দিনের শুরুতেই দ্বিতীয় নতুন বল নেয় ওয়েস্ট ইন্ডিজ। স্ট্রাইকে বিরাট কোহলি। বোলিং শুরু করেন শ্যানন গ্যাব্রিয়েল। দিনের প্রথম রান যোগ করতে খুব সমস্যা হল না। দিনের দ্বিতীয় ওভারে আক্রমণে কেমার রোচ। আউটফিল্ড খুবই স্লো। জাডেজার অনবদ্য একটা শট বাউন্ডারি অবধিই পৌঁছল না। ফিল্ডার ভেবেছিলেন বাউন্ডারি, বল থামার পর দৌঁড়ান তিনি। দর্শকরা অপেক্ষায় ছিলেন বিরাট সেঞ্চুরির। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলি এই ইনিংসে অনেক বেশি ফোকাসড। ম্যাচের প্রথম দিন বারবার তা ধরা পড়েছে। এ দিন অবশ্য অনবদ্য শটে সমস্যায়ও পড়লেন। তাঁর স্ট্রেট ড্রাইভ এতটাই নিখুঁত, সোজা লাগল উইকেটে। জাডেজা কুইক সিঙ্গলে স্ট্রাইক দেওয়ার চেষ্টায় থাকলেন কোহলিকে। ১৭০ বলে ৯০-এ পৌঁছন বিরাট, দলেরও ৩০০ রান পূর্ণ হয়। নিজের পরের বলেই দিনের প্রথম বাউন্ডারিতে ৯৪ রানে বিরাট কোহলি। শতরানের সঙ্গে ক্রমশ দূরত্ব কমছিল। ১৭৩ বলে লেগ গ্লান্সে ৯৫-এ কোহলি। স্ট্রাইকও তাঁর কাছেই।
দ্বিতীয় দিনের প্রথম বোলিং পরিবর্তন। বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানকে আক্রমণে আনেন ক্রেগ। দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে ৯৬ রানে বিরাট। কিপার জোসুয়া ডিসিলভা চেষ্টা করছিলেন কোহলির মনসংযোগ ভাঙার। ওভারের শেষ বলে সিঙ্গল নিয়ে ৯৭ রানে কোহলি। পরের ওভারে, ইনিংসে নিজের ১৮০ তম ডেলিভারিতে অনবদ্য কভার ড্রাইভে টেস্ট কেরিয়ারের ২৯তম সেঞ্চুরিতে পৌঁছলেন বিরাট কোহলি। কুইন্স পার্ক ওভালে তিনটি ওডিআই সেঞ্চুরি রয়েছে কোহলির। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ, ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম ঐতিহাসিক ম্যাচে শতরানের সংখ্যায় ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন বিরাট কোহলি। ঝুঁকে সেলাম জানালেন দর্শক এবং সতীর্থদের।