কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত ৮টা থেকে বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনাল। ভারতীয় ক্রিকেট প্রেমীরা প্রবল ভাবে চাইছেন বিশ্বকাপ ট্রফি উঠুক বিরাট-রোহিতদের হাতে। এ বারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের দুই অপরাজিত দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা। চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপে ফিরবে প্রথম চ্যাম্পিয়নরা নাকি ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা? তা জানার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আপাতত ভারতের বিভিন্ন স্থানে টিম ইন্ডিয়ার অনুরাগীরা ঢাক, ঢোল, খোল-কর্তাল বাজিয়ে পুজো দিচ্ছেন। হোম যজ্ঞ করছেন। যাতে ভারতীয় শিবিরেই আসে বিশ্বকাপ ট্রফি।
শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ভারতীয় অনুরাগীদের পুজো-প্রাথর্নার ছবি-ভিডিয়ো। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রোহিত, বিরাটদের পোস্টার নিয়ে আরতি করতে দেখা যায় একাধিক ভক্তদের।
#WATCH | Prayagraj, Uttar Pradesh: Cricket fans offer prayers for the victory of team India ahead of India vs South Africa ICC T20 World Cup final match today in Barbados. pic.twitter.com/uToUBo8muk
— ANI (@ANI) June 29, 2024
#WATCH | Kanpur, Uttar Pradesh: Cricket fans offer prayers for the victory of team India ahead of India vs South Africa ICC T20 World Cup final match today in Barbados. pic.twitter.com/Y96j5gbpLv
— ANI (@ANI) June 29, 2024
এক ভারতীয় ভক্ত রোহিত শর্মার ছবি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
A Rohit Sharma and Team India fan prayed for the T20 World Cup victory ❤️ pic.twitter.com/haSQ7kbRMb
— R A T N I S H (@LoyalSachinFan) June 29, 2024
খোল, কর্তাল, ঢাক, ঢোল বাজিয়ে রীতিমতো আচার মেনে ভারতীয় টিমের জন্য পুজোতে মেতে উঠেছেন রোহিত-বিরাটদের ভক্তরা। এমন ছবি অবশ্য নতুন নয়। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে রোহিত-বিরাটরা উঠলে তা করা হয়েছে। এই পরিস্থিতিতে বলতে হয়, মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের সেই বিশেষ মুহূর্তই এখন চলছে দেশজুড়ে। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত রান তাড়া করার সময় সচিন-বিরাট-সেওয়াগ-গম্ভীরের উইকেট পড়ে যাওয়ার পর ধোনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধোনির বায়োপিকে দেখানো হয়েছিল ওই সময় তাঁর কোচের বাড়িতে পুজো হচ্ছিল। ঠিক এ বারও সেই রকম ভাবেই ভারতীয় ভক্তরা দেশের বিভিন্ন জায়গায় ভারতের জয় চেয়ে পুজো দিচ্ছেন।