GT vs MI Highlights, IPL 2023 : মোহিতের পাঁচ উইকেটে টানা দ্বিতীয় ফাইনালে টাইটান্স

| Updated on: May 27, 2023 | 12:26 AM

Gujarat Titans vs Mumbai Indians Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

GT vs MI Highlights, IPL 2023 : মোহিতের পাঁচ উইকেটে টানা দ্বিতীয় ফাইনালে টাইটান্স
Image Credit source: TV9 Bangla Graphics

আমেদাবাদ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণের প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করেছিল চেন্নাই সুপার কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা ঠিক হল। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গুজরাট টাইটান্স। টানা দ্বিতীয় বার ফাইনালে উঠল টাইটান্স। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানের বিশাল ব্যবধানে হারাল গুজরাট টাইটান্স। যদিও শুরু দেখে এমন মনে হয়নি। টস হেরে চাপে ছিল টাইটান্স। বৃষ্টির কারণে আধঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। শুরুতে শট খেলা কঠিন ছিল। যদিও অর্ধশতরানের পরই গিয়ার বিদলান শুভমন। এই তরুণ ওপেনারের ৬০ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংসে মুম্বইকে ২৩৪ রানের বড় লক্ষ্য দেয় টাইটান্স। শুরুতে ধাক্কা খেলেও সূর্যকুমার যাদব ম্যাচে রেখেছিল মুম্বইকে। ১৫ তম ওভারে মোহিত শর্মা আক্রমণে এসে সূর্যকে ফেরাতেই মুম্বইয়ের যাবতীয় আশা শেষ। ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট মুম্বই। মাত্র ১০ রানে ৫ উইকেট মোহিতের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 May 2023 12:19 AM (IST)

    ম্যাচ রিপোর্ট

    কী হল ম্যাচে! আপডেটের সঙ্গে পডুন বিস্তারিত রিপোর্টও। রইল লিঙ্ক : মোহিতে মুম্বইকে ‘গিল’-এ নিল টাইটান্স, টানা দ্বিতীয় ফাইনাল

  • 27 May 2023 12:03 AM (IST)

    ‘মোহিত’

    ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে আনা হয় মুম্বইকে। শেষ অবধি মাত্র ২.২ ওভারে ১০ রান দিয়ে পাঁচ উইকেট নেন মোহিত শর্মা। ১৭১ রানে অলআউট মুম্বই ইন্ডিয়ান্স।

  • 26 May 2023 11:40 PM (IST)

    মোহিতের ডাবল ধামাল

    ইনিংসের ১৫তম ওভারে অবশেষে বোলিংয়ে আনা হয় মোহিত শর্মাকে। ব়্যাম্প শট খেলার চেষ্টায় বোল্ড হন সূর্যকুমার যাদব। একই ওভারে ফেরান বিষ্ণু বিনোদকেও। এই ওভারই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে।

  • 26 May 2023 11:31 PM (IST)

    মুম্বইয়ের আশা স্কাই

    চাপের মুখে মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যকুমার যাদব। তিনি ক্রিজে থাকলে মুম্বই এই লক্ষ্য পেরোতেও পারে।

  • 26 May 2023 10:49 PM (IST)

    তিলককে ফেরালেন রশিদ

    মাত্র ২০ বলে ৫০ রানের জুটি গড়েছিলেন স্কাই ও তিলক। পাওয়ার প্লে-র শেষ বলে তিলককে ফেরালেন রশিদ খান। ১৪ বলে ৪৩ রানে ফিরলেন তিলক।

  • 26 May 2023 10:43 PM (IST)

    সামিকে বেলাইন করছেন তিলক

    ইনিংসের পঞ্চম এবং সামির তৃতীয় ওভার। টানা চারটি বাউন্ডারি মারেন তিলক ভার্মা। পঞ্চম বলে ২ রান। লাস্ট বলে ৬। পাওয়ার প্লে স্পেশালিস্টের বোলিংয়ে এমন ব্যাটিং! অনবদ্য তিলক।

  • 26 May 2023 10:33 PM (IST)

