IPL 2024, MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির ব্যাক আপ! CSK-এর নতুন সদস্যকে চিনে নিন…

IPL 2024, Chennai Super Kings: হায়দরাবাদ অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্বও দিয়েছেন অবনিশ। তাঁর মধ্যে দক্ষ কিপার ব্যাটার এবং নেতা হওয়ার গুণও রয়েছে। আইপিএলের মিনি অকশনে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় অবনিশকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির মতো মেন্টর পেলে জীবন যে বদলে যাবে, এ কথা বলাই যায়। তার আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো পারফর্ম করলে আত্মবিশ্বাস যেমন বাড়বে, মাহির নজরেও ভালো ভাবে পড়া যাবে।

IPL 2024, MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির ব্যাক আপ! CSK-এর নতুন সদস্যকে চিনে নিন...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 21, 2023 | 9:00 AM

কলকাতা: চেন্নাই সুপার কিংস টিম গুছিয়ে নিয়েছে। যা কিছু গ্যাপ ছিল, মিনি অকশনে সেই অনুযায়ী প্লেয়ার নিয়েছে চেন্নাই সুপার কিংস। সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার অবনিশ রাও আরাবেলি। হঠাৎ এই অনামী প্লেয়ারকে কেন নিল চেন্নাই সুপার কিংস? তরুণ প্লেয়ারদের তুলে আনার ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের জুড়ি মেলা ভার। আইপিএলের গত সংস্করণে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাথিরানাকে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলে অনেকটাই পরিণত হয়ে উঠেছেন। শ্রীলঙ্কা সিনিয়র দলেও জায়গা করে নিয়েছিলেন পাথিরানা। অবনিশের কেরিয়ারেও কি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আগামী আইপিএল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অবনিশের বিষয়ে একটা উদাহরণ দেওয়া যাক। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আগে ঘরের মাঠে একটি চারদলীয় টুর্নামেন্ট করেছিল বোর্ড। ৩৭৬ রান তাড়া করতে নেমেছিল অনূর্ধ্ব ১৯ এ দল। কিন্তু ৯৫ রানেই ৫ উইকেট হারায়। এখান থেকে জয়ের স্বপ্ন দেখা কঠিন। এরপরই অবনিশের মুগ্ধকর ব্যাটিং। ১৮ বছরে অবনিশ মাত্র ৯৩ বলে ১৬৩ রান করে দলকে জেতান। এই বাঁ হাতি ব্যাটার এক ডজন ছয় মেরেছিলেন সেই ইনিংসে।

আরও একটা উদাহরণ দেওয়া যাক। ভিনু মানকড় ট্রফিতে ৬ ইনিংসে ২৭৪ রান করেছেন অনূর্ধ্ব ১৯ এই কিপার-ব্যাটার। স্ট্রাইকরেট প্রায় ১৫০। হায়দরাবাদের হয়ে লিস্ট এ ক্রিকেটেও অভিষেক হয়েছে। দুবাইতে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতীয় দলে ছিলেন অবনিশ। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকায় একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপ এবং এই সিরিজেও ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াডে রয়েছেন অবনিশ।

হায়দরাবাদ অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্বও দিয়েছেন অবনিশ। তাঁর মধ্যে দক্ষ কিপার ব্যাটার এবং নেতা হওয়ার গুণও রয়েছে। আইপিএলের মিনি অকশনে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় অবনিশকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির মতো মেন্টর পেলে জীবন যে বদলে যাবে, এ কথা বলাই যায়। তার আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো পারফর্ম করলে আত্মবিশ্বাস যেমন বাড়বে, মাহির নজরেও ভালো ভাবে পড়া যাবে। সিএসকে স্কোয়াডে মাহির সঙ্গে অবনিশই ব্যাক আপ কিপার। সোনালি সুযোগ অবনিশের সামনে।