Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDW vs WIW, T20I Match Report: ব্যাটে রিচা, বল হাতে দীপ্তি; বাংলার দুই ক্রিকেটার জেতালেন ভারতকে

India Women vs WI women, T20 World Cup: বল হাতে দীপ্তি শর্মা এবং ব্যাটে রিচা ঘোষ, শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌরদের মিলিত পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের হারিয়ে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটিও জিতে নিল ভারত।

INDW vs WIW, T20I Match Report: ব্যাটে রিচা, বল হাতে দীপ্তি; বাংলার দুই ক্রিকেটার জেতালেন ভারতকে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 1:50 AM

কেপটাউন: ডব্লিউপিএল নিলামে বড় দর পেয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা দ্বিগুণ উৎসাহে মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ঠিক যেমনটা প্রত্যাশা ছিল, সেটাই দেখা গেল ম্যাচে। বল হাতে দীপ্তি শর্মা এবং ব্যাটে রিচা ঘোষ (Richa Ghosh), শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌরদের মিলিত পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের হারিয়ে টি-২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup 2023) দ্বিতীয় ম্যাচটিও জিতে নিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে দলকে জিতিয়েছিলেন বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ। দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল রিচা। বৃহস্পতিবার কেপটাউনের মাঠে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জেতালেন বঙ্গকন্যা। ৩২ বলে অপরাজিত ৪৪ রান করে ম্যাচের সর্বোচ্চ স্কোর এল তাঁরই ব্যাটে। ৪২ বলে অপরাজিত ৩৩ রান হরমনপ্রীত কৌরের। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল ভারত। সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে থাকল ভারত। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন হ্যালে ম্যাথিউজ দ্রুত আউট হলেও ধাক্কা সামলে নিয়েছিলেন স্টেফানি টেলর, সিমেন ক্যাম্পবেল জুটি। পার্টনারশিপে ওঠে ৭২ রান। ১৩.৩ ওভারে এই জুটিকে ভাঙেন দীপ্তি শর্মা। জাতীয় দলের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার পরপর আরও দুটি উইকেট নিয়ে ছত্রখান করে দেন ওয়েস্ট ইন্ডিজ টিমকে। ক্যারিবিয়ানদের হয়ে স্টেফানি টেলরের সর্বোচ্চ ৪২ রান। ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৮ রান ওঠে ক্যারিবিয়ানদের।

কেপটাউনে নিউল্যান্ডস স্টেডিয়াম এদিন বাংলার দুই ক্রিকেটারের দাপট দেখল। তিন উইকেট নেওয়ার পাশাপাশি অনবদ্য রেকর্ড বসল দীপ্তি শর্মার নামের পাশে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে ১০০টি উইকেট দীপ্তির। অনবদ্য এই ‘সেঞ্চুরি’র দিনে দল জয় পেলে মাইলস্টোন গড়ার আনন্দই আলাদা। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন তিনিই। এদিকে ব্যাট হাতে ম্যাচের সর্বোচ্চ রান এল রিচা ঘোষের ব্যাটে। ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করছেন কিপার ব্যাটার। এদিন রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ঝোড়ো সূচনা করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি স্মৃতি (১০)। জেমাইমা রডরিগজের (১) উইকেট দ্রুত হারায় ভারত। ২৮ রান করে ফেরেন শেফালি। এরপর রিচাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। নিজে ৪২ বলে ৩৩ রান করলেন অধিনায়ক। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংস রিচার।অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের দেওয়া রান টপকে যায় ভারতের মেয়েরা।