Sourav Ganguly: ‘তরুণ টিম মানেই…’, ইংল্যান্ড সফর নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সতর্কবার্তা
India Tour of England: দলে একঝাঁক তরুণ মুখ। অনেকেই অবশ্য প্রমাদ গুণছেন, বিরাট-রোহিতের মতো দুই সুপারস্টারকে ছাড়া ইংল্যান্ডে খেলতে হবে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য সতর্কবার্তা দিয়ে রাখলেন।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে নিয়েছেন না বাধ্য হয়েছেন, এ নিয়ে অনেক বিতর্কই রয়েছে। বিষয়টা যাই হোক, বর্ডার-গাভাসকর ট্রফির পর তিন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিছুদিন আগে রোহিত এবং বিরাট কোহলিও টেস্ট ফরম্যাটকে বিদায় জানান। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। তাঁর ডেপুটি করা হয়েছে ঋষভ পন্থকে। দলে একঝাঁক তরুণ মুখ। অনেকেই অবশ্য প্রমাদ গুণছেন, বিরাট-রোহিতের মতো দুই সুপারস্টারকে ছাড়া ইংল্যান্ডে খেলতে হবে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য সতর্কবার্তা দিয়ে রাখলেন। কী বলছেন মহারাজ?
যদি ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা ধরা হয়, নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিলেরও সীমিত। যশস্বী এ দলের হয়ে খেলছেন। লোকেশ রাহুল, ঋষভ পন্থ, জাডেজা, বুমরা, সিরাজ ছাড়া বাকিদের অভিজ্ঞতাও কম। ফলে এই সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা একটু হলেও চাপে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য তা মনে করেন না। তরুণ দল মানেই যে দুর্বল দল, এটা ভাবলে ভুগতে হবে, এমন সতর্কবার্তাই দিচ্ছেন।
কলকাতায় এক অনুষ্ঠানে নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল এবং তরুণ টিমকে নিয়ে সৌরভ বলেন, ‘শুভমন ক্যাপ্টেন, তরুণ টিম। এটা ভালো দিক। তরুণরা বেশি ক্ষুধার্ত হয়। ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরের কথাই ভাবুন, ভারত যে সিরিজ জিতল, ব্রিসবেনে শেষ টেস্ট ছিল। তার আগে মেলবোর্নে জিতেছিল। সেটাও কিন্তু তরুণ দল ছিল। সুতরাং, এ বারও তরুণ দল মানেই দুর্বল দল, এমনটা ভাবলে ভুগতে হবে। এই টিমের সাফল্যের খিদে বেশি হবে। আমি নিজেও এই পাঁচ টেস্টের সিরিজের জন্য মুখিয়ে রয়েছি। পাঁচটা ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারলে ভালো লাগত, তবে এখানে প্রচুর কাজ রয়েছে, তাই যেতে পারছি না।’
সৌরভ যে সিরিজের কথা বলছেন, তা একেবারেই ভুলে যাওয়ার মতো নয়। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জা। সে সময় টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি প্রথম ম্যাচ খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন। দ্বিতীয় ম্যাচ থেকে নেতৃত্ব সামলান ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। মেলবোর্নে অজিঙ্ক রাহানের সেঞ্চুরিতে সমতা ফিরিয়েছিল ভারত। সিরিজ যত এগিয়েছে, একাধিক চোট-আঘাতে সমস্যায় পড়েছিল ভারতীয় দল। একঝাঁক তরুণ ক্রিকেটার সেই সিরিজেই উঠে আসে। শুভমন গিলেরও সেখানেই অভিষেক। ব্রিসবেনে অবিশ্বাস্য রান তাড়ায় শুভমন, পূজারা, ওয়াশিংটনের দুর্দান্ত ইনিংস এবং শেষে ঋষভ পন্থের সেই মহাকাব্যিক পারফরম্যান্স ভোলার নয়। ইংল্যান্ড সফরেও এমন কিছুই প্রত্য়াশা করছেন সৌরভ।
