ফ্লোরিডা: টেস্ট এবং ওডিআই সিরিজ জিতেছিল ভারত। সুযোগ ছিল টি-টোয়েন্টি সিরিজ জেতারও। অনবদ্য পারফরম্যান্সে সিরিজ নির্ণায়ক ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ হল আমেরিকার ফ্লোরিডায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। সিরিজের ফাইনালে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে ওয়েস্ট ইন্ডিজের। ৩-২ ব্যবধানে সিরিজ জিতল তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই নিয়ে পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। অপরাজিত তকমা থাকল না হার্দিকের। প্রথম বার তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের। প্রথম দু-ম্যাচে ভারতের ব্যর্থতার প্রধান কারণ ছিল ব্যাটিং। শেষ ম্যাচেও একই কারণ হয়ে দাঁড়াল। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল ভারত। ২ উইকেট হারিয়ে এবং ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডায় ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) পঞ্চম টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুধু জেতার জন্য নয়, দেশে যারা রয়েছে, সকলের মুখে হাসি ফোটাতে খেলেছি। ম্যাচ ও সিরিজ জিতে এমনটাই বলছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম ম্যাচের বিস্তারিত রিপোর্ট পড়ুন: ব্রেন্ডনের ‘কিং’ ইনিংস, পুরানের ব্যাটে ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের
জেতার সম্ভাবনা নেই। যশস্বীকে বোলিংয়ে আনলেন হার্দিক।
যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে ছয় মারলেন ব্রেন্ডন কিং। তিনি যেন দ্রুত ম্যাচ শেষ করার মুডে। পরপর ওভার বাউন্ডারি। পরের ওভারে ব্রেন্ডন কিংকে নিজের বোলিংয়ে ক্যাচে ফেরানোর সুযোগ এসেছিল তিলকের। যদিও বল স্লিপ করে। ক্যাচ মিস।
আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় বলেই উইকেট নিলেন তিলক ভার্মা। ফেরালেন বিধ্বংসী নিকোলাস পুরানকে।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার বোলিংয়ের সুযোগ তিলক ভার্মার।
বৃষ্টি না পড়লেও বাজ পড়ার কারণে ম্যাচ স্তব্ধ। আর শুরু হবে কিনা সন্দেহ রয়েছে। না হওয়ার সম্ভাবনাই বেশি। এই মুহূর্তে খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ লুইসে জিতবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রয়োজন ছিল ৯১। ওয়েস্ট ইন্ডিজ করেছে ১১৭ রান। ডিএলএসে ২৬ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টি নেই। তবে বাজ পড়ছে। সে কারণেই বন্ধ রাখা হয়েছে ম্যাচ।
Windies’ Charge interrupted by lightning ⚡️#WIvIND #INDvWIAdFreeonFanCode pic.twitter.com/gRxHxb6AUG
— FanCode (@FanCode) August 13, 2023
অনবদ্য বোলিং কুলদীপ যাদবের। তাঁর স্পেল শেষ। ৪ ওভারে দিলেন মাত্র ১৮ রান। যদিও উইকেট নিতে পারেননি এই ম্যাচে।
ইনিংসের শুরুতে অর্শদীপ সিং ব্রেক থ্রু দিলেও পাওয়ার প্লে-তে রান আটকাতে ব্যর্থ ভারত। নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং বিধ্বংসী ব্যাটিং করছেন। ২৯ বলে ৫৩ রানের পার্টনারশিপ।
বেশ কয়েক বার খেলা থামে বৃষ্টিতে। আর এতেই বিপত্তি। ১৩০-৪ থেকে নির্ধারিত ২০ ওভারে ভারত থামল ১৬৫-৯ স্কোরে।
নিজের বোলিংয়ে ডানদিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ রস্টন চেসের। ব্যাটে লাগার পর বাউন্স ছিল কিনা, এই নিয়ে সংশয় ছিল। টিভি আম্পায়ার নিশ্চিত করেন। ১৮ বলে ২৭ রানে ফিরলেন তিলক।
ইনিংস এবং নিজের প্রথম ওভারে যশস্বী জয়সওয়ালের উইকেট নিয়েছিলেন। নতুন ওভারে এসে আর এক ওপেনার শুভমন গিলেরও উইকেট নিলেন আকিল হোসেন। ক্রিজে সূর্যকুমার যাদবের সঙ্গে যোগ দিলেন তিলক ভার্মা।
চতুর্থ ম্যাচে সতর্ক শুরু করে বড় ইনিংস খেলেছিলেন। এ দিন শুরু থেকেই মারার চেষ্টা। প্রথম ওভারেই ফিরলেন যশস্বী। নিজের বোলিংয়ে ক্যাচ আকিল হোসেনের।
আগের দিন বিধ্বংসী জুটি গড়েছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল। ওপেনিংয়ে ১৬৫ রান যোগ করে তারা। এদিন প্রথম বলেই স্লগ সুইপের চেষ্টা যশস্বীর। যদিও ব্যাটে-বলে সংযোগ হয়নি। দ্বিতীয় বলে রিভার্স স্লগ সুইপে বাউন্ডারি মেরে খাতা খুললেন।
পঞ্চম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের একাদশ – ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেস, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।
উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সিরিজ নির্ণায়ক ম্যাচে অপরিবর্তিত একাদশ। দেখে নিন ভারতের একাদশ – শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং ও মুকেশ কুমার।
আগের ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। একই পিচে খেলা। সে কারণেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। ভারতের একাদশ অপরিবর্তিত।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের সিরিজের নির্ণায়ক ম্যাচ কিছুক্ষণ পরই শুরু হবে। চতুর্থ ম্যাচটি ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। একই পিচে পঞ্চম ম্যাচটিও হবে। ব্যাটারদের জন্য সুবিধা থাকবে। তেমনই স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।