MI vs KKR Highlights, IPL 2023 : রান পেলেন শুধুমাত্র ভেঙ্কটেশ, মুম্বইয়ের বিরুদ্ধে ৫ উইকেটে হার নাইটদের

| Edited By: | Updated on: Apr 16, 2023 | 7:57 PM

Mumbai Indians vs Kolkata Knight Riders Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

MI vs KKR Highlights, IPL 2023 : রান পেলেন শুধুমাত্র ভেঙ্কটেশ, মুম্বইয়ের বিরুদ্ধে ৫ উইকেটে হার নাইটদের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

মুম্বই: টানা দুই ম্যাচে হার। ওপেনিং জুটির ব্যর্থতা বজায় রইল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। একমাত্র ভেঙ্কটেশ আইয়ার ছাড়া আর কেউ রান করতে পারলেন না। যার ফল ভুগতে হল কলকাতা নাইট রাইডার্সকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছে নাইটদের। টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠায় মুম্বই। ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কেকেআর। ৫১ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।  জবাবে ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। রান পেলেন ঈশান কিষাণ (৫৮) এবং সূর্যকুমার যাদব (৪৩)। ৫ উইকেটে কেকেআরকে হারাল মুম্বই।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 16 Apr 2023 07:31 PM (IST)

    এক নজরে

    ১. টস জিতে প্রথমে ফিল্ডিং মুম্বই ইন্ডিয়ান্সের

    ২. রোহিত শর্মার পরিবর্তে নেতৃত্ব দিলেন সূর্যকুমার যাদব

    ৩. ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেন রোহিত

    ৪. প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তোলে ১৮৫/৬ রান

    ৫. ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত শতরান

    ৬. ৫১ বলে ১০৪ রান করেন ভেঙ্কটেশ

    ৭.  জবাবে ১৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই

    ৮. ঈশান কিষাণ ৫৮ রানের ইনিংস খেলেন

    ৯. সূর্যকুমার যাদব খেললেন ৪৩ রানের ইনিংস

    ১০. ৫ উইকেটে নাইটদের হারিয়েছে মুম্বই

  • 16 Apr 2023 07:27 PM (IST)

    নাইটদের হার

    জলে গেল ভেঙ্কটেশ আইয়ারের শতরান। তাঁর সেঞ্চুরির দিনে ৫ উইকেটে হার কলকাতা নাইট রাইডার্সের। টানা দ্বিতীয় ম্যাচে হারল কলকাতা। অন্যদিকে পরপর দুটো ম্যাচে জয় মুম্বইয়ের।

  • 16 Apr 2023 07:19 PM (IST)

    পঞ্চম উইকেটের পতন

    মুম্বইয়ের ষষ্ঠ ব্যাটার নেহাল ওয়াধেরাকে ফেরালেন লকি ফার্গুসন। পঞ্চম উইকেট হারাল মুম্বই।

  • 16 Apr 2023 07:13 PM (IST)

    আউট সূর্যকুমার

    ২৫ বলে ৪৩ রান। শার্দূল ঠাকুর ফেরালেন সূর্যকুমার যাদবকে। ১৬.৩ ওভারে ১৭৬/৪ মুম্বই।

  • 16 Apr 2023 06:55 PM (IST)

    সূয়াশের দ্বিতীয় উইকেট

    তিলক ভার্মাকে বোল্ড আউট করলেন সূয়াশ শর্মা। দ্বিতীয় উইকেট নাইট তারকার। ১৩.৫ ওভারে মুম্বইয়ের স্কোর ১৪৭/৩।

  • 16 Apr 2023 06:34 PM (IST)

    মুম্বইয়ের ১০০

    ৯.১ ওভারে ১০০- রান ছুঁল মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিজে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা।

  • 16 Apr 2023 06:27 PM (IST)

    আউট ঈশান

    অর্ধশতরান করেই আউট ঈশান কিষাণ। ২৫ বলে ৫৮ রান। ঈশান ঝড় থামালেন সূয়াশ শর্মা। ৯.৩ ওভারে ৮৭/২ মুম্বই।

  • 16 Apr 2023 06:23 PM (IST)

    অর্ধশতরান ঈশানের

    ২১ বলে ৫০ রান ঈশান কিষাণের। ৫টি চার ও চারটি ছক্কা।

  • 16 Apr 2023 06:17 PM (IST)

    ৬ ওভারে ৭২/১

    ৬ ওভারে মুম্বইয়ের স্কোর ৭২/১। ক্রিজে ঈশান-সূর্য জুটি।

  • 16 Apr 2023 06:07 PM (IST)

