Rinku Singh: ৬ বেডরুম, প্রাইভেট লিফ্ট, প্রাইভেট পুল… রিঙ্কু সিং ঘুরে দেখালেন সাড়ে ৩ কোটির বাংলোর অন্দরমহল

Watch Video: নাইট তারকা রিঙ্কু সিংয়ের নতুন বিলাসবহুল বাংলোর অন্দরমহলের পুরো ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। তাঁর সাড়ে তিন কোটির বাংলোয় রয়েছে ৬টি বেডরুম, প্রাইভেট লিফ্ট, প্রাইভেট পুল এবং আরও কত কী।

Rinku Singh: ৬ বেডরুম, প্রাইভেট লিফ্ট, প্রাইভেট পুল... রিঙ্কু সিং ঘুরে দেখালেন সাড়ে ৩ কোটির বাংলোর অন্দরমহল
Rinku Singh: ৬ বেডরুম, প্রাইভেট লিফ্ট, প্রাইভেট পুল... রিঙ্কু সিং ঘুরে দেখালেন সাড়ে ৩ কোটির বাংলোর অন্দরমহল
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 6:29 PM

কলকাতা: প্রতিষ্ঠিত হলে একটা নিজের বাড়ি বানাবেন। এটাই ছিল রিঙ্কু সিংয়ের (Rinku Singh) বহুদিনের স্বপ্ন। সম্প্রতি কেকেআর তাঁকে ১৩ কোটি টাকায় রিটেন করেছে। তারপরই প্রকাশ্যে এসেছিল আলিগড়ে ওজোন সিটিতে তাঁর নতুন বাংলোর ঠিকানা। এ বার নেটদুনিয়ায় ঘোরা ফেরা করছে রিঙ্কুর বাড়ির অন্দরমহলের কিছু ছবি। একটু খোঁজ নিতেই ইউটিউবে মিলল ওজোন সিটির চ্যানেলে নাইট তারকা রিঙ্কু সিংয়ের নতুন বিলাসবহুল বাংলোর অন্দরমহলের পুরো ভিডিয়ো। সাড়ে তিন কোটির বাংলোয় রয়েছে ৬টি বেডরুম, প্রাইভেট লিফ্ট, প্রাইভেট পুল এবং আরও কত কী।

ওজোন সিটির শেয়ার করা ইউটিউব ভিডিয়োতে ৬ বেডরুমের ভিলা দেখাতে গিয়ে ভারতীয় তারকা ক্রিকেটার রিঙ্কু সিং বলেন, ‘আমি রিঙ্কু সিং। গোল্ডেন এস্টেটে আমার নতুন ঘরে আপনাকে স্বাগত জানাই।’ বাড়ির ভেতরে ঢুকতেই এক জায়গায় দেখা যায় লক্ষ্মী-গণেশের শ্বেত পাথরের মূর্তি। এরপর ওই ভিডিয়োতে দেখা যায় এক এক করে প্রতিটি রুম, রান্নাঘর সব ঘুরে দেখাচ্ছেন নাইট তারকা।

রিঙ্কু কেকেআরের জার্সিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক আইপিএল ম্যাচে ৫ বলে ৫ ছক্কা মেরেছিলেন। সেই ব্যাটটা তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তা তিনি ফ্রেম করে রেখেছেন নতুন বাড়িতে। সেটি দেখিয়ে তিনি বলেন, ‘এই ব্যাটটা তো সবাই চেনেন। এটা দিয়ে আমি ৫ ছক্কা মেরেছিলাম। এর জন্য আমার জীবন অনেকটা বদলে গিয়েছে।’

মডিউলার কিচেন, প্রাইভেট লিফ্ট, প্রাইভেট পুল কী নেই রিঙ্কুর আলিশান বাড়িতে। ছাদ বাগান থেকে রুফটপ বারও বেশ নজরকাড়া। রিঙ্কুর আলিশান বাড়ির এক দেওয়ালে দেখা যায় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, নীতীশ রানা, শাহরুখ খানের সঙ্গে রিঙ্কু সিংয়ের একাধিক ছবি বাঁধানো রয়েছে। সেখানে রয়েছে টি-২০ বিশ্বকাপ হাতে রিঙ্কুর পোজ দেওয়া একটি ছবিও। বাড়ির বিভিন্ন জায়গার দেওয়ালে সুন্দর করে রিঙ্কু সিংয়ের একাধিক ছবি টাঙানো রয়েছে। এক জায়গায় দেখা গিয়েছে ভারতীয় টিমের ক্রিকেটাররা এশিয়ান গেমসে সোনা জেতার পর দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন, সেই সময়কার ছবি।

অতীতে একাধিক বার রিঙ্কুর মুখে শোনা গিয়েছে, তাঁর একটা নিজস্ব বাড়ির স্বপ্ন ছিল। নিজের নতুন বাড়ি ঘুরে দেখানোর পর রিঙ্কু বলেন, ‘আমার একটা স্বপ্ন ছিল নিজের একটা বাড়ি নেব। যখন এই বাড়িটা দেখতে এসেছিলাম, পছন্দ হয়েছিল। খুব সুন্দর বানানো হয়েছে। আমি একদিনেই ঠিক করে নিয়েছিলাম এই বাড়িটাই নেব। সবই ঈশ্বরের আশীর্বাদ ও গডস প্ল্যান।’