IPL 2023 Mini Auction Live Streaming: জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন আইপিএল-২০২৩ এর মিনি নিলাম
IPL Auction 2023 Live Updates: আগামী বছরের আইপিএল নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। কোচিতে আজ রয়েছে মিনি নিলাম। দেখুন আইপিএল-২০২৩ এর নিলামের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
নয়াদিল্লি: আইপিএল-২০২৩ (IPL 2023) শুরু হতে হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে এ বছরের শেষেই ঠিক হয়ে যাবে কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন। কোচিতে ২৩ ডিসেম্বরে বসতে চলেছে আইপিলের মিনি নিলাম (IPL 2023 Auction)। ২০২২ সাল থেকে আট দলের বদলে ১০ দলের আইপিএল শুরু হয়েছে। এ বারের মিনি নিলাম হবে একদিনের। নিলামে থাকছে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। যে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে নিলামে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে থাকছেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলে ফেলেছেন। ২৮২ জন ক্রিকেটার আপক্যাপড। জানা গিয়েছে, এই ৪০৫টি নামের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ জন ক্রিকেটার কেনা যাবে। তার মধ্যে সব চেয়ে বেশি ৩০ জন বিদেশি ক্রিকেটারের নাম থাকতে পারে। ক্রিকেট প্রেমীদের নজর থাকবে কোন ফ্র্যাঞ্চাইজি কোন তারকাকে দলে নিল। কোথায়, কখন, কীভাবে দেখবেন আইপিএল-২০২৩ এর মিনি নিলাম, রইল তথ্য TV9Bangla-র এই প্রতিবেদনে।
আইপিএল-২০২৩ এর মিনি নিলাম কবে হবে?
আগামীকাল, শুক্রবার ২৩ ডিসেম্বর আইপিএল-২০২৩ এর মিনি নিলামটি আয়োজিত হবে।
কোথায় হবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম?
আইপিএল-২০২৩ এর মিনি নিলাম হবে কোচিতে।
কখন থেকে শুরু আইপিএল-২০২৩ এর মিনি নিলাম?
ভারতীয় সময় অনুযায়ী, আগামীকাল শুক্রবার দুপুর ২টো ৩০ মিনিটে শুরু হবে নিলাম।
টিভিতে কোথায় দেখা যাবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল নিলাম দেখা যাবে।
অনলাইনে কোথায় দেখা যাবে আইপিএল-২০২৩ এর মিনি নিলামের লাইভ স্ট্রিমিং?
অনলাইনে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম জিও সিনেমায় দেখা যাবে। এ ছাড়াও আইপিএল-২০২৩ এর মিনি নিলামের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।
এক ঝলকে দেখে নিন আইপিএল মিনি নিলামের জন্য কোন দলের কাছে রয়েছে কত টাকা?
- মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ২০.৫৫ কোটি টাকা
- দিল্লি ক্যাপিটলসের হাতে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা
- চেন্নাই সুপার কিংসের ২০.৪৫ কোটি টাকা ব্যবহার করে ক্রিকেটারদের দলে নিতে পারবে
- আইপিএল-২০২২ এর চ্যাম্পিয়ন গুজারাট টাইটান্সের ঝুলিতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা
- কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে ৭.০৫ কোটি টাকা
- লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে ২৩.৩৫ কোটি টাকা
- পঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮.৭৫ কোটি টাকা
- রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৩.২ কোটি টাকা
- সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৪২.২৫ কোটি টাকা