PBKS vs SRH Playing XI, IPL 2024: প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে SRH, রান তাড়ার সিদ্ধান্ত ধাওয়ানের

Apr 09, 2024 | 7:23 PM

Punjab Kings vs Sunrisers Hyderabad Playing XI in Bengali: পঞ্জাব কিংসও দুটি ম্যাচ জিতেছে। তবে ধারাবাহিকতার অভাব। ক্লোজ ম্যাচে জয়ের কাছ থেকেও ফিরতে হয়েছে পঞ্জাবকে। গত ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ঘরের মাঠেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ধাওয়ান। লিয়াম লিভিংস্টোন ফিট হয়ে না ওঠায় কিছুটা চিন্তা পঞ্জাব শিবিরে।

PBKS vs SRH Playing XI, IPL 2024: প্রথম অ্যাওয়ে জয়ের খোঁজে SRH, রান তাড়ার সিদ্ধান্ত ধাওয়ানের
Image Credit source: BCCI

Follow Us

সানরাইজার্স হায়দরাবাদ এ মরসুমে চার ম্যাচে দুটি জিতেছে, দুটিতে হার। জয় দুটি ঘরের মাঠে। এটাই যেন কিছুটা চিন্তার প্যাট কামিন্সের কাছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচের টিমই ধরে রাখল সানরাইজার্স। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিলেন প্যাট কামিন্সরা। সে কারণেই অপরিবর্তিত দল নামানোর সিদ্ধান্ত। টস জিতলে তিনিও বোলিং নিতেন, পরিষ্কার জানিয়ে দিলেন সানরাইজার্স অধিনায়ক।

পঞ্জাব কিংসও দুটি ম্যাচ জিতেছে। তবে ধারাবাহিকতার অভাব। ক্লোজ ম্যাচে জয়ের কাছ থেকেও ফিরতে হয়েছে পঞ্জাবকে। গত ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ঘরের মাঠেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ধাওয়ান। লিয়াম লিভিংস্টোন ফিট হয়ে না ওঠায় কিছুটা চিন্তা পঞ্জাব শিবিরে। মোহালির নতুন স্টেডিয়ামের পিচ রিপোর্ট বলছে, এই মাঠে হাইস্কোরিং ম্যাচ হবে। পঞ্জাব বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। সানরাইজার্স ব্যাটাররা বিধ্বংসী ফর্মে রয়েছে।

পঞ্জাব কিংসের একাদশ – শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জীতেশ শর্মা (উইকেটকিপার), আশুতোষ শর্মা, স্যাম কারান, শশাঙ্ক সিং, সিকান্দার রাজা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা ও অর্শদীপ সিং।

ইমপ্যাক্ট পরিবর্ত – প্রভসিমরন সিং, তনয় থঙ্গরাজন, নাথান এলিস, রাহুল চাহার ও ঋষি ধাওয়ান

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্রাভিস হেড, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, এইডেন মার্কর‌্যাম, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।

ইমপ্যাক্ট পরিবর্ত- মায়াঙ্ক মার্কন্ডে, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, ও রাহুল ত্রিপাঠী।

Next Article