CSK vs GT, IPL 2023: উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি, ধোনির শেষের শুরুর সাক্ষী থাকবেন লক্ষাধিক দর্শক

IPL 2023 opening Match: ৩১ মার্চ ধুমধাম করে শুরু হয়ে যাচ্ছে কোটিপতি লিগের ১৬তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচ ঘিরে উন্মাদনা অন্ত নেই।

CSK vs GT, IPL 2023: উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি, ধোনির শেষের শুরুর সাক্ষী থাকবেন লক্ষাধিক দর্শক
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 10:26 AM

কলকাতা: ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগ (IPL 2023) নিয়ে উন্মাদনা চলছে সেই প্রথম সিজন থেকে। এ বার ১৬তম সংস্করণ। তবুও আইপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ কমেনি একফোঁটা। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখার সুযোগ কে ছাড়তে চায়? এ বারের আইপিএলও যে সব রেকর্ড ভেঙে দিতে পারে তার ঝলক পাওয়া যাচ্ছে উদ্বোধনী ম্যাচ থেকে। ৩১ মার্চ ২০২৩ আইপিএলের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujrat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টিকিট বিক্রি শুরু হতেই হামলে পড়েন দর্শকরা। ওপেনিং ম্যাচের সাক্ষী থাকতে বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক সেদিন ভিড় জমাবেন। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ কয়েকবছর হল। মহেন্দ্র সিং ধোনিকে এখন ব্যাট হাতে সারাবছর দেখা পাওয়া অসম্ভব ব্যাপার। তাই আইপিএলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মাহি-অনুরাগীরা। ব্যাটে সেই আগের ধার না থাকলেও মাহিকে বাইশ গজে দেখাটাই যেন তাঁদের চোখের শান্তি। তবে এরপর হয়তো সেটাও দেখা যাবে না। ক্রিকেট বিশ্ব এখন ৪১ বছরের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের আইপিএল অবসরের অপেক্ষা করছে। অনেকের ধারণা ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ধোনির কেরিয়ারের শেষ আইপিএল। এটা ভেবেই আবেগতাড়িত অনুরাগীরা। আইপিএলে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। ৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। এ বারের আইপিএলে মাহির শেষের শুরু ধরে নিয়ে স্টেডিয়ামে ভিড় জমাতে তৈরি ক্রিকেটপ্রেমীরা। একটা সুযোগও মিস করতে চান না তাঁরা। মহেন্দ্র সিং ধোনি-হার্দিক পান্ডিয়ার লড়াই দেখতে লক্ষাধিক দর্শক সেদিন উপস্থিত থাকবেন স্টেডিয়ামে।

ধোনির এটাই শেষ আইপিএল? মানতে চাইছেন না তাঁর দলেরই ক্রিকেটার দীপক চাহার। বলেছেন, “কেউ বলেনি ওর এটা শেষ আইপিএল। ধোনি এখনও খেলে যেতে চাই। যতদিন চায় ততদিন খেলুক। ওর নেতৃত্বে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করি। আশা করি আরও কয়েকটা বছর খেলা চালিয়া যাবে। আমরাও ওকে আইপিএলে ব্যাট হাতে মাঠে নামতে দেখব।”