AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, কবে ফিরবেন ভারতে?

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে (ODI) সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন প্লীহায়। যার ফলে অস্ত্রোপচার করাতে হয়েছিল। আপাতত বিপন্মুক্ত টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স। ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকেও।

Shreyas Iyer Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, কবে ফিরবেন ভারতে?
হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, কবে ফিরবেন ভারতে?Image Credit: PTI
| Updated on: Nov 01, 2025 | 1:52 PM
Share

কলকাতা: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে (ODI) সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন প্লীহায়। যার ফলে অস্ত্রোপচার করাতে হয়েছিল। আপাতত বিপন্মুক্ত শ্রেয়স। ৩০ বছর বয়সী তারকা ক্রিকেটার হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। তবে তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। এক বিবৃতি দিয়ে তেমনটাই জানিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ফিল্ডিং করার সময় পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন। এর ফলে তাঁর ইন্টারনাল ব্লিডিং হয়েছিল। তড়িঘড়ি তাঁকে সিডনির হাসপাতালে ভর্তি করা হয়। এবং অস্ত্রোপচারও করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থও হচ্ছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম এবং সিডনি ও ভারতের বিশেষজ্ঞরা তাঁর স্বাস্থ্যের উন্নতি দেখে খুশি। তাঁকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শ্রেয়স সেরা ট্রিটমেন্ট পেয়েছেন বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে সিডনির ডক্টর কোরোস হাঘিগি ও তাঁর টিম এবং ভারতের ডক্টর দীনশ পার্দিওয়ালাকে ধন্যবাদ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে শ্রেয়স কয়েকদিন সিডনিতেই থাকবেন। তারপর ফিট হলে ভারতে ফিরে আসবেন। জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সইকিয়া।

নিম্নে এক ঝলকে দেখে নিন শ্রেয়স আইয়ারের হেলথ আপডেট নিয়ে বিসিসিআই যে বিবৃতি শেয়ার করেছে, সেটি—

শ্রেয়স এই চোট পাওয়ার পর ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল, হয়তো একমাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। আপাতত তিনি সুস্থ হচ্ছেন। ফলে তাঁকে নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন তাঁর অনুরাগী থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট টিমও। তবে সুস্থ হলেই তিনি যে মাঠে নেমে পড়বেন, তেমনটাও নয়। চিকিৎসকদের পক্ষ থেকে, এনসিএ থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া যাবে, তারপরই তাঁকে ফের ২২ গজে দেখা যাবে।