IPL 2022 PBKS vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ
সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই কিংসের লড়াইয়ে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
মুম্বই: আগামীকাল, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৩৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৭টি করে ম্যাচে খেলেছে পঞ্জাব ও চেন্নাই। যার মধ্যে ৩ ম্যাচে জয় ও ৪ ম্যাচে হারের মুখ দেখেছে প্রীতির দল। অন্যদিকে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই জিতেছে মাত্র ২টি ম্যাচে এবং হেরেছে ৫টি ম্যাচে। পয়েন্ট টেবলে পঞ্জাব ও চেন্নাই রয়েছে আট এবং নয় নম্বরে। পরপর দুটো ম্যাচে হেরেছেন মায়াঙ্করা। ফলে আগামীকাল হারলেই হারের হ্যাটট্রিক হয়ে যাবে শিখর ধাওয়ানদের। অন্যদিকে চেন্নাইয়ের শেষ ম্যাচে (মুম্বইয়ের বিরুদ্ধে) জ্বলে উঠেছিলেন ফিনিশার মাহি। তবে এ বারের আইপিএলে চেন্নাই ধারাবাহিক নয়। এবং এ বারের আইপিএলের প্রথম সাক্ষাতে (৩ এপ্রিল) চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৪ রানে জিতেছিল পঞ্জাব। তাই সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই কিংসের লড়াইয়ে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে পঞ্জাব-চেন্নাই। পরিসংখ্যানগত দিক দিয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। কারণ অতীতে পঞ্জাবের বিরুদ্ধে ১৬ বার জিতেছে চেন্নাই। আর পঞ্জাবের জয় ১১টি ম্যাচে। তবে এ বারের পরিস্থিতি আলাদা। ফলে বিশেষ নজর রাখতে হবে আগামীকালের ম্যাচে।
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি (২৫ এপ্রিল) আগামীকাল, সোমবার হবে।
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
আরও পড়ুন: IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে প্লে অফের ২ ম্যাচে থাকবে হাউসফুল গ্যালারি