ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। চেন্নাই সুপার কিংস নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। দু-দলেই তরুণ অধিনায়ক। টসের চিত্রটা ছিল দেখার মতো। চিপকে টস জেতেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। প্রথমে বলেছিলেন, ব্যাটিং করব। টিমের সঙ্গে কী আলোচনা করে এসেছিলেন, সম্ভবত ভুলে গিয়েছিলেন শুভমন গিল। সে কারণেই দ্রুত ভুল শুধরে নেন। ক্ষমা চেয়ে নিয়ে বলেন, প্রথমে বোলিং করবে টাইটান্স।
দু-দলই প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলেছেন। নেতৃত্বের অভিষেক জয় দিয়েই করেছেন শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় জন এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। শুভমনের এটিই সিনিয়র স্তরে প্রথম বার নেতৃত্ব দেওয়া। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে হারিয়েছে শুভমনের গুজরাট টাইটান্স। স্লগ ওভারে অনবদ্য বোলিংয়ের সৌজন্যেই জয়। চেন্নাইয়ের বিরুদ্ধে অপরিবর্তিত একাদশ নামানোর সিদ্ধান্ত শুভমন গিলের।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও বলেন, ‘জিতলে বোলিং নিতাম। তবে প্রথমে ব্যাটিংয়েও খুব একটা পার্থক্য হবে না। পিচ খুব একটা পরিবর্তন হবে না।’ সিএসকে একাদশে একটি পরিবর্তন হয়েছে। ঋতুরাজই বলেন, ‘মহেশ থিকসানার জায়গায়, আমাদের মালিঙ্গা ফিরেছে।’ চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি মাতিসা পাথিরানা। এই ম্যাচে সরাসরি টিমে। যদিও সিএসকে প্রথম ব্যাটিং করায় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো হতে পারে।
চেন্নাই সুপার কিংস একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারেল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট পরিবর্ত: মাতিসা পাথিরানা, শার্দূল ঠাকুর, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, মিচেল স্যান্টনার
গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, আজমতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহনত শর্মা, স্পেন্সর জনসন।
ইমপ্যাক্ট পরিবর্ত: সাই সুদর্শন, বিআর শরথ, অভিনব মনোহর, মানব সুথার, নুর আহমেদ