IPL 2023: ধনশ্রীয় জায়গায় কার প্রেমে ভরসা করে বসলেন চাহাল?
Yuzvendra Chahal-Dhanashree Verma: চাহালের সমর্থনে নিয়মিত ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা।
কলকাতা: আইপিএল (IPL) মানেই ভরপুর ক্রিকেট বিনোদন। পাশাপাশি রয়েছে ম্যাচের পর সেলিব্রেশন। এ ছাড়াও রয়েছে প্রতি টিমের ফান সেশন বা রিল্যাক্স করার সেশন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেটের পাশাপাশি ১০ ফ্র্যাঞ্চাইজিতে সমানতালে চলে নাচ-গান-পেটপুজো। ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) নিজে সব সময় ফুরফুরে থাকেন। পাশাপাশি সতীর্থদেরও মাতিয়ে রাখেন। ১৬তম আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে গত বারের রানার্স রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তার ১টিতে জয় ও ১টিতে হার জুটেছে পিঙ্ক আর্মির কপালে। শনিবার রয়েছে রাজস্থানের তৃতীয় ম্যাচ। তার আগে ফুরফুরে মেজাজে রাজস্থানের ক্রিকেটাররা। নাচে-গানে আড্ডায় মেতে উঠেছে রাজস্থান শিবির। চাহালের সমর্থনে নিয়মিত ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা। ধনশ্রী নিজে কোরিওগ্রাফার হওয়ায়, যুজিকেও বেশ কিছু ডান্স স্টেপ শিখিয়েছেন। কিন্তু এ বার ধনশ্রী নয়, অন্য একজনের সঙ্গে জমিয়ে নাচলেন যুজি। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
অতীতে ধনশ্রীর সঙ্গে চাহালকে নাচতে দেখা গিয়েছে। বিভিন্ন সময় চাহালের স্ত্রী একাধিক ক্রিকেটারকে ডান্স স্টেপ শিখিয়েছেন। এ বার ধনশ্রী নয়, রাজস্থানের এক ক্রিকেটারকে নাচ শেখালেন চাহাল। রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় চাহালের নাচের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আইপিএলে স্বাগতম রুট (যুজি স্টাইলে)’। সেখানে যুজির সঙ্গী ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল পঞ্জাবি গান ‘ভরোসা তেরে পেয়ার তে’। গানের তালে তালে পা মেলাতে দেখা যায় চাহাল ও রুটকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যুজি-রুটের নাচের ভিডিয়োতে মজার মজার কমেন্ট করেছেন নেটিজ়েনরা। সেখানেই মজা করে কেউ কেউ বলেছেন, ধনশ্রীর জায়গায় এ কার প্রেমে পড়লেন চাহাল!
Welcome to IPL (Yuzi style) Roooot! ?? pic.twitter.com/bI4rPoRHSE
— Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2023
উল্লেখ্য, এ বারের আইপিএলের নিলাম থেকে ১ কোটি টাকা দিয়ে রুটকে কিনেছিল রাজস্থান। এখনও অবধি ১৬তম আইপিএলে রাজস্থানের জার্সিতে কোনও ম্যাচে খেলেননি রুট। এ বার দেখার আগামী কাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের একাদশে রুট থাকেন কি না।