কোহলির অনুপস্থিতি শাপে বর হতে পারে রোহিতদের জন্য: গাভাসকর

sushovan mukherjee |

Nov 21, 2020 | 10:40 AM

TV9 বাংলা ডিজিটাল: অ্যাডিলেড টেস্ট খেলেই দেশে ফিরছেন বিরাট কোহলি(KOHLI)। ডনের দেশে বিরাট যুদ্ধে কোহলিকে পাবে না টিম ইন্ডিয়া। কোহলির না থাকা নিয়ে চাঞ্চল্যকর দাবি করছেন সুনীল গাভাসকর(SUNIL GAVASKAR)। কিংবদন্তি ভারতীয় ওপেনারের মতে,কোহলির অনুপস্থিতি শাপে বর হতে পারে রোহিত-রাহানেদের জন্য। গাভাসকরের দাবি,’যখনই কোহলি খেলেন না,তখনই ভাল খেলে টিম ইন্ডিয়া। ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতেছে,আফগানিস্তানের বিরুদ্ধে […]

কোহলির অনুপস্থিতি শাপে বর হতে পারে রোহিতদের জন্য: গাভাসকর
অ্যাডিলে়ড টেস্টের পরই দেশে ফিরছেন কোহলি

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: অ্যাডিলেড টেস্ট খেলেই দেশে ফিরছেন বিরাট কোহলি(KOHLI)। ডনের দেশে বিরাট যুদ্ধে কোহলিকে পাবে না টিম ইন্ডিয়া। কোহলির না থাকা নিয়ে চাঞ্চল্যকর দাবি করছেন সুনীল গাভাসকর(SUNIL GAVASKAR)। কিংবদন্তি ভারতীয় ওপেনারের মতে,কোহলির অনুপস্থিতি শাপে বর হতে পারে রোহিত-রাহানেদের জন্য। গাভাসকরের দাবি,’যখনই কোহলি খেলেন না,তখনই ভাল খেলে টিম ইন্ডিয়া। ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতেছে,আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতেছে। কোহলিকে ছাড়া নিদহাস ট্রফি,এশিয়া কাপও জিতেছে টিম ইন্ডিয়া। আসলে বিরাট না থাকলে,বেশি ভাল খেলেন অন্যান্য ক্রিকেটার-রা। তারা কোহলির অভাব পূরণের চেষ্টা করেন।

আরও পড়ুন:মিশন অস্ট্রেলিয়া, চোট কাটিয়ে অনুশীলনে ইশান্ত-ঋদ্ধি

 

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই বাবা হতে চলেছেন বিরাট। বিশেষ মুহুর্তে স্ত্রী অনুষ্কার পাশে থাকার জন্য পিতৃত্বকালীন ছুটি দিয়েছেন ভারত অধিনায়ক। তাই অজিদের বিরুদ্ধে তিনটে টেস্টে খেলবেন না তিনি। গাভাসকর মনে করছেন কোহলির অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানেই অধিনায়ক হতে চলেছেন। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে,’রাহানে এবং পুজারার জন্য এটা কঠিন সিরিজ হতে চলেছে। ওদের অনেক ভাল খেলতে হবে।’

Next Article