Indian Cricket Team: বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ওয়ার্মআপ ম্য়াচ, দল গোছানোর শেষ সুযোগ গম্ভীরের
ICC Men's T20 World Cup: ভারতীয় দলের শেষবেলার প্রস্তুতির দিকেও নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। ওপেনিং কম্বিনেশন নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে। অভিষেক শর্মার সঙ্গে কে খেলবেন, সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান, তা নিয়ে রয়েছে জটিলতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে ভারত।

কলকাতা: টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্মআপ ম্যাচের সূচি অবশেষে প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতার কারণেই এই সূচি ঘোষণায় দেরি হল। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মূল টুর্নামেন্টের আগে ১৫টি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। বিশ্বকাপের মাত্র ১৫ দিন আগে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে নিয়েছে আইসিসি। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্মআপ ম্য়াচগুলি। ভারতের প্রস্তুতি ম্যাচ ক’টা, কাদের বিরুদ্ধে কোথায় খেলবে সূর্যকুমার যাদবের দল?
ভারতীয় দলের শেষবেলার প্রস্তুতির দিকেও নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। ওপেনিং কম্বিনেশন নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে। অভিষেক শর্মার সঙ্গে কে খেলবেন, সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান, তা নিয়ে রয়েছে জটিলতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। যা কার্যত বিশ্বকাপের আগে ফাইনাল রিহার্সাল বলেই ধরা হচ্ছে। ভারত প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলবে ৪ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচটি হবে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। ঠিক তার তিন দিন পরেই, ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত প্রথম গ্রুপ ম্যাচ খেলবে। তবে সব দল এই সুযোগ নিচ্ছে না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা কোনো ওয়ার্মআপ ম্যাচ খেলবে না বলে জানা গিয়েছে।
অন্যান্য দলকে প্রস্তুতির সুযোগ করে দিতে বিসিসিআই ‘ইন্ডিয়া এ’ দলকে তৈরি রাখছে। সেই দল ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ৬ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা‘এ’ দলও ওমানের বিরুদ্ধে একটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নেবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডও একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কায় সফরে তিন ম্যাচের টি–টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলবে। যা শুরু হচ্ছে ২৯ জানুয়ারি থেকে। সব মিলিয়ে, টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর আগে এই ওয়ার্ম-আপ ম্য়াচগুলি দলগুলোকে নতুন মাত্রা দেবে বলেই মনে করা হচ্ছে।
