AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: ভারতীয় ব্যাটারদের ডিফেন্সে গলদ কোথায়? কোচ গৌতম গম্ভীরের যুক্তি…

Team India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু ও পুনে দুই টেস্টেই ভারতীয় ক্রিকেটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা দেখা গিয়েছে। ভারতের হেড কোচ জানিয়েছেন, দলের ক্রিকেটাররা ডিফেন্স মজবুত করার চেষ্টা করছেন।

Gautam Gambhir: ভারতীয় ব্যাটারদের ডিফেন্সে গলদ কোথায়? কোচ গৌতম গম্ভীরের যুক্তি...
ভারতীয় ব্যাটারদের ডিফেন্সে গলদ কোথায়? কোচ গৌতম গম্ভীরের যুক্তি...Image Credit: PTI
| Updated on: Oct 31, 2024 | 2:55 PM
Share

কলকাতা: ভারতের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। এ কথা দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার বলে থাকেন। তারপরও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে চলতি টেস্ট সিরিজে বিরাট-রোহিতদের ডিফেন্সে গলদ দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে মুম্বই টেস্টের আগে সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটারদের দুর্বল রক্ষণের কারণ নিয়ে নিজের যুক্তি দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর জন্য তিনি টি-২০ ক্রিকেটের বাড়বাড়ন্তকে দায়ী করেছেন।

বেঙ্গালুরু ও পুনে দুই টেস্টেই ভারতীয় ক্রিকেটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা দেখা গিয়েছে। ভারতের হেড কোচ জানিয়েছেন, দলের ক্রিকেটাররা ডিফেন্স মজবুত করার চেষ্টা করছেন। মুম্বই টেস্টের আগে ভারতীয় ব্যাটারদের রক্ষণের গলদ নিয়ে জানাতে গিয়ে গৌতম বলেন, ‘সারা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেট যত বাড়বে, ততই ব্যাটারদের রক্ষণে সমস্যা হবে। তবে সবচেয়ে সফল ক্রিকেটারেরা যে কোনও ফর্ম্যাটেই খেলুক, তাঁদের রক্ষণ কিন্তু বরাবর শক্তিশালী হয়। আমরা সব সময় দলের সকলকে রক্ষণের কথা বলি। টিমের প্লেয়াররা এটা নিয়ে পরিশ্রমও করছে। আশা করি আমরা ভবিষ্যতে এর ভালো ফলাফল দেখতে পাব।’

গম্ভীরের মতে একজন ক্রিকেট টি-২০ ও টেস্ট দুই ফর্ম্যাটেই যদি সফল ভাবে খেলতে পারেন, তা হলেই তাঁকে কমপ্লিট ক্রিকেটার বলা যায়। এই প্রসঙ্গে গৌতম বলেন, ‘একজন ক্রিকেটার তখনই সম্পূর্ণ হয়, যখন সে টি-২০ ফর্ম্যাট ও টেস্ট ক্রিকেটে সফল ভাবে খেলতে পারে। যে কোনও পরিস্থিতিতে নিজের খেলার সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন। তবে এটাও বলছি যত বেশি টি-২০ ক্রিকেট খেলা হবে, ক্রিকেটাররা তত কম রক্ষণে মন দেবে।’