    সামির দামি স্পেল…

    পাওয়ার প্লে-তে জোড়া ধাক্কা মহম্মদ সামির। ফেরালেন মুম্বই অধিনায়ক রোহিতকেও।

  • 26 May 2023 10:27 PM (IST)

    চোটে মাঠ ছাড়লেন গ্রিন

    হার্দিকের বোলিংয়ে হাতে চোট পেয়েছেন ক্যামেরন গ্রিন। প্রাথমিক চিকিৎসাতেও ব্যাটিং চালিয়ে যেতে পারলেন না। রিটায়ার্ড হার্ট গ্রিন। ক্রিজে স্কাই।

  • 26 May 2023 10:15 PM (IST)

    সামির ব্রেক থ্রু

    পাওয়ার প্লে স্পেশালিস্ট ফের ব্রেক থ্রু দিলেন। মহম্মদ সামির বোলিংয়ে কট বিহাইন্ড মুম্বইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার।

  • 26 May 2023 10:14 PM (IST)

    ইমপ্যাক্ট ফেলতে পারবেন?

    বোর্ডে ২৩৪ রানের বিশাল লক্ষ্য। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে তরুণ ব্যাটার নেহাল ওয়াদেরা। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছে।

  • 26 May 2023 09:45 PM (IST)

    মুম্বই শিবিরে চোট আতঙ্ক

    কিপার ঈশান কিষাণ মাঠে নেই দীর্ঘ সময়। বিষ্ণু বিনোদ কিপিং করছেন। আঙুলের চোটে মাঠ ছাড়লেন অধিনায়ক রোহিত শর্মাও। ক্যামেরন গ্রিনও মাঠে নেই। প্রবল চাপে মুম্বই শিবির। নেতৃত্বে সূর্যকুমার যাদব।

  • 26 May 2023 09:36 PM (IST)

    শুভমনকে স্যালুট গ্যালারির

    অবশেষে শুভমনের ইনিংস ইতি। প্রিন্স অব ক্রিকেটকে দাঁড়িয়ে অভিবাদন লক্ষাধিক ক্রিকেট প্রেমীর। ৬০ বলে ১২৯ রানে ফিরলেন শুভমন।

  • 26 May 2023 09:31 PM (IST)

    শুভমনের সিজন!

    মরসুমের তৃতীয় শতরান। আরও একটা অনবদ্য ইনিংস শুভমনের ব্যাটে। পড়ুন বিস্তারিত : প্রিন্স অফ ক্রিকেট, মরসুমের তৃতীয় শতরান শুভমনের

  • 26 May 2023 08:52 PM (IST)

    শুভমনের স্পেশাল ইনিংস

    আরও একটা অর্ধশতরান শুভমন গিলের ব্যাটে। ক্যাচ পড়েছিল তাঁর। সুযোগ কাজে লাগাচ্ছেন। মরসুমের চতুর্থ অর্ধশতরান। দুটি শতরানও রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি।

  • 26 May 2023 08:33 PM (IST)

    ওপেনিং জুটি ৫০-এই ইতি

    কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকে স্টাম্পিং করলেন ঈশান কিষাণ। পীযুষ চাওলার বোলিংয়ে ফিরলেন ঋদ্ধি। লেগ সাইডে অনেকটা বাইরে বল। ভারসাম্য রাখতে পারেননি ঋদ্ধি।

  • 26 May 2023 08:29 PM (IST)

    ক্যাচ মিস

    মিড অনে শুভমন গিলের ক্যাচ মিস টিম ডেভিডের। ২৯ রানে ছিলেন শুভমন। ডাইভ দিয়ে বল অবধি পৌঁছলেও বল হাতে আটকাল না।

  • 26 May 2023 08:19 PM (IST)

    বোলিংয়ে আকাশ

    ক্রিজ থেকে অনকটা বেরিয়ে স্টান্স নিচ্ছেন ঋদ্ধিমান সাহা। সুইং আটকাতেই এমন সিদ্ধান্ত। শর্টপিচ ডেলিভারি হেলমেটে লাগে ঋদ্ধির। তবে চোট গুরুতর নয়। প্রাথমিক পরীক্ষার পর খেলার অনুমতি। পরের বলেই কভারে অনবদ্য বাউন্ডারি ঋদ্ধির ব্যাটে।

