মুম্বই: তিতাস একটি নদীর নাম! শুধু তাই নয়, তিতাস বাংলার এক পেসারের নামও। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ নিজেকে মেলে ধরছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সীমিত সুযোগ পেয়েছিলেন। নার্ভাসনেস কাটিয়ে ওঠার আগেই বাদ পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুঝিয়ে দিলেন, যত ম্যাচ পাবেন, ধার বাড়বে। তিতাসের বিধ্বংসী বোলিং, নজরকাড়া ফিল্ডিং, শেষ দিকে স্পিন দাপট। অস্ট্রেলিয়াকে মাত্র ১৪১ রানেই অলআউট করে ভারত। দু-বছর আগে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস সুপার ওভারের ম্যাচ জিতেছিলেন স্মৃতিরা। সেই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটের বড় জয়ে নতুন সিরিজ শুরু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচের আগের স্পিনের বিরুদ্ধে জোরালো প্রস্তুতি সেরেছে অস্ট্রেলিয়া। তাদের জন্য সারপ্রাইজ রেখেছিলেন হরমনপ্রীত। অজি শিবির ভেবেছিল, স্পিন-নির্ভর বোলিং কম্বিনেশন বেছে নেবে ভারত। সিলেবাসের বাইরে রেনুকা সিং ঠাকুর এবং পেস বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকারের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে একাদশে তিতাস সাধু। রেনুকা-পূজা নতুন বলে জুটি বাঁধেন। প্রথম পরিবর্ত হিসেবে এসেই বিধ্বংসী তিতাস। তাঁর আত্মবিশ্বাস ভারতীয় শিবিরের বাড়তি পাওনা।
স্পেলের প্রথম ওভারেই বেথ মুনিকে ফেরান তিতাস। স্পেলের দ্বিতীয় ওভারে জোড়া শিকার। তাহিলা ম্যাকগ্রার পর নিজের বোলিংয়ে অনবদ্য ক্যাচে অ্যাশলে গার্ডনারের উইকেট নেন তিতাস সাধু। স্পেলের প্রথম ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট তিতাসের ঝুলিতে। প্রথম স্পেলে ৩ ওভারে ৮ রান দিয়ে ৩ এবং ম্যাচে সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট। দুই স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন। ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১৪১ রানে অলআউট অস্ট্রেলিয়া। ২০২০ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে অলআউট হল অস্ট্রেলিয়া।
🚨 Milestone 🚨
3⃣0⃣0⃣0⃣ T20I runs & counting! 🙌 🙌
Congratulations, Smriti Mandhana 👏 👏
Follow the Match ▶️ https://t.co/rNWyVNHrmk #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/9m2VOSZYBW
— BCCI Women (@BCCIWomen) January 5, 2024
‘তিতাস শো’-এর পর ইনিংস বিরতিতে লেজার শো। আর রান তাড়ায় শেফালি-স্মৃতির ব্যাটে রানের ফুলঝুরি। ডার্সি ব্রাউনের প্রথম ওভারেই ১৪ রান। কোনওটাই ব্যাটে নয়। লেগ বাই, ওয়াইড, নো, বাই রান। নিজের সামলানো ১২ নম্বর ডেলিভারিতে রানের খাতা খোলেন স্মৃতি মান্ধানা। উল্টোদিকে স্ট্রাইক পেয়েই বাউন্ডারিতে শুরু শেফালি ভার্মার। ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচে রান পাননি। বাকি দু-ম্যাচে বাদ পড়েছিলেন শেফালি। টি-টোয়েন্টিতে ফিরেই হাফসেঞ্চুরি। ইনিংসের তৃতীয় ওভারে সিঙ্গল নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলস্টোনে স্মৃতি মান্ধানা। ক্যাপ্টেন হরমনপ্রীতের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে মেয়েদের ক্রিকেটে এই মাইলফলকে স্মৃতি। এই ওভারের শেষ বলে ছয় মেরে স্মৃতি বুঝিয়ে দেন, শুরুটা সতর্ক করাই লক্ষ্য ছিল, তবে খেলার ধরন এমন থাকবে না!
Tahlia McGrath ✅
Ashleigh Gardner ✅@titas_sadhu is making merry & how! 🙌 🙌Watch those two wickets 🎥 🔽
Follow the Match ▶️ https://t.co/rNWyVNHrmk #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/6OPujdQWfX
— BCCI Women (@BCCIWomen) January 5, 2024
বোর্ডে লক্ষ্য ছিল ১৪২। পাঁচ ওভার পেরোতেই ৫০ পেরিয়ে যায় ভারত। স্মৃতি ও শেফালি ভার্মা জুটি জমলে কী হতে পারে, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসাররাও টের পেলেন। শেফালির স্ট্রেট একটি ছয় দেখার মতো। পাওয়ার প্লে-তে ৫৯ রান তোলে ভারতীয় দল। ফিল্ডিং নিষেধাজ্ঞা শেষ হতেই স্পিনার অ্যাশলে গার্ডনারকে আক্রমণে এনে খেলার গতি কমানোর চেষ্টা করেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। তাতেও লাভ হয়নি। স্মৃতি-শেফালির ওপেনিং জুটিতেই সেঞ্চুরি পেরিয়ে যায় ভারত।
কেরিয়ারের ২৩ নম্বর হাফসেঞ্চুরির পর বাউন্ডারি ক্যাচে ফেরেন স্মৃতি (৫৪)। শেফালির সঙ্গে ক্রিজে যোগ দেন জেমাইমা। শেফালির ৪৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। বাউন্ডারিতে উইনিং রান জেমাইমার ব্যাটে। ১৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় ভারতের। সিরিজে ১-০ এগিয়ে গেলেন হরমনপ্রীতরা।