RR, IPL 2023: খুব কাছ থেকে ফেরা, রাজস্থান কি উদ্বোধনী আইপিএলের পুনরাবৃত্তি করতে পারবে?
Rajasthan Royals Squad Analysis: রাজস্থান রয়্যালস শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে। তাদের মিডল অর্ডারেই ব্য়াটিং লাইন আপ শেষ হয়ে যেত। গত মরসুমে ৯৯.৪৭% রান এসেছে টপ সেভেন ব্য়াটারের থেকে। হোল্ডার যোগ দেওয়ায় ব্য়াটিংয়েও গভীরতা বাড়বে সন্দেহ নেই।
জয়পুর : কাছে তবু দূরে। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে তাই হয়েছিল। উদ্বোধনী আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে গত বারই প্রথম ফাইনাল অবধি পৌঁছায় তারা। অল্পের জন্য ট্রফি অধরা থাকে গত বারও। এই দলটাকে নিয়ে সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে। দলে বেশকিছু তরুণ ক্রিকেটার রয়েছে। তেমনই অভিজ্ঞতাও প্রচুর। সে কারণেই বাঁধনও অনেক বেশি। তবে টুর্নামেন্ট শুরুর আগে রাজস্থান রয়্যালস শিবিরে কিছুটা অস্বস্তি, চোটে প্রসিদ্ধ কৃষ্ণার ছিটকে যাওয়া। তাঁর পরিবর্তে অভিজ্ঞ সন্দীপ শর্মাকে সই করিয়েছে রাজস্থান। কেমন দল হয়েছে, এ বার সম্ভাবনা কতটা। রাজস্থান রয়্যালসকে নিয়ে বিশ্লেষণ বিস্তারিত TV9Bangla-য়।
এ বার রাজস্থান রয়্যালসের স্কোয়াড-জস বাটলার, যশস্বী জয়সোয়াল, দেবদত্ত পাডিকাল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জো রুট, ধ্রুব জুড়েল, ডোনোভান ফেরেরা, কুনাল সিং রাঠোর, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ট, আব্দুল বসিথ, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, কেসি কারিয়াপ্পা, মুরুগান অশ্বিন, ট্রেন্ট বোল্ট, নবদীপ সাইনি, ওবেদ ম্য়াকয়, কুলদীপ সেন, কুলদীপ যাদব, কেএম আসিফ, সন্দীপ শর্মা।
প্রসিদ্ধ কৃষ্ণার ছিটকে যাওয়ার পাশাপাশি রাজস্থান শিবিরে কিছুটা অস্বস্তি ওবেদ ম্য়াকয়কে নিয়েও। হাঁটুর চোট থেকে সেরে উঠছেন ওবেদ। অন্য় দিকে, ইংল্য়ান্ডের টেস্ট রয়েছে ১ জুন থেকে। অ্যাসেজের প্রস্তুতি হিসেবে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্য়ান্ড। অধিনায়ক বেন স্টোকস খেলছেন চেন্নাই সুপার কিংসে। তিনি জানিয়ে দিয়েছেন, টেস্ট সিরিজের আগে চলে যাবেন। রাজস্থান রয়্যালসের জো রুটকে আইপিএলের শেষ দিকে পাওয়া যাবে কিনা নিশ্চয়তা নেই।
রাজস্থান রয়্যালস শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে। তাদের মিডল অর্ডারেই ব্য়াটিং লাইন আপ শেষ হয়ে যেত। গত মরসুমে ৯৯.৪৭% রান এসেছে টপ সেভেন ব্য়াটারের থেকে। হোল্ডার যোগ দেওয়ায় ব্য়াটিংয়েও গভীরতা বাড়বে সন্দেহ নেই।