  • 26 May 2023 08:13 PM (IST)

    অরেঞ্জ ক্যাপ

    অরেঞ্জ ক্যাপের দৌড়ে ডুপ্লেসিকে ছাপিয়ে গেলেন শুভমন গিল। কনওয়ের সঙ্গেও পার্থক্য অনেক…

  • 26 May 2023 07:52 PM (IST)

    একাদশ আপডেট

    গুজরাট টাইটান্স : শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, মোহিত শর্মা, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই সুদর্শন, নুর আহমেদ, মহম্মদ সামি

    সাবস্টিটিউট- জশ লিটল, শ্রীকার ভারত, ওডিন স্মিথ, সাই কিশোর, শিবম মাভি

    মুম্বই ইন্ডিয়ান্স : ঈশান কিষাণ, রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, ক্রিস জর্ডন, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল

    সাবস্টিটিউট : রমনদীপ সিং, নেহাল ওয়াদেরা, বিষ্ণু বিনোদ, রাঘব গোয়েল, সন্দীপ ওয়ারিয়ের

  • 26 May 2023 07:48 PM (IST)

    টস আপডেট

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের। জিতলে সপ্তম বার ফাইনালে জায়গা করে নেমে রোহিত শর্মারা। তেমনই টানা দ্বিতীয় ফাইনালের লক্ষ্যে গুজরাট টাইটান্স।

  • 26 May 2023 07:42 PM (IST)

    টিম হাডল

    টিম হাডলে গুজরাট টাইটান্স। টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠার শপথ।

  • 26 May 2023 07:29 PM (IST)

    মাইলফলকের সামনে রোহিত

    আইপিএল কেরিয়ারে আরও একটা মাইল ফলকের সামনে রোহিত শর্মা। তিনি ২২ রান করলেই অধিনায়ক হিসেবে আইপিএলে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছে যাবেন।

  • 26 May 2023 07:27 PM (IST)

    পিচে মাস্টার-ব্লাস্টার

    পিচ দেখছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর তিনি।

  • 26 May 2023 07:04 PM (IST)

    সরেছে পিচ কভার

    পিচ কভার সরেছে। পিচ দেখছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। পিচের সামনে টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াও।

  • 26 May 2023 06:59 PM (IST)

    প্লেয়াররা মাঠে!

    বৃষ্টি কমায় ওয়ার্ম আপের জন্য মাঠে নামল দু-দল। যদিও এই পরিস্থিতিতে ওয়ার্ম আপে ঝুঁকি থাকছে। ধীরে ধীরে সরছে পিচ কভারও। নির্দিষ্ট একটা জায়গায় ওমার্ম আপের জন্য বলে দেওয়া হয়েছে।

  • 26 May 2023 06:57 PM (IST)

    মাঠ পরিদর্শনে আম্পায়ার

    বৃষ্টি কমেছে, সরছে কভার। তবে টসের টাইম এখনও জানানো হয়নি। ৭.২০ মিনিটে ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

  • 26 May 2023 06:41 PM (IST)

    ম্যাচ প্রিভিউ

    ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পুরো ম্যাচই হবে। আপাতত বৃষ্টি চাপে রাখছে। ম্যাচ প্রিভিউ পড়ুন বিস্তারিত : মুম্বই ও গুজরাটের ফাইনালের টিকিটের মাঝে মহম্মদ সামি!

  • 26 May 2023 06:36 PM (IST)

    ম্যাচ না হলে!

    ম্যাচ না হলে কী হবে! পড়ুন বিস্তারিত : বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেলে ফাইনালে যাবে কোন টিম?

  • 26 May 2023 06:34 PM (IST)

    পুরো ম্যাচ হবে তো!

    আমেদাবাদে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার। মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে চেন্নাইয়ের সামনে কোন দল, তারই ফয়সালা হবে। যদিও তার আগে চাপ বাড়াচ্ছে বৃষ্টি। ম্যাচের লাইভ আপডেটে স্বাগত। নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।

Published On - May 26,2023 6:30 PM

Follow Us: