Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs GT Highlights, IPL 2023 : মরসুমের সবচেয়ে বড় জয়, রয়্যালসের ডেরায় দাপট হার্দিকদের

| Edited By: | Updated on: May 05, 2023 | 10:48 PM

Rajasthan Royals vs Gujarat Titans Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

RR vs GT Highlights, IPL 2023 : মরসুমের সবচেয়ে বড় জয়, রয়্যালসের ডেরায় দাপট হার্দিকদের
Image Credit source: TV9 Bangla Graphics

জয়পুর : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। কিছু লো-স্কোরিং ম্যাচ জমে উঠছে। এমনই একটা ম্যাচ হয়েছিল জয়পুরেও। আজ সেখানেই মিনি ক্লাসিকো। কিন্তু হল পুরোপুরি একপেশে জয় টাইটান্সের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আইপিএলের ১৬তম সংস্করণে আজ ছিল এ বারের টুর্নামেন্টে ৪৮ তম ম্যাচ। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। গুজরাটের বোলিং আক্রমণ নজরকাড়া। আরও একবার তা প্রমাণ করল গুজরাট। প্রতিপক্ষ রাজস্থানকে মাত্র ১১৮ রানেই অলআউট করে টাইটান্স। রান তাড়ায় ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল জুটি মজবুত ভিত গড়ে। হার্দিকের ক্যামিও ইনিংস, ঋদ্ধির সঙ্গ, ৩৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়। এ বারের মরসুমে এটিই সবচেয়ে বড় জয়ের ব্যবধান। গত মরসুমে রাজস্থান রয়্যালসকে তিন বারই হারিয়েছিল টাইটান্স। এ বারের আইপিএলে আমেদাবাদে রুদ্ধশ্বাস ম্যাচে টাইটান্সকে হারিয়ে স্কোর লাইন ৩-১ করেছিল রাজস্থান। ফিরতি ম্যাচে ফের জিতল টাইটান্স। আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 May 2023 10:37 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।
    • আফগান স্পিন জুটিতে ব্যাটিং বিপর্যয় রয়্যালসের।
    • নিজেদের ভুলও রয়েছে।
    • শেষ অবধি মাত্র ১১৮ রানেই অলআউট রাজস্থান রয়্যালস।
    • দুই আফগান স্পিনার রশিদ খান এবং নুর আহমেদ জুটিতে নিল ৫ উইকেট।
    • বোর্ডে ১১৯ রানের লক্ষ্য। ঋদ্ধিমান সাহা-শুভমন গিল ওপেনিং জুটিতেই যোগ করে ৭১ রান।
    • ঋদ্ধিমানের অ্যাঙ্কর ইনিংস এবং হার্দিকের দুর্দান্ত ফিনিশ।
    • ৩৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় গুজরাট টাইটান্সের।
  • 05 May 2023 08:54 PM (IST)

    রশিদ খানের সুপার্ব স্পেল

    চার ওভার সম্পূর্ণ রশিদ খানের। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট।

  • 05 May 2023 07:08 PM (IST)

    একাদশ আপডেট

    রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিকাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, ট্র্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা

    সাবস্টিটিউট- মুরুগান অশ্বিন, রিয়ান পরাগ, কে আসিফ, জো রুট, কুলদীপ যাদব

    গুজরাট টাইটান্স: ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, মহম্মদ সামি, নুর আহমেদ, জশ লিটল

    সাবস্টিটিউট : শুভমন গিল, সাই সুদর্শন, শ্রীকার ভরত, শিবম মাভি, সাই কিশোর

  • 05 May 2023 06:55 PM (IST)

    জস বনাম জশ!

    রাজস্থান রয়্যালসে রয়েছেন জস বাটলার। তেমনই গুজরাট টাইটান্সে জশ লিটল। বাটলার ছন্দ হারিয়েছেন। টাইটান্সের বাঁ হাতি পেসার দুুর্দান্ত ছন্দে। এমনই নানা দ্বৈরথ দেখা যাবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।

Published On - May 05,2023 6:30 PM

Follow Us: