০ বলে ১৪৭ রান। ৩৮ বলে ৭৪ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন দাসুন শানাকা। অধিনায়কোচিত ইনিংস শানাকা সাজিয়েছিলেন ৯টি চার ও ২টি ছয় দিয়ে। ৪ ওভার হাত ঘুরিয়ে ১টি মেডেনসহ ২৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন আবেশ খান। ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল ও রবি বিষ্ণোই। কোনও উইকেট পাননি কুলদীপ যাদব।

  • 27 Feb 2022 08:31 PM (IST)

    শানাকার হাফসেঞ্চুরি

    দাসুন শানাকার হাফসেঞ্চুরি। ২৯ বলে অর্ধশতরান করলেন লঙ্কান অধিনায়ক।

  • 27 Feb 2022 08:25 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে শানাকারা তুলেছেন ১০৩ রান। শেষ ৩ ওভারে কত রান তুলতে পারে লঙ্কানরা সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

  • 27 Feb 2022 08:14 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ৭৮/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ক্রিজে দাসুন শানাকা ও চামিকা করুণারত্নে।

  • 27 Feb 2022 08:02 PM (IST)

    চণ্ডিমল আউট

    দীনেশ চণ্ডিমলকে ফেরালেন হর্ষল প্যাটেল। পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। ২৫ রান করে মাঠ ছাড়লেন চণ্ডিমল।

  • 27 Feb 2022 07:49 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৪৩/৪

    ক্রিজে দীনেশ চণ্ডিমল ও দাসুন শানাকা। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৪৩।

  • 27 Feb 2022 07:40 PM (IST)

    জানিথ আউট

    রবি বিষ্ণোইয়ের গুগলিতে ফিরলেন জানিথ লিয়ানাঙ্গে। ৯ রান করে মাঠ ছাড়লেন জানিথ।

  • 27 Feb 2022 07:32 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    প্রথম ৬ ওভারের খেলা শেষ। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮ রান।

  • 27 Feb 2022 07:22 PM (IST)

    আসালঙ্কা ফিরলেন সাজঘরে

    চরিথ আসালঙ্কাকে ফেরালেন আবেশ খান। মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন আসালঙ্কা। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।

  • 27 Feb 2022 07:16 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ১০/২

    প্রথম ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়েছে শ্রীলঙ্কা। তিন ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ১০ রান।

  • 27 Feb 2022 07:12 PM (IST)

    নিসঙ্কা আউট

    ওপেনার গুনতিলকের পর নিসঙ্কার উইকেট হারাল শ্রীলঙ্কা। আবেশ খান ভারতকে এনে দিলেন দ্বিতীয় উইকেট।

  • 27 Feb 2022 07:09 PM (IST)

    গুনতিলকের উইকেট হারাল লঙ্কানরা

    ওপেনার দানুষ্কা গুনতিলককে ফেরালেন মহম্মদ সিরাজ। প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। কোনও রান না করেই মাঠ ছাড়লেন গুনতিলক।

  • 27 Feb 2022 07:02 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন পথুম নিসঙ্কা ও দানুষ্কা গুনতিলক

  • 27 Feb 2022 06:56 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    লঙ্কানদের প্রথম একাদশে দুই পরিবর্তন।

    দেখে নিন শ্রীলঙ্কার প্রথম একাদশ: পথুম নিসঙ্কা,  দানুষ্কা গুনতিলক, চরিথ আসালঙ্কা, দীনেশ চণ্ডিমল (উইকেটকিপার), জানিথ লিয়ানাঙ্গে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্ত চামিরা, বিনুরা ফের্নান্ডো, জেফ্রি বন্দরসে, লাহিরু কুমারা।

  • 27 Feb 2022 06:46 PM (IST)

    দেখুন টিম ইন্ডিয়ার গ্রুপ ফটো

    আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে নামছে ভারত।

  • 27 Feb 2022 06:42 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশে চার পরিবর্তন।

    দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, রবীন্দ্র জাডেজা, হর্ষল প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আবেশ খান ও রবি বিষ্ণোই।

  • 27 Feb 2022 06:32 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

    টসে জিতে শেষ টি-২০ ম্যাচে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শানাকা।

  • 27 Feb 2022 06:27 PM (IST)

    ধর্মশালায় হাজির মেন ইন ব্লু

    দাসুন শানাকাদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলার জন্য পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া।

  • 27 Feb 2022 06:26 PM (IST)

    ধর্মশালায় আজ সিরিজের শেষ টি-২০

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ।

Published On - Feb 27,2022 6:25 PM

Follow Us: