সিডনি: সিডনি টেস্টে ব্যকফুটে ভারত। তৃতীয় দিন চা বিরতির আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৪৪ রানে। ফলে প্রথম ইনিংসে ৯৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। পূজারা ছাড়া ব্যর্থ ভারতের মিডল অর্ডার। ২৮ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।
#TeamIndia‘s innings ends at 244, which is 94 short of Australia’s first innings total of 338.
Action will soon resume after the Tea break. #AUSvIND
Details – https://t.co/lHRi0Qef30 pic.twitter.com/21p2B9SLTV
— BCCI (@BCCI) January 9, 2021
তৃতীয় দিন বড় রানের জন্য রাহানে-পূজারা জুটির দিকে তাকিয়ে ছিল ভারত। কিন্তু দিনের শুরুতেই অধিনায়ক রাহানেকে ফেরান কামিন্স। ২২ রানে প্যাভিলিয়ানে ফেরেন আগের টেস্টে শতরান করা রাহানে। বেশিক্ষণ ক্রিজে টেকেননি হনুমা বিহারি। ভারতীয় ইনিংসকে টানেন পন্থ আর পূজারা। পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ করেন দুজনে। ৩৬ রানে আউট হন পন্থ। ভালো শুরু করেও ফের একবার বড় রান পেতে ব্যর্থ ভারতীয় উইকেটকিপার। পরের ওভারেই পূজারাকে ফেরান কামিন্স। ৫০ রান করেন পূজারা।
আরও পড়ুন:নেইমার ভক্ত ব্রাইটের ভাবনাতেও ঢুকে পড়েছে মোহনবাগান
জাদেজার অপরাজিত ২৮ রানের ইনিংস কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় ভারতকে। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন কামিন্স। অন্যদিকে প্রথম ইনিংসে ৩ জন ভারতীয় ব্যাটসম্যান রান আউট হন।