    সাজঘরে রোহিত

    ১৩ বলে ২০ রান। ইমপ্যাক্ট প্লেয়ার রোহিত শর্মার স্বল্প রানের ইনিংসের সমাপ্তি। সূয়াশ শর্মার বলে উমেশ যাদবের দুর্দান্ত ক্যাচ। ৪.৫ ওভারে ৬৫/১ মুম্বই। নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে আনলেন ক্যাপ্টেন।

  • 16 Apr 2023 06:02 PM (IST)

    ৫০ পার মুম্বইয়ের

    দারুণ ছন্দে ঈশান কিষাণ। ৫০ পার হল মুম্বই ইন্ডিয়ান্সের। সুনীল নারিনের ওভারে চার-ছক্কার ঝড় তুললেন ঈশান।

  • 16 Apr 2023 05:43 PM (IST)

    ওপেনিংয়ে রোহিত

    ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ঈশান কিষাণের সঙ্গে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা। বল হাতে উমেশ যাদব।

  • 16 Apr 2023 05:29 PM (IST)

    কেকেআরের ইনিংস শেষ

    ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে ১৮৫ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য ১৮৬ রানের প্রয়োজন মুম্বই ইন্ডিয়ান্সের।

  • 16 Apr 2023 05:19 PM (IST)

    সাজঘরে রিঙ্কু

    ১৮ বলে ১৮ রান করে ফিরলেন রিঙ্কু সিং। ১৮.৫ ওভারে ১৭২/৬ কেকেআর।

  • 16 Apr 2023 05:09 PM (IST)

    আউট ভেঙ্কটেশ

    সেঞ্চুরি করেই আউট ভেঙ্কটেশ আইয়ার। ৫১ বলে ১০৪ রান। ১৭.২ ওভারে কেকেআরের স্কোর ১৫৯/৫।

  • 16 Apr 2023 05:06 PM (IST)

    ভেঙ্কটেশের সেঞ্চুরি

    ৪৯ বলে সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের। আরব সাগরের পারে কলকাতা নাইট রাইডার্স ব্যাটারের সেঞ্চুরি। ব্রেন্ডন ম্যাকালামের পর কেকেআরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ভেঙ্কটেশের।

    পড়ুন বিস্তারিত: চোট নিয়েই কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি ভেঙ্কটেশের

  • 16 Apr 2023 04:59 PM (IST)

    ১৫ ওভারে ১৪০/৪

    ১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪০/৪।

  • 16 Apr 2023 04:45 PM (IST)

    আউট শার্দূল

    সাজঘরে শার্দূল। হৃত্বিক শোকিনের বলে তিলক ভার্মার হাতে ক্যাচ। ১১ বলে ১৩ রান শার্দূলের। কেকেআর ১২.৫ ওভারে ১২৩/৪। নতুন ব্যাটার রিঙ্কু সিং।

  • 16 Apr 2023 04:39 PM (IST)

    ১০০ পার কেকেআরের

    ১০.৪ ওভারে ১০০ ছুঁল কলকাতা নাইট রাইডার্সের স্কোর। ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার এবং শার্দূল ঠাকুর।

  • 16 Apr 2023 04:26 PM (IST)

    অর্ধশতরান ভেঙ্কটেশের

    পায়ে বল লেগে বেকায়দায় পড়ে গিয়েছিলেন। উঠে দাঁড়িয়ে ফের ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়ার। ঠিকমতো দৌড়তে পারছেন না। তা সত্ত্বেও অর্ধশতরান পূর্ণ করেন নিলেন। ২৩ বলে ৫০ রান।

  • 16 Apr 2023 04:23 PM (IST)

    আউট ক্যাপ্টেন রানা

    বড় শট খেলতে গিয়ে আউট কেকেআর ক্যাপ্টেন নীতীশ রানা। ১০ বলে ৫ রান। আউট করেই নীতিশকে কিছু একটা বলেন হৃত্বিক শোকিন। পাল্টা জবাব নীতীশের। সাময়িক উত্তেজনা ওয়াংখেড়েতে।

  • 16 Apr 2023 04:13 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    প্রথম ৬ ওভারে কলকাতার স্কোর ৫৭/২।

  • 16 Apr 2023 04:08 PM (IST)

    গুরবাজ আউট

    টানা দুই ম্যাচে ব্যর্থ রহমানুল্লা গুরবাজ। পীয়ুষ চাওলার বলে ফিরলেন নাইট ওপেনার। ১২ বলে ৮ রান। ৫.৩ ওভারে ৫৭/২ কলকাতা।

  • 16 Apr 2023 03:59 PM (IST)

    ব্যাট করছেন ভেঙ্কটেশ

    উঠে দাঁড়িয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তবে রান নিতে গিয়ে বেগ পাচ্ছেন।

  • 16 Apr 2023 03:54 PM (IST)

    ভেঙ্কটেশের চোট!

    ক্যামেরন গ্রিনের বলে স্কুপ খেলতে গিয়ে পায়ে বলের আঘাত পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে শুয়ে পড়েছেন তিনি। মুম্বইয়ের ক্রিকেটাররা ছুটে এলেন। শুশ্রূষা চলছে।

  • 16 Apr 2023 03:42 PM (IST)

    প্রথম উইকেট হারাল কেকেআর

    ফের কেকেআরের ওপেনিং জুটির ব্যর্থতা। ক্যামেরিন গ্রিনের বলে হৃত্বিক শোকিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জগদীশন (০)। ১.৫ ওভারে ১১/১ কেকেআর।

  • 16 Apr 2023 03:32 PM (IST)

    ম্যাচ শুরু

    কেকআরের হয়ে ওপেনিংয়ে রহমানুল্লা গুরবাজ এবং এন জগদীশন। ডেবিউ ম্যাচেই বোলিংয়ের সূচনায় অর্জুন তেন্ডুলকর।

  • 16 Apr 2023 03:17 PM (IST)

    কেকেআর একাদশ

    একাদশ: রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীশন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

    সাবস্টিটিউট: সূয়াশ শর্মা, ডেভিড উইজে, অনুকূল রয়, মনদীপ সিং, বৈভব অরোরা

  • 16 Apr 2023 03:14 PM (IST)

    মুম্বই ইন্ডিয়ান্স একাদশ

    প্রথম একাদশে নেই তিনি। তবে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন রোহিত শর্মা। মুম্বই পরে ব্যাট করবে। একান্তই প্রয়োজন পড়লে রোহিতকে নামানোর পরিকল্পনা নেবে মুম্বই ইন্ডিয়ান্স।

    ক্যামেরন গ্রিন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধ্রা, অর্জুন তেন্ডুলকর, হৃত্বিক শোকিন, পীয়ুষ চাওলা, দুয়ান জানসেন, রাইলি মেরেডিথ

    সাবস্টিটিউট: রোহিত শর্মা, রমণদীপ সিং, আর্শাদ খান, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়া

  • 16 Apr 2023 03:11 PM (IST)

    নাইটদের লক্ষ্যে বড় স্কোর

    ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে কমপক্ষে স্কোরবোর্ডে ১৮০ রান তোলার লক্ষ্য নাইটদের। জানালেন, অধিনায়ক নীতীশ রানা।

  • 16 Apr 2023 03:10 PM (IST)

    অর্জুনের ডেবিউ

    অপেক্ষার অবসান। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে আইপিএল ডেবিউ হচ্ছে অর্জুন তেন্ডুলকরের।

    বিস্তারিত পড়ুন: অপেক্ষার অবসান, নাইটদের বিরুদ্ধে আইপিএল অভিষেক অর্জুন তেন্ডুলকরের

  • 16 Apr 2023 03:04 PM (IST)

    টস আপডেট

    টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের।

  • 16 Apr 2023 03:04 PM (IST)

    নাইটদের বিরুদ্ধে নেই রোহিত

    পেটের সমস্যা। নাইটদের বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।

  • 16 Apr 2023 02:57 PM (IST)

    পয়েন্ট টেবল

    প্রথম চারে নেই মুম্বই ও কলকাতা কোনও টিমই। পয়েন্ট টেবলে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। মুম্বইয়ের স্থান নবমে।

  • 16 Apr 2023 02:51 PM (IST)

    ব্যাটারদের স্বর্গ

    ওয়াংখেড়ের উইকেটে বরাবরই ব্যাটারদের স্বর্গ। বাউন্ডারি ছোট হওয়ায় চার-ছক্কার সংখ্যাও বেশি। ওয়াংখেড়ের হাই স্কোরিং পিচে চার-ছয়ের বন্যা দেখতে প্রস্তুত দর্শকরা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে টস জয়ী দলটি।

  • 16 Apr 2023 02:44 PM (IST)

    আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রোহিতরা

    দুটি ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।  এ বার প্রথম জয় ছিনিয়ে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে মুম্বই।

  • 16 Apr 2023 02:33 PM (IST)

    নজরে ওপেনিং জুটি

    কেকেআর শিবিরে চিন্তার জায়গা টপ অর্ডার ব্য়াটিং। এখনও অবধি ওপেনিং জুটিতে বড় রান আসেনি। টপ অর্ডারে রান আসায় চাপ পড়ছে মিডল ও লোয়ার অর্ডারে।

Published On - Apr 16,2023 2:31 PM

Follow Us: