AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs MI Highlights, IPL 2023 : থ্রিলার! শেষ বলে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

| Edited By: | Updated on: Apr 11, 2023 | 11:40 PM
Share

Delhi Capitals vs Mumbai Indians Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

DC vs MI Highlights, IPL 2023 : থ্রিলার! শেষ বলে জয় মুম্বই ইন্ডিয়ান্সের
Image Credit: TV9 Bangla Graphics

নয়াদিল্লি : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমে উঠেছে। সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচের রেশ এখনও সতেজ। তেমনই সোমবার রাতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচেরও রুদ্ধশ্বাস সমাপ্তি। শেষ বলে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এ বারের আইপিএলে অন্যতম রুদ্ধশ্বাস জয় দেখা গিয়েছে। টানা তিন দিন থ্রিলার দেখলেন ক্রিকেট প্রেমীরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। টুর্নামেন্টের ১৬ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। দু-দলই মরসুমের প্রথম জয়ের খোঁজে ছিল। অবশেষে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টানা চার ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। আইপিএলে ২৫ ইনিংস পর অর্ধশতরান রোহিত শর্মার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Apr 2023 11:33 PM (IST)

    এক নজরে

    • তিন দিন, তিনটি থ্রিলার।
    • রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় ম্যাচ জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং।
    • সোমবার আরসিবির বিরুদ্ধে শেষ বলে বাই রানে জয় লখনউ সুপার জায়ান্টসের।
    • এ দিনও শেষ বলে ফয়সালা।
    • মরসুমের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।
    • দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারাল তারা।
    • শেষ বল অবধি ম্যাচে দু-দলেরই সম্ভাবনা ছিল।
  • 11 Apr 2023 10:51 PM (IST)

    স্কাই গোল্ডেন ডাক

    সূর্যকুমার যাদবের হতাশা মিটল না। ফের এক বার গোল্ডেন ডাক।

  • 11 Apr 2023 10:49 PM (IST)

    দুর্দান্ত ইনিংসে ফিরলেন তিলক

    বিধ্বংসী ব্যাটিং করছিলেন। অবশেষে ফিরলেন তিলক ভার্মা। মাত্র ২৯ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস তিলকের।

  • 11 Apr 2023 10:25 PM (IST)

    দীর্ঘ সময় পর

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫ ইনিংস পর অবশেষে অর্ধশতরান রোহিত শর্মার।

  • 11 Apr 2023 09:21 PM (IST)

    এক নজরে

    • টস হেরে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস।
    • ডেভিড ওয়ার্নার এক দিক আগলে রাখেন।
    • উল্টোদিকে ব্যাটিং বিপর্যয়।
    • অক্ষর প্যাটেলের বিধ্বংসী ইনিংস।
    • অক্ষর, ওয়ার্নারের অর্ধশতরানে পরিস্থিতি সামাল দিল দিল্লি।
    • ১৯তম ওভারে ফের ৪ উইকেট হারায় দিল্লি।
    • শেষ অবধি ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট।
  • 11 Apr 2023 09:00 PM (IST)

    অক্ষরের অর্ধশতরান

    মাত্র ২২ বলে অর্ধশতরানে অক্ষর প্য়াটেল। তাঁর ইনিংসে গতি বেড়েছে দিল্লির।

  • 11 Apr 2023 08:54 PM (IST)

    ফের ক্যাচ, সূর্যর চোট

    ফিল্ডিংয়ে বোলারদের হতাশ করছে মুম্বই ইন্ডিয়ান্স। ফের একটা ক্যাচ ফসকাল। অক্ষর প্যাটেলের ক্যাচ পড়ল সূর্যকুমার যাদবের হাত থেকে। বল তাঁর মাথায় লেগে বাউন্ডারির ওপারে। সূর্যর মাথায় চোট।

  • 11 Apr 2023 08:12 PM (IST)

    ক্রিজে অভিষেককারী যশ

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক যশ ধূলের। মণীশ পান্ডে ফেরায় ক্রিজে দিল্লির তরুণ ব্যাটার। যদিও অভিষেকে জ্বলে উঠতে ব্যর্থ। মাত্র ২ রানেই ফিরলেন যশ।

  • 11 Apr 2023 07:47 PM (IST)

    পৃথ্বী ফের হতাশ করলেন

    ভালো শুরু করেছিলেন দিল্লি ক্যাপিটালস ওপেনার পৃথ্বী শ। হৃতিক শোকিনকে আক্রমণে আনেন রোহিত। পৃথ্বীকে আউটও করলেন হৃতিক।

  • 11 Apr 2023 07:08 PM (IST)

    একাদশ আপডেট

    দিল্লি ক্য়াপিটালস : ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মণীশ পান্ডে, যশ ধূল, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অনরিখ নর্ৎজে, মুস্তাফিজুর রহমান

    সাবস্টিটিউট-মুকেশ কুমার, অমন খান, সরফরাজ খান, প্রবীণ দুবে, ইশান্ত শর্মা

    মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াদেরা, হৃতিক শোকিন, আর্শাদ খান, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, রাইলি মেরেডিথ

    সাবস্টিটিউট- ত্রিস্তান স্টাবস, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, অর্জুন তেন্ডুলকর, রমনদীপ সিং।

  • 11 Apr 2023 06:58 PM (IST)

    কে পাবে প্রথম জয়!

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের মরসুমে প্রথম জয়ের খোঁজে নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই লিঙ্কে…।

Published On - Apr 11,2023 6:30